India Vs England IML: চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন শচীন, কখন কোথায় দেখবেন খেলা? | International Masters League T20 2025
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসরেই শ্রীলঙ্কা মাস্টার্সকে চেনা ভঙ্গিতে হারিয়েছে শচীন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ইন্ডিয়া মাস্টার্স (India)। লঙ্কানদের বুকে যন্ত্রণার কারণ হয়ে এবার ইংলিশ ক্রিকেটার ইয়ন মর্গ্যানের ইংল্যান্ডের (England) বিপক্ষে মাঠে নামবে মাস্টার ব্লাস্টারের ভারত।
যেই হাইভোল্টেজ ম্যাচের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ভক্তরা। কিন্তু ভারত বনাম ইংল্যান্ড মাস্টার্স লিগের এই ধুন্ধুমার ম্যাচ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? ম্যাচের সময়ই বা কী? কোন টিভি চ্যানেল বা অনলাইন OTT-তে দেখা যাবে এই ম্যাচ? যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।
বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ভারত বনাম ইংল্যান্ড মাস্টার্স লিগের চলতি মরসুমের তৃতীয় লিগ ম্যাচটি অনুষ্ঠিত হবে 25 ফেব্রুয়ারি, মঙ্গলবার। জানা যাচ্ছে, ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ভারতীয়দের লড়াইটা শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা 7টা বেজে 30 মিনিট নাগাদ।
সে ক্ষেত্রে ম্যাচের টস প্রক্রিয়া শুরু হবে ঠিক 30 মিনিট আগে অর্থাৎ সন্ধ্যা 7 টায়। মাস্টার্স লিগের প্রকাশিত সুচি অনুযায়ী, আজকের ম্যাচটি গড়াবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি স্টেডিয়ামে।
ইংলিশ বাহিনীর বিপক্ষে তেন্ডুলকরদের লড়াইটা দেখতে অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। সে ক্ষেত্রে জানিয়ে রাখি, মঙ্গলবার সন্ধ্যায় অপেক্ষার অবসান হওয়ার পর ভারত বনাম ইংল্যান্ডের মাস্টার্স লিগের হাইভোল্টেজ ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে হলে কালার্স সিনেপ্লেক্স ও কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস চ্যানেলে চোখ রাখতে হবে।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবারের গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ তথা ভারত বনাম ইংল্যান্ড টুর্নামেন্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব নিয়েছে জিওহটস্টার। তাই সম্পূর্ণ বিনামূল্যে এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখতে হলে নিজের মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকে জিওহটস্টার অ্যাপ ডাউনলোড করে ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, শুধুমাত্র ভারত বনাম ইংল্যান্ড ম্যাচই নয় চলতি টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেরই লাইভ স্ট্রিমিং হবে জিওহটস্টারে।
শচিন তেন্ডুলকর (অধিনায়ক), যুবরাজ সিং, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি, বিনয় কুমার, শাহবাজ নদিম, রাহুল শর্মা, নমন ওঝা, পবন নেগি, গুরকিরৎ সিং মন ও অভিমন্যু মিঠুন
অবশ্যই পড়ুন: জঙ্গি হানার ছক, আদৌ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে? ফাঁস গোয়েন্দা রিপোর্ট
ইয়ন মরগ্যান (ক্যাপ্টেন), ইয়ান বেল, ফিল মাস্টার্ড, টিম ব্রেসনান, দিমিত্রি মাসকারেনহাস, ক্রিস স্কফিল্ড, মন্টি পানেসর, রায়ান সাইডবটম, স্টিভ ফিন, ডি ম্যাডি, স্টুয়ার্ট মেকার, ক্রিস ট্রেমলেট, টিম অ্যামব্রোজ, বয়েড ব়্যাঙ্কিং ও জো ডেনলি। ছবি- আইএমএল।
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
This website uses cookies.