India Vs Pakistan: ‘কোহলিদের আলিঙ্গন করবে না’, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য ফতোয়া | ICC Champions Trophy 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার আর কয়েকটা দিন। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু প্রতিক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে 23 ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়বে পাক ক্রিকেটাররা। আর এই ম্যাচকে মাথায় রেখেই রাতের ঘুম উড়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দীর্ঘদিন পর পাকিস্তানের সাথে ভারতের হাই ভোল্টেজ ম্যাচের একটা উত্তেজনা তো আছেই, সেই সাথে নিজস্ব দলের জয় নিয়েও বাড়তি চিন্তা রয়েছে সমর্থকদের। এমতাবস্থায় পাকিস্তান থেকে ভেসে এসেছে ভারত বিরোধী হাওয়া। সেই হাওয়া গায়ে মেখেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে পাকিস্তানি ক্রিকেটারদের কাছে ভারতের ছেলেদের আলিঙ্গন না করার অনুরোধ জানিয়েছেন সেদেশের সমর্থকরা। একই সাথে ভাইরাল ভিডিওটিতে ভারতের পরাজয়ের কামনা করেছেন পশ্চিম দিকের দেশ পাকিস্তানের জনগণ।

READ MORE:  বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় পাকিস্তান! প্রথম কে, কত নম্বরে ভারত? রইল তালিকা

কোহলিদের আলিঙ্গন না করার অনুরোধ

সম্প্রতি পাকিস্তানের এক নামকরা সাংবাদিক ফরিদ খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পাকিস্তানের এক সমর্থককে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে। ভিডিওটির শুরু থেকেই ওই পাক সমর্থক বলছেন, আমার দেশ পাকিস্তানের ক্রিকেটারদের কাছে একটাই অনুরোধ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তারা যেন দুবাইয়ে ম্যাচ শেষের পর ভারতীয় ক্রিকেটারদের আলিঙ্গন না করেন। পাকিস্তানে বহু কোহলি ভক্ত রয়েছেন। তাদের কাছেও আমার অনুরোধ, যে ভারত পাকিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের দলের ছেলেদের সাথে আলিঙ্গন কিংবা ভাল মুহূর্ত কাটানোর কোনও দরকার নেই।

অধিনায়ক মহম্মদ রিজওয়ানের কাছেও আমার অনুরোধ শত্রু পক্ষ ভারতের ছেলেদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ না করার। ভিডিওটির শেষের দিকে টিম ইন্ডিয়া নিন্দায় সরব হন ওই পাক সমর্থক। বলেন, ভারত কোনও শক্তিশালী দেশই নয়। পাকিস্তান ওদের যোগ্য জবাব দেবে। আমি তো চাইবো ওরা যাতে বাংলাদেশের কাছেও হারে। যেই দৃশ্যে পাক সাংবাদিকের হাত ধরে সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছে।

 

READ MORE:  Champions Trophy 2025: 'মরার ওপর খাঁড়ার ঘা', চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে PCB | PCB Faces Huge Financial Loss Due To Pakistan Exit From Champions Trophy

ভারতকে শেষবারের মতো হারিয়েছিল পাকিস্তান

ভারতকে কোনও ম্যাচে পরাস্ত করা পাকিস্তানের ছেলেদের কাছে স্বপ্নসম। বেশ কিছু রিপোর্টে বহুবার উঠে এসেছে যে, ভারতকে কোনও ম্যাচে নাকানি চোবানি খাওয়াতে পারলে রাতের ঘুম হারিয়ে সেলিব্রেশন শুরু হয় সে দেশে। এবার সেই লক্ষ্য নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির আসরে নামবে পাকিস্তান।

সেক্ষেত্রে বলে রাখি, আইসিসি মিনি ওয়ার্ল্ড কাপের 2017 সালের আসরে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে পরাস্ত করেছিল পাকিস্তান। প্রথমদিকে পাকিস্তানের জয়ের আশা তেমনভাবে না থাকলেও ফাইনালে উঠেই ভারতের বুকে তীর নিক্ষেপ করে সকলকে চমকে দেয় পাক খেলোয়াড়রা। যেই জয় সে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

অবশ্যই পড়ুন: শ্রেয়সের পর KKR অধিনায়ক হচ্ছেন এই চেনা মুখ! সম্ভাব্য তালিকায় আরও ৪ জনের নাম

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের থেকেও এগিয়ে পাকিস্তান

আন্তর্জাতিক ক্ষেত্রে টি-টোয়েন্টি ও ওয়ানডে জয়ের নিরিখে ভারতীয় দলের ধারে কাছে নেই পাকিস্তান। তবে আলোচনাটা যদি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে হয় সেক্ষেত্রে, টিম ইন্ডিয়া থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মেন ইন গ্রিন। হ্যাঁ, পরিসংখ্যান বলছে এই টুর্নামেন্টে দুই দলের মোট 5 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভারত জিতেছে 2টি ও পাকিস্তানের ঘরে এসেছে 3 বারের জয়। এখন দেখার, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে কার পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়।

READ MORE:  প্যারিসে নির্বাসিত হলেন মেসি, জুটবে না বেতনও! সৌদিতে ফিরলেন বিশ্বজয়ী

Scroll to Top