India Vs England Test: বাদ রোহিত! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন অধিনায়ক পাচ্ছে ভারত? বিরাট তথ্য ফাঁস | Sidhu Opens Up About Team India's New Captain
বিক্রয় ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফিতে বিশ্বসেরা হয়ে এবার লক্ষ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে এই পর্ব মিটে গেলেই ফের আরও একটি বড় পরীক্ষা রয়েছে ভারতের (India)। জানা যাচ্ছে, IPL শেষ হলেই আসন্ন জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। জো রুটদের দেশে 5 ম্যাচের টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতের টেস্ট ফর্ম যথেষ্ট দুর্বল।
শেষবারের মতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুন-কাম সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে লজ্জার পরাজয়ের পর এখন লাল বলের ফরম্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে ভারতের ছেলেরা। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, ইংলিশদের বিরুদ্ধে আসন্ন টেস্টে কে হবেন ভারতীয় দলের অধিনায়ক? মিলেছে উত্তর।
রোহিতের নেতৃত্বে লাল বলের সংস্করণে ধারাবাহিক ব্যর্থতা দেখেছে ভারত। প্রথমে কিউইদের কাছে ঘরের মাঠে লজ্জার পরাজয় এবং শেষে অজিভূমিতে বর্ডার গাভাস্কার সিরিজে হার, সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে একপ্রকার ধুঁকছে টিম ইন্ডিয়া। একই সাথে, গত দুই টেস্টে খারাপ ফলাফলের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও প্রথমবারের জন্য ছিটকে গিয়েছে মেন ইন ব্লু। পরিস্থিতি যখন এমন, প্রশ্ন উঠছে, এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিততে কাঁকে দায়িত্ব দেবে, ভারতীয় বোর্ড?
মিনি বিশ্বকাপ শুরুর আগেই অধিনায়ক রোহিত শর্মার অবসর নিয়ে বেড়েছিল জল্পনা। অনেকেই মনে করেছিলেন অধিনায়কের পদ খোয়ানোর পাশাপাশি ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেবেন রোহিত। তবে সেই জল্পনায় জল ঢেলেছেন ভারতীয় তারকা নিজেই। চ্যাম্পিয়নস ট্রফি হাতে পেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, আমি কোনও অবসর নিচ্ছি না। আমার অবসর নিয়ে যেসব খবর ছড়িয়েছিল তা সবই ভুয়ো।
খেলোয়াড়ের এমন মন্তব্যের পর আসন্ন টেস্টে তাঁর উপস্থিতি একপ্রকার পাকা হয়ে গিয়েছে। তবে প্রশ্ন উঠছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনিই কী ভারতের অধিনায়ক থাকবেন? এ প্রসঙ্গে সংশয় থাকলেও ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু জানিয়েছেন, রোহিত শর্মাকে নিয়ে অভিযোগ করতে পারবেন না। ও সব ধরনের প্রত্যাশা পূরণ করেছে। বর্তমানে টেস্টে ওর ফর্ম দুর্বল ঠিকই, তবে রোহিতকে ছাড়া বর্তমানে কোনও বিকল্প নেই।
ইংল্যান্ড সিরিজের জন্য রোহিত এবং বিরাট দুজনেই খুব গুরুত্বপূর্ণ। এরপরই আসন্ন টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক কে হবেন এ প্রসঙ্গে প্রশ্ন আসতেই সিধু বলেন, রোহিতের জায়গায় কাউকে বসানো যাবে না! ওর মতো ফর্ম কারোর নেই। ইংল্যান্ড এমনিতেই শক্তিশালী দল, তাই জিততে গেলে এখন বিকল্প খুঁজলে চলবে না। এদিন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বক্তব্যে এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে, আসন্ন জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ গুলিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিতই তাঁর প্রথম পছন্দ।
অবশ্যই পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফি জয়ের মাঝেই টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ! প্রয়াত কিংবদন্তি অলরাউন্ডার
উল্লেখ্য, আগামী জুন মাসে 5 টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সিরিজের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 20 জুন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ, প্রথম টেস্টটি 20 জুন, লিডসে শুরু হয়ে পঞ্চম অর্থাৎ শেষ টেস্ট ম্যাচটি 31 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হবে।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.