India Vs England: IPL-র আগেই বিরাট কৃতিত্ব হাসিল বরুণ চক্রবর্তীর, চওড়া হাসি KKR-র | Varun Chakaravarthy ICC Ranking

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের মাঝেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির র‍্যাঙ্কিং লিস্ট সামনে আনল ICC। খেলোয়াড়দের পারফরমেন্সকে মাথায় রেখে সাফল্যের ভিত্তিতে তালিকা তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। স্বস্তির বিষয়, বোলারদের র‍্যাঙ্কিং লিস্টের 5 নম্বরে উঠে এসেছেন ভারতের এক ধুরন্ধর স্পিনার। একইভাবে ব্যাটসম্যানদের তালিকাতেও প্রথম দুইয়ে নাম রয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটারের। এই দুই ভারতীয় ছাড়াও তালিকায় জায়গা হয়েছে আরও কয়েকজন ভারতীয় তারকার। রইল তালিকা।

ICC-র র‍্যাঙ্কিং লিস্টে 2 নম্বরে তিলক বর্মা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় তরুণ তিলক বর্মা। জস বাটলার বাহিনীর বিপক্ষে কলকাতার মাঠে 19 এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে 72 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিলক। যার জেরে ভক্ত মহলে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে ইংল্যান্ড বাহিনীকে নাকাল করে তৃতীয় ম্যাচে নিজের জাদু দেখাতে পারেননি বর্মা। তবে তা সত্ত্বেও ICC-র টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন ভারতীয় তরুণ। তার র‍্যাঙ্কিং পয়েন্ট 832।

READ MORE:  কেউ দেয়নি দর! একদা KKR, টিম ইন্ডিয়ার হয়ে মাঠ কাঁপানো প্লেয়ার চললেন অন্য দেশে খেলতে

ব্যর্থ হয়েও ICC র‍্যাঙ্কিং লিস্টে চতুর্থ সূর্য কুমার!

অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত ম্যাচগুলিতে দলকে এক ফোঁটাও জায়গা করে দিতে পারেননি সূর্য কুমার যাদব। 22 জানুয়ারির প্রথম ম্যাচে শূন্য তে আউট হয়ে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টিতে যথাক্রমে 12 ও 14 রানের লজ্জার ইনিংস গড়েছিলেন যাদব। তবে তা সত্ত্বেও টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং লিস্টে 4 নম্বরে জায়গা হয়েছে সূর্যর। খেলোয়াড়ের প্রাপ্ত পয়েন্ট 763। যেখানে 855 র‍্যাঙ্কিং পয়েন্টে তালিকার শীর্ষে রয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড।

READ MORE:  India Vs England 3rd ODI Possible XI: ভাঙবে উইনিং কম্বিনেশন! ফিরছেন 4 বিশ্বস্ত মুখ, শেষ ম্যাচে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? | Team India Possible Playing XI In 3rd ODI

এক লাফে 5 নম্বরে বরুণ চক্রবর্তী

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে বরুণ চক্রবর্তীর ঘূর্ণির জোর পরাস্ত করেছে ইংলিশ ব্যাটারদের। ভারতীয় স্পিনারের আগুনে পারফরমেন্স তাকে চলতি সিরিজে এখনও পর্যন্ত 10টি উইকেট এনে দিয়েছে। আর এই সাফল্যকে সামনে রেখেই এক লাফে 25 নম্বর থেকে ICC টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিং লিস্টের 5 নম্বরে উঠে এসেছেন চক্রবর্তী। যে ঘটনা ভারতের জন্য যথেষ্ট গর্বের। বরুণের বর্তমান র‍্যাঙ্কিং পয়েন্ট 679।

পড়তে ভুলবেন না: রেলের TTE স্ট্যাম্প ওড়াল কোহলির! বিরাটকে বধ করা কে এই হিমাংশু সাঙ্গওয়ান?

উল্লেখ্য, ভারতীয় বোলারদের পিছনে ফেলে নিজের দুর্দান্ত ফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার টি-টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিং তালিকার মগডালে জায়গা হয়েছে ইংল্যান্ডের ধুরন্ধর লেগ স্পিনার আদিল রশিদের। তার প্রাপ্য পয়েন্ট 718। ICC লিস্টের প্রথম দিকে না হলেও তালিকার একেবারে তলানিতে নাম জুড়েছে ভারতের দুই তারকা বোলার আর্শদীপ সিং ও রবি বিষ্ণোইয়ের।

READ MORE:  India Vs New Zealand Final: বৃষ্টির কারণে ভেস্তে যাবে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল! খেলা না হলে ট্রফি জিতবে কোন দল? | India Vs New Zealand Final May Be Abandoned Due To Rain
Scroll to Top