India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই শামিকে নিয়ে দুঃসংবাদ টিম ইন্ডিয়ায় | May Mohammed Shami Ruled Out Against NZ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 8 বছরের বিলম্বিত চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ধারাবাহিক জয়ের পর এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দায়িত্ব রক্ষা করবে ভারত। তবে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে রবিবারের ম্যাচটা নিয়ম রক্ষার হলেও এই ম্যাচের ওপর নির্ভর করছে সমীকরণ বদলের খেলা। এহেন আবহে রবিবার রোহিত শর্মার দলে অনিশ্চিত হয়ে পড়লেন তারকা পেসার মহম্মদ শামি! মনে করা হচ্ছে, পাকিস্তানের ম্যাচে আচমকা চোট পাওয়ায় তাঁকে নিয়ে আপাতত ঝুঁকির পথে হাটতে চাইছে না BCCI। তাহলে কি খেলবেন না শামি? উত্তর মিলেছে রবিবারই!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ছন্দ হারিয়েছেন শামি!

দীর্ঘ চোট কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতেই 5 উইকেট তুলেছিলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। চোট সেরে ওঠার পর সেটিই ছিল জাতীয় দলের হয়ে তাঁর প্রথম ম্যাচ। তবে শান্তদের ম্যাচের নায়ক হয়েও পাকিস্তানের বিরুদ্ধে একটি উইকেটও তুলতে পারেননি তিনি। রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিপক্ষে বল হাতে মাঠে নেমেই আচমকা চোট পান ভারতীয় পেসার।

READ MORE:  Champions Trophy 2025: শচীনের পর চ্যাম্পিয়নস ট্রফিতে এবার গেইল, সৌরভের মহা রেকর্ড ভাঙবেন কোহলি | Virat Kohli Will Breaks Sourav Ganguly And Chris Gayle Records

আর পরই এক ওভার করে মাঠ ছেড়েছিলেন তিনি। তবে পরবর্তীতে ময়দানে নেমে ফির নিজের ডান হাতের কাজটা শুরু করেন মহম্মদ। তবে দুঃখের বিষয়, রবিবার শামির জালে ধরা দেয়নি সাফল্য। ফলত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে কিছু করে দেখানোর তাগিদ ছিল টিম ইন্ডিয়ার এই অভিজ্ঞ তারকার। এহেন পরিস্থিতিতে, কিউইদের ম্যাচে শমিকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

আজ শামিকে ছাড়াই মাঠে নামবে রোহিত শর্মার দল?

সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় তারকা কে এল রাহুল জানিয়েছিলেন, রবিবার ভারতীয় দল অপরিবর্তিত থাকবে। তবে নিউজিল্যান্ডের ম্যাচ ঘনিয়ে আসতেই শামিকে নিয়ে আশঙ্ক আরও বেড়েছে বোর্ড কর্তাদের। এমতাবস্থায়, কিউইদের বিপক্ষে রবিবারের ম্যাচে ভারতীয় দলে বাকি সব কিছু অপরিবর্তিত থাকলেও শামির শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সম্ভবত তাঁকে বিশ্রামে রাখতে পারে ম্যানেজমেন্ট। তবে সেই সম্ভাবনাও খুব একটা তীব্র নয়।

অবশ্যই পড়ুন: মোহনবাগানের ড্রয়ে আশা শেষ ইস্টবেঙ্গলের? জানুন এখনও কীভাবে সুপার সিক্সে যাবে লাল হলুদ!

শামির বিকল্প কে?

বোর্ডের একটি সূত্র মারফত খবর, রবিবার নিউজিল্যান্ড বাহিনীর বিপক্ষে ভারতের পেস বিভাগের দায়িত্ব যদি মহম্মদ শামির কাঁধে না থাকে সেক্ষেত্রে শামির অনুপস্থিতিতে দলে ফিরবেন মধ্যপ্রদেশের তরুণ পেসার তথা টিম ইন্ডিয়ার বিশ্বস্ত তারকা আর্শদীপ সিং। সূত্র বলছে, কিউইদের নিয়ম রক্ষার ম্যাচে আর্শদীপকে নিয়ে আশায় বুক বেঁধেছে ম্যানেজমেন্ট। তাই এই ম্যাচে তাঁর বলের গতিবিধির ওপর নজর রাখবে বোর্ড।

READ MORE:  India Vs Bangladesh: অক্ষরের হ্যাটট্রিকে ক্যাচ মিসের জের, বড়সড় শাস্তি মাথা পেতে নিলেন রোহিত | For Rohit Sharma Axar Patel Missed Hattrick
Scroll to Top