India Vs New Zealand Final: চোট সবচেয়ে বড় ম্যাচ উইনারের! ভারতের বিরুদ্ধে ছন্নছাড়া নিউজিল্যান্ড, কেমন হবে একাদশ? | Possible Playing 11 Of Team New Zealand For Final Against India
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামার আগেই দলের মূল হাতিয়ারকে নিয়ে চাপ বড়ল কিউইদের (India Vs New Zealand)। গত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাহোরের মাঠে ক্যাচ ধরতে গিয়ে আচমকা কাঁধে চোট পান নিউজিল্যান্ডের অন্যতম তারকা বোলার ম্যাট হেনরি। আর এরপর থেকেই খেলোয়াড়ের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের বিরুদ্ধে নামা হবে না হেনরির? উত্তর খুঁজছে কিউইরাও।
গত বুধবার সেমিফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে ফুটিয়ে ফাইনালের টিকিট কেটে ফেলেছে নিউজিল্যান্ড। তবে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর প্রোটিয়াদের মাঠছাড়া করলেও এই ম্যাচেই ক্যাচ ধরতে গিয়ে আচমকা কাঁধে চোট পান কিউইদের তারকা পেসার ম্যাট হেনরি। আর এরপর থেকেই ফাইনালে তাঁর উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে।
যদিও ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্ট্যান্টনার জানিয়েছিলেন, হেনরির কাঁধের ফোলা ভাব বেড়েছে। ওর আগামী কিছুদিন বিশ্রাম দরকার। হাতে কিছুটা সময় রয়েছে। ফিট হলে তবেই ওকে মাঠে নামাবে দল।
এমতাবস্থায়, অধিনায়কের আশ্বাস সত্ত্বেও বর্তমানে হেনরির শারীরিক অবস্থা যা তাতে ভারতের বিরুদ্ধে তাঁর উপস্থিতি একপ্রকার প্রশ্নের মুখে দাঁড়িয়ে। শোনা যাচ্ছে, এখনও নাকি কাঁধের যন্ত্রণা পুরোপুরি কমেনি। ফলত রবিবারের আগে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামাটা হেনরির জন্য সত্যিই চ্যালেঞ্জিং হতে চলেছে।
সম্প্রতি ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে ম্যাট হেনরির ফিটনেস নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেডকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় হেনরি বল হাতে পুরোপুরি ছন্দে ফিরেছেন। তবে চোটের জন্য যথেষ্ট কষ্ট পাচ্ছেন তিনি। প্রয়োজন অনুযায়ী যাবতীয় স্ক্যান ও পরীক্ষা-নিরীক্ষা চলেছে। রবিবারের আগে ফিট হয়ে উঠলে অবশ্যই ওকে ভারতের বিপক্ষে খেলানো হবে।
আশঙ্কাকে সত্যি করে যদি রবিবার ভারতের বিরুদ্ধে চোট নিয়ে হেনরির মাঠে নামানো হয় সে ক্ষেত্রে তারকা পেসারের পথ ধরে দলে ভিড়তে পারেন নিউজিল্যান্ডের আরেক ডান হাতি পেসার জ্যাকব ডাফি। মনে করা হচ্ছে হেনরি যেহেতু যন্ত্রণায় ভুগছেন তাই চলতি মিনি বিশ্বকাপে বেঞ্চে বসে থাকা এই খেলোয়াড়কেই সুযোগ দিতে পারে নিউজিল্যান্ড ম্যানেজমেন্ট। বলে রাখি, চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে এখনও পর্যন্ত সুযোগ না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচ খেলে 48 রানে 1টি উইকেট ভেঙেছেন ডাফি।
ভারতীয় দলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাট হেনরির রেকর্ড অনবদ্য। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, এখনও পর্যন্ত মেন ইন ব্লুদের বিরুদ্ধে 11টি ম্যাচে অংশ নিয়ে 21টি উইকেট ভেঙেছেন হেনরি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো, 2019 বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট ছিলেন এই হেনরি। সেবার সেমির মঞ্চে রোহিত শর্মাদের 3টি উইকেট ভেঙে ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন এই কিউই তারকা।
অবশ্যই পড়ুন: সরল পথের কাঁটা! ফাইনালের আগেই বিরাট সুখবর পেল ভারত
উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জ্যাকব ডাফি, উইল ওরুর্ক, কাইল জেমিসন।
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির আবহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা। কিন্তু দুর্যোগের মেঘ…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
This website uses cookies.