India Vs England ODI: ভারতের জয়ের নেপথ্যে রোহিতের দুই সিদ্ধান্ত, ফাঁস টিম ইন্ডিয়ার সিক্রেট | Team India's Success Secret
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 ফেব্রুয়ারি নাগপুরের ময়দানে ইংল্যান্ড (England) বাহিনীর ওপর চড়াও হয়েছিল ভারতের (India) ছেলেরা। সেই মতো জোরালো আক্রমণ শানিয়ে প্রথম ওয়ানডে ম্যাচে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। লক্ষ্য ছিল ইংলিশদের ছাতু করে সিরিজ পকেটে পোরা। সেই লক্ষ্য নিয়েই রবিবারের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে পরাজয় দেখিয়েছে টিম ইন্ডিয়া।
চলতি ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের উইনিং দল বর্তমানে 2-0 ব্যবধানে এগিয়ে। এহেন আবহে প্রকাশ্যে এলো প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে ইংরেজদের হারানোর গোপন কৌশল। হ্যাঁ, বিগত দুই ম্যাচেই দুটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শর্মা। যা ভাগ্যক্রমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক হিটম্যানের কোন দুই সাহসী সিদ্ধান্ত ভারতকে জয়ের মুখ দেখালো।
ইংল্যান্ডের বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি চলতি ওয়ানডে সিরিজের যাত্রা শুরু করেছিল ভারত। আর এই ম্যাচেই নাগপুরের মাঠে প্রাক্তন KKR তারকাকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এদিন শেষ মুহূর্তে বিরাট কোহলি ফিট না হওয়ায় আচমকা শ্রেয়স আইয়ারকে মাঠে নামান রোহিত।
ভারতীয় অধিনায়কের এই সিদ্ধান্তের পরই প্রথম ওয়ানডে ম্যাচে আইয়ারের ব্যাট থেকে 36 বলে 59 রানের বড় ইনিংস উপহার পেয়েছে দল। যদিও আইয়ার জানিয়েছিলেন, তাঁর দলে ফেরা পূর্ব পরিকল্পিত ছিল না। ম্যাচের আগের দিন রাতে রোহিত শর্মার ফোন কল পান তিনি। সেখানেই জানতে পারেন কোহলির পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাঁকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় তরুণ শুভমন গিল। খেলোয়াড়ের পারফরমেন্সকে মাথায় রেখে দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই তাঁকে ওপেনিং করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন অধিনায়ক শর্মা। এদিন সম্ভাবনায় সায় দিয়ে যশস্বী জয়সওয়ালকে মাঠের বাইরে পাঠিয়ে বিরাট কোহলিকে জায়গা দিয়েছিল ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: ওয়ানডেতে অভিষেক হতেই বড় সাফল্য বরুণের, শেষ হয়ে যাবে কুলদীপের কেরিয়ার?
ফলত জয়সওয়াল না থাকায় এদিন গিলের ওপর ভরসা করেছিলেন রোহিত। আর তাতেই ধরা দিয়েছে সাফল্য। প্রথম ওয়ানডেতে 3 নম্বরে ব্যাট করতে আসলেও গতকালের ম্যাচে ওপেন করতে নেমে রোহিতের সঙ্গে 136 রানের পার্টনারশিপ গড়েন গিল। রবিবার তার ব্যক্তিগত ইনিংস ছিল 60 রানের।
আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টকে পাখির চোখ করে চলতি ওয়ানডেতে লড়ছে ভারত-ইংল্যান্ড দুই দলই। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে জয়টা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইসিসি ইভেন্টকে মাথায় রেখেই দলের ছেলেদের ঝালিয়ে নিতে চাইছেন রোহিত। আর তাই হয়তো, চোট পাওয়ার পর ফিট হতেই তড়িঘড়ি দুর্বল ফর্মে জড়িয়ে থাকা কোহলিকে মাঠে নামাল রোহিত শর্মা ও তাঁর ম্যানেজমেন্ট।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান (Pakistan) সম্পর্ক বিরাট ধাক্কা খেয়েছে। 26 জন…
প্রীতি পোদ্দার, কলকাতা: বাকি দিনগুলির মত গত ২২ এপ্রিল, মঙ্গলবারেও কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত…
ওটিটি প্ল্যাটফর্মে সাহসী এবং ব্যতিক্রমী কনটেন্টের চাহিদা বাড়ছে। এই ধারার মধ্যেই উল্লু অ্যাপে সম্প্রতি মুক্তি…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রচুর শূন্যপদে…
২০২৫ সাল থেকে ভারতে শ্রম আইনে এমন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে যা দেশজুড়ে সমস্ত…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর অন্যায়ের প্রতিবাদ করেছে ভারত। পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরাপরাধ…
This website uses cookies.