লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

India Vs New Zealand: ‘ভ’রুণ ভরসা ভারত, সেমিতে কোন দলের সঙ্গে কবে খেলা টিম ইন্ডিয়ার? | ICC Champions Trophy Semifinal

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 4 স্পিনারেই জব্দ নিউজিল্যান্ড। রবিবার নিয়ম রক্ষার ম্যাচ ভারতের(India) জন্য সম্মান রক্ষার তাগিদ হয়ে উঠেছিল। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই কিউইদের(New Zealand) বিরুদ্ধে একপ্রকার নিঃশ্বাস চেপে লড়তে হচ্ছিল বরুণ চক্রবর্তীদের। তবে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রমেই এলো সাফল্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিচেল স্ট্যান্টনারদের টুটি চেপে ধরল রোহিত শর্মার ভারত। নিউজিল্যান্ড বধের পর এবার ভারতের অশান্তির কারণ হতে চলছে অজিরা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

4 স্পিনারের পরিকল্পনাতেই বাজিমাত

রবির দায়িত্ব রক্ষার ম্যাচে নিউজিল্যান্ড বাহিনীর বিপক্ষে সুকৌশলে 4 স্পিনারকে দুবাইয়ের মাঠ দখলের দায়িত্ব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিউইদের ইনিংস শুরু হতেই সেই সিদ্ধান্তে সবুজ সংকেত পেয়েছে ভারতীয়রা। এদিন সমস্ত জল্পনা কাটিয়ে ম্যাচের মহানায়ক হয়ে উঠেছেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ড বাহিনীর 5 উইকেটে দখল জমিয়ে দুবাইয়ের মাঠের ইতিহাস বদলে দিয়েছেন তিনি। চক্রবর্তীর পাশাপাশি ভারতের ঝুলিতে 1টি করে উইকেট সংখ্যা বাড়িয়েছেন রবীন্দ্র জাদেজা, এবং অক্ষর প্যাটেলও। তবে বরুণের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত কুলদীপের ঝুলিতে রবিবার 2 উইকেট এসেছে।

READ MORE:  Taskin Ahmed: IPL-এ খেলার প্রস্তাব বাংলাদেশি পেসারকে, কোন দল থেকে? জানালেন তাসকিন | LSG Invites Taskin To Join Team

উইকেট পাননি বাংলাদেশ ম্যাচের নায়ক

দীর্ঘ চোট কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ফের জাতীয় দলে ভিড়েছিলেন তারকা পেসার মহম্মদ শামি। এদিন শান্ত দলের বিপক্ষে 5 উইকেট তুলে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। তবে ওপার বাংলার বাঘেদের হেরো ম্যাচের পর রিজওয়ান অ্যান্ড কোম্পানির বিপক্ষে ব্যর্থ হয়েছিলেন শামি। একই পথ ধরে হেঁটে এসে শত চেষ্টা করেও ভাগ্য ফেরাতে পারেননি কিউইদের নিয়াম রক্ষার ম্যাচেও। এদিন শামির খাতায় একটি সংখ্যাও যোগ হয়নি। বলা বাহুল্য, রবিবারের ম্যাচে স্পিনারদের ভিড়ে দুর্দান্ত বোলিং করে 1টি উইকেট পেয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ব্যাট হাতে খেলা ঘুরিয়েছেন প্রাক্তন KKR অধিনায়ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা গড়াতেই রবিবার কিউইদের ধারালো অস্ত্রে ঘায়েল হন শুভমন গিল। এদিন না চাইতেও গিলের রাস্তাতেই হাঁটতে হয়েছিল রোহিত-বিরাটদেরও। দুই ভারতীয় মহাতরকাই এদিন যথাক্রমে 15 ও 11 রানে মাঠ ছাড়েন। এহেন আবহে দলের দুঃসময়ে একার কাঁধে দায়িত্ব নেন প্রাক্তন KKR অধিনায়ক। কিউইদের ঘরে ছুরি বসিয়ে ব্যাটের ঝোড়ো হাওয়া তোলেন শ্রেয়স আইয়ার। এদিন ভারতীয় তারকার ব্যাট থেকে 79 রানের যোগদান পেয়েছিল ভারত। আইয়ারের পাশাপশি অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়ার দুরন্ত ব্যাটিংয়ে যথাক্রমে 42 ও 45 রানের উপহার পেয়েছিল ভারত। বাকিদের রানের সংখ্যে খুব একটা নজরকাড়া ছিল না।

READ MORE:  KKR Vs SRH: ইডেনে মহাপরীক্ষা, SRH-র বিরুদ্ধে দলে ৩ পরিবর্তন করবে KKR! কেমন হবে প্রথম একাদশ? | KKR Possible Playing 11 Against SRH

শেষ হাসি হাসল ভারত

নিজস্ব অস্ত্রে শত্রু পক্ষকে ঘায়েল করে ম্যাচের শেষ মুহূর্তে প্লাটি মরার দৃষ্টান্ত রয়েছে ভারতের। রবিবার চেনা ছন্দে সেই কাজটাই করেছেন বরুন চক্রবর্তী থেকে শুরু করে কুলদীপ যাদবরা। দুবাইয়ের মাঠে স্পিনারদের ব্যর্থতার জল্পনাকে কাটিয়ে এদিন একের পর এক উইকেট ভেঙেছেন চক্রবর্তী। চলতি মিনি বিশ্বকাপে প্রথমবারের জন্য সুযোগ পেয়েই প্রচলিত ধারণা বদলে দিয়েছেন বরুণ। এদিন 5 উইকেট তুলে নিজের জাত চেনানোর পাশাপাশি ভারতকেও সেমিফাইনালে শক্ত সামর্থ্য জায়গায় পৌঁছে দিয়েছে ভারতের এই তারকা। যার জেরে রবিবার ম্যাচে শেষ হাসি হেসেছে ভারত।

READ MORE:  Kolkata Knight Riders: হায়দরাবাদ ম্যাচের আগেই KKR-র অন্দরে তুমুল অশান্তি! | Trouble In The KKR Camp

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল পাকা হলো ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সুচি অনুযায়ী নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ছিনিয়ে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলতে চলেছে রোহিত-বিরাটদের ভারত। অজিতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে ভারতের রেকর্ড যে দুর্দান্ত সে কথা নতুন করে আর বলার অবকাশ রাখে না। সূত্র বলছে, নিয়ম মাফিক, 4 মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর দেড়টায় গড়াবে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল 1। কিউইদের পর মঙ্গলবারের ম্যাচেও অজিদের ফুটিয়ে ফাইনালের জন্য নিজেদের মঙ্গল কামনা করবে মেন ইন ব্লু।

অবশ্যই পড়ুন: বন্ধ করতে হবে IPL! ভারত, BCCI-র বিরুদ্ধে একজোট হওয়ার আর্জি প্রাক্তন পাক তারকার

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.