India Vs New Zealand Final: ফাইনালের আগেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া, বড় ধাক্কা নিউজিল্যান্ডে! | Great News For India Before Final
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাস্ত কিউইরাই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের (India) প্রতিপক্ষ। গত রবিবার যাদের বিরুদ্ধে শেষ হাসি হেসেছিল ভারত আগামী 9 মার্চ বিগ সানডেতে তাদের বিপরীতেই লড়তে হবে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে। এমতবস্থায়, কানে এল বড় খবর। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির প্রধান মঞ্চে নামার আগেই কিউইদের তারকা পেসারের উপস্থিতি নিয়ে সংশয় বেড়েছে। যা শুনে কার্যত লাভের গন্ধ পাচ্ছে মেন ইন ব্লু!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে বুধবার নিজেদের জাত চিনিয়েছে নিউজিল্যান্ডের ছেলেরা। আর এই ম্যাচেই বল ক্যাচ করতে গিয়েই আচমকা চোট পান ম্যাট হেনরি। সূত্রের খবর, বল ধরতে গিয়ে আচমকা মাঠেই লুটিয়ে পড়েন হেনরি। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।
ম্যাচ চলাকালীন মাঠেই চলে দীর্ঘ চিকিৎসা। ফিজিও থেকে শুরু করে চিকিৎসকদলের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও যন্ত্রণা কমানো সম্ভব হয়নি হেনরির। ফলত, প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় কাঁধের চোট নিয়েই মাঠ ছাড়েন কিউই পেসার। পরবর্তীতে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্ট্যান্টনার জানিয়েছিলেন, হেনরির কাঁধে চোট রয়েছে।
ফোলা ভাব এখনও কমেনি। ওকে কয়েকদিনের জন্য বিশ্রাম দিতে হবে। তারপর সিদ্ধান্ত নেবে দল। মনে করা হচ্ছে, ফাইনাল শুরু হতে এখনও কয়েকটা দিন হাতে রয়েছে। এই সময়ের মধ্যে চোট কাটিয়ে ফিট হলে তবেই হেনরিকে ভারতের বিরুদ্ধে নামাবে কিউই ম্যানেজমেন্ট। কাজেই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রোহিত শর্মাদের বিপক্ষে নিউজিল্যান্ডের তারকা পেসার হেনরি আপাতত অনিশ্চিত। আর এই খবর সামনে আসতেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত!
অবশ্যই পড়ুন: বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় পাকিস্তান! প্রথম কে, কত নম্বরে ভারত? রইল তালিকা
নিউজিল্যান্ডের ধুরন্ধর পেসার ম্যাট হেনরিই 2019 সালের বিশ্বকাপে কার্যত ভারতের স্বপ্নভঙ্গ করেছিলেন। রোহিত শর্মাদের 3 উইকেট ভেঙে সেমিফাইনাল ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন হেনরি। সেবার লজ্জার পরাজয় দেখেছিল ভারত। তবে চলতি টুর্নামেন্টের ফাইনালে চোটের কারণকে সামনে রেখে তাঁকে যদি দলে রাখা না হয় সেক্ষেত্রে ভারতীয় ব্যাটাররা যে বাড়তি সুবিধা পাবে এ কথা বলার অবকাশ রাখেনা।
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
This website uses cookies.