লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

India Vs England 5th T20: ফিরবেন শামি, বাদ ৫০ করা অলরাউন্ডার! শেষ T20-তে ভারতের একাদশে হতে পারে বড় বদল | Team India Possible XI In 5th T20

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ওয়াংখেড়ের ময়দানে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে চলতি টি-টোয়েন্টি সিরিজে ফিনিশিং টাচ দিতে চাইবে ভারতীয় দল। তৃতীয় ম্যাচে জস বাটলার বাহিনীর কাছে পরাস্ত হয়ে চতুর্থ ম্যাচ ভারতের খিদেটা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছিল। সেই মতো কোমর বাঁধার আগে দলে একাধিক রদবদল করে ইংলিশদের ঘাড়ে ছুরি বসিয়েছিল সূর্যকুমার যাদবের দল। এবার সেই সূত্র ধরেই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে বড়সড় শিক্ষা দিতে চাইছে ভারত। তবে গত ম্যাচের দল ভাল ফর্মে থাকায় দু-একজন ছাড়া লাইানআপে বিশেষ বদল আনবে না ম্যানেজমেন্ট। চলুন দেখে নেওয়া যাক কারা আজকের টি-টোয়েন্টিতে সুযোগ পাচ্ছেন।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

দলে ফিরবেন শামি?

দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির রণক্ষেত্রে আর্শদীপ সিংয়ের বদলি হিসেবে মাঠে নামেন ভারতের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তবে 3 ওভার বল করে একটিও উইকেট তুলতে পারেননি তিনি। যার জেরে বিশ্বাসের জায়গায় হাত বুলিয়ে দলে ফিরলেও বোর্ড কর্তাদের মুখের হাসি চওড়া হয়নি এক ফোঁটাও।

READ MORE:  Future Indian Captain: রোহিতের পর কে হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? দৌড়ে সবথেকে এগিয়ে ৩ নাম | Future ODI Captain Of India

ফলত চতুর্থ টি টোয়েন্টিতে তাকে সরিয়ে ফের মাঠে নামানো হয় সিংকে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শামির মতো একজন বোলারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে ভারত। সেই পথ ধরেই আজকের ম্যাচে জায়গা পেতে পারেন শামি। মনে করা হচ্ছে, ধুরন্ধর পেসার আর্শদীপ সিংকে বিশ্রামে পাঠিয়ে শামিকে ফের দলে টেনে নিতে পারেন কোচ গম্ভীর।

শামির দলে ফেরা নিশ্চিত করলেন কোচ মর্নি মর্কেল!

টি-টোয়েন্টি দলে তরুণ বোলারদের সাথে শামি নিজের দীর্ঘ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তবে রান তেমন একটা না দিলেও তৃতীয় ম্যাচে উইকেট পাননি তিনি। তাই চতুর্থ টি টোয়েন্টি থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। আশা ছিল শেষ টি-টোয়েন্টিতে খেলবেন। এবার সেই সম্ভাবনাতেই মদত দিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। শামি প্রসঙ্গে মর্কেল জানান, শামি তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। ওয়ার্ম আপেও দারুণ ছন্দে ছিলেন তিনি। শামি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে আমি সত্যিই খুশি। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টিতে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত যদি রবিবার তাকে দলে পাওয়া যায় তাহলে দেখা যাবে কীভাবে ভারতের পরিস্থিতি ঘুরছে।

অবশ্যই পড়ুন: ৬ ইনিংসে ৪টি শূন্য, সূর্যকুমারকে ছাঁটাইয়ের কথা ভাবছে BCCI? কে হবেন অধিনায়ক?

অভিজ্ঞ পেসার প্রসঙ্গে মর্কেল আরও বলেন, তাকে দলে ফিরে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। তরুণ বোলারদের সাথে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন তিনি। দলের স্বল্প অভিজ্ঞ সদস্যরাও যথেষ্ট উপকৃত হচ্ছেন শামির দৌলতে। টিম ইন্ডিয়ার বোলিং কোচের কথায়, আজকের ম্যাচে দেখা মিলতে পারে শামির।

READ MORE:  ‘অখন্ড ভারত’ তৈরিই লক্ষ্য, বাজেটে সেনার জন্য বরাদ্দ দেখেই কালঘাম ছুটছে পাকিস্তানের

বাদ পড়বেন শিবম দুবে!

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে 53 রান করে মাঠ ছেড়েছিলেন ভারতের তরুণ অলরাউন্ডার শিবম দুবে। এদিন ইংলিশ তারকা জেমি ওভারটনের দুরন্ত বাউন্সার খেলোয়াড়ের মাথায় জোরালো আঘাত হানে। যার জেরে বর্তমানে বিশ্রামে রয়েছেন দুবে। এই ম্যাচে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কনকাশন সাব হিসেবে দুবের পরিবর্তে নামানো হয়েছিল হর্ষিত রানাকে। যা বিতর্কের পারদ যথেষ্ট বাড়িয়েছিল। তবে মনে করা হচ্ছে, রবিবারের ম্যাচে মাঠে নামা হবে না শিবমের। তার পরিবর্তে শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা রমনদীপ সিং।

READ MORE:  Possible Playing 11 Of India For Final: পান্ডিয়ার চোট, না চাইলেও ফাইনালে হতে পারে দুটি বদল! দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ | Possible Playing 11 Of India For Final

এক নজরে আজকের সম্ভাব্য ভারতীয় একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রমনদীপ সিং, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী। উল্লেখ্য, ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন বদলের কোনও রকম সম্ভাবনা নেই।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.