India Vs Pakistan: বদলে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সময়? জানুন আজ দুবাইতে কখন শুরু হবে মহারণ | ICC Champions Trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিউইদের বিরুদ্ধে প্রথম আসরে পরাজিত হওয়ার পর আজ বিগ সানডেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান (India Vs Pakistan)। আর এই ম্যাচই নির্ধারণ করবে মহম্মদ রিজওয়ানদের ভবিষ্যৎ। হ্যাঁ, রিপোর্ট বলছে, ভারতের কাছে পরাজিত হলে চ্যাম্পিয়নস ট্রফির আসর থেকে ছিটকে যাবে পাকিস্তান। তাই জয়ের আশা নিয়েই দুবাইয়ের মাটিতে পা রাখবে সাফল্যকামি পাক খেলোয়াড়রা।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এদিকে বাংলাদেশকে নাস্তানাবুদ করে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জয় তুলেছে ভারত। এবার লক্ষ্য পাকিস্তানের ঘাড়ে ছুরি বসানো। এহেন আবহে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উঠে আসছে নয়া তথ্য। বলা হচ্ছে, কিছু বিশেষ কারণে হাইভোল্টেজ ম্যাচের নির্ধারিত সময় বদলেছে। কতটা সত্যি এই উড়ো খবর? দেখুন বিস্তারিত।

READ MORE:  Champions Trophy 2025: শচীনের পর চ্যাম্পিয়নস ট্রফিতে এবার গেইল, সৌরভের মহা রেকর্ড ভাঙবেন কোহলি | Virat Kohli Will Breaks Sourav Ganguly And Chris Gayle Records

কখন শুরু হচ্ছে ভারত-পাকিস্তান দ্বৈরথ?

প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে টিম ইন্ডিয়ার মনোবল তুঙ্গে। অন্যদিকে মিনি বিশ্বকাপের প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে পাকিস্তানের। এমতাবস্থায়, ভারতের বিরুদ্ধে ম্যাচ হাত ফসকালে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের যাত্রাটাও দুবাইয়ের মাটিতেই শেষ করতে হবে পাক ক্রিকেটারদের। আর সেই কারণেই রোহিত শর্মাদের বিপক্ষে একেবারে কোমর বেঁধে নামছে ভারতের পশ্চিম দিকের দেশ।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

বেশ কিছু সূত্র বলছে, বহুপ্রতীক্ষিত ভারত বিরুদ্ধে ম্যাচে আগে থেকেই একাধিক জল্পনা কল্পনা করেছিল পাকিস্তান। ভারতকে শক্ত হাতে শায়েস্তা করতে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে স্বপ্নে সিড়িতে চড়ে বসেছিল পিসিবি। তবে সেই আশায় জল ঢেলেছে তাবড় তারকা ফখর জামানের চোট। কিউইদের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন জামান। যার জেরে গোটা চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট থেকেই বাদ পড়তে হলো তাকে।

READ MORE:  Future Indian Captain: রোহিতের পর কে হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? দৌড়ে সবথেকে এগিয়ে ৩ নাম | Future ODI Captain Of India

যেই ঘটনা ভারতের ম্যাচের আগে পাকিস্তানের জন্য যথেষ্ট দুশ্চিন্তার। তবে ফখরের বিকল্প হিসেবে দলে ভিড়েছেন ইমাম উল হক। যাই হোক, এবার আসা যাক আজকের ম্যাচ প্রসঙ্গে। এখনও পর্যন্ত যা খবর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত সময় অনুযায়ী দুপুর দুটোতে শুরু হবে টস পর্ব। আর এর পরই পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ দুপুর আড়াইটেতে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। সেক্ষেত্রে বলে রাখি, টিম ইন্ডিয়া বনাম মেন ইন গ্রিনের ম্যাচের নির্ধারিত সময়ে কোনও বদল আসেনি।

READ MORE:  Bangladesh Import: চাল-ডিমের পর জ্বালানি! ভারত থেকে ১.৩ লক্ষ মেট্রিক টন ডিজেল কিনবে বাংলাদেশ | Bangladesh wants to buy1.3 Metric Ton Diesel from India

পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল(উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি ও হর্ষিত রানা/ আর্শদীপ সিং।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট সিদ্ধান্ত কোহলির, চাপে পড়বেন বাবররা

এক নজরে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

ইমাম-উল-হক, বাবর আজম, কামরান গোলাম, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, সৌদ শাকিল, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ

Scroll to Top