India Vs New Zealand Final: ভারত-নিউজিল্যান্ড ফাইনালের আগে গ্রাহকদের বড় ধাক্কা দিল Jio! কীভাবে দেখবেন ম্যাচ? | JioHotstar Subscription Plans

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল (India Vs New Zealand) ম্যাচের প্রাক্কালে গ্রাহকদের বড়সড় ধাক্কা দিল Jio! জানা যাচ্ছে, ভারতের জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানগুলি থেকে ফ্রি JioCinema সাবস্ক্রিপশন সরিয়ে নিয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কারণ JioCinema বর্তমানে আর স্বতন্ত্র প্লাটফর্ম নেই। ভারতের জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Disney + Hotstar-এর সাথে সংযুক্ত হয়ে বাজারে এসেছে JioHotstar। বর্তমানে এই OTT প্ল্যার্টফর্মটির দরুণ চ্যাম্পিয়নস ট্রফির সমস্ত ম্যাচ দেখার সুযোগ হচ্ছে গ্রাহকদের। চলুন জেনে নেওয়া যাক JioHotstar-এর সবচেয়ে সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে।

READ MORE:  ICC: চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে কেন অনুপস্থিত PCB কর্তারা? কারণ জানালো ICC | ICC Opens Up About PCB

Jio-র 195 টাকার ডেটা প্ল্যান

ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ডেটা প্ল্যান রেখেছে। মাত্র 195 টাকার বিনিময়ে এই প্ল্যানে 90 দিনের বৈধতা যুক্ত মোট 15GB ডেটা পাবেন গ্রাহকরা। একই সাথে 195 টাকার প্ল্যানেই থাকছে 90 দিন অর্থাৎ 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে। যার দরুণ 9 মার্চের ভারত বনাম নিউজিল্যান্ডের মেগা ফাইনাল উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমী মানুষজন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এক রিচার্জেই বাড়তি সুবিধা

JioHotstar প্ল্যাটফর্ম বাজারে এনে সংস্থাটি JioCimema-র যাবতীয় সুবিধা সরিয়ে দিয়েছে ঠিকই তবে Jio তাদের রিচার্জ প্ল্যানগুলিতে অতিরিক্ত সুবিধা হিসেবে JioTV ও JioCloud ব্যবহারের সুযোগ দিচ্ছে। Jio TV-র মাধ্যমে লাইভ টিভি দেখার পাশাপাশি প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে একাধিক ওয়েব সিরিজ দেখা যায়। অন্যদিকে JioCloud মূলত গ্রাহকদের প্রয়োজনীয় ডেটা সুরক্ষিত রাখার ক্ষেত্রে অতিরিক্ত স্টোরেজ প্রদান করে।

READ MORE:  বাচ্চা থেকে মহিলা, রেশনের গম খেয়ে রাতারাতি মাথায় টাক! আতঙ্কে গ্রামের পর গ্রাম

JioHotstar-এর জনপ্রিয় সাবস্ক্রিপশন প্ল্যান

Jio তাদের গ্রাহকদের জন্য 949 টাকা মূল্যের একটি জনপ্রিয় প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা 84 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড কল, প্রতিদিন 100টি SMS, দৈনিক 2GB ডেটা পেয়ে থাকেন। অতিরিক্ত সুবিধা হিসাবে এই প্ল্যান রিচার্জ করলে পাওয়া যায় 3 মাসের বৈধতা যুক্ত ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন।

অবশ্যই পড়ুন: ফাইনালের আগেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া, বড় ধাক্কা নিউজিল্যান্ডে!

উল্লেখ্য, ভারত বনাম নিউজিল্যান্ডের হাই ভোল্টেজ ফাইনাল দেখতে হলে 9 মার্চ দুপুর আড়াইটে থেকে চোখ রাখবেন Jio-র নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar-এ।

READ MORE:  India Vs England Test: বাদ রোহিত! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন অধিনায়ক পাচ্ছে ভারত? বিরাট তথ্য ফাঁস | Sidhu Opens Up About Team India's New Captain
Scroll to Top