India Vs Pakistan: বাদ পন্থ, কুলদীপ! পাকিস্তানের বিরুদ্ধে এভাবে বিধ্বংসী একাদশ সাজাবে টিম ইন্ডিয়া | Team India Possible XI Vs Pakistan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফিতে (Champions Trophy 2025) আসর জমাবে ভারত। মূল মঞ্চে নামতেই রহিত শর্মাদের প্রথম প্রতিপক্ষ ওপার বাংলার ছেলেরা। 20 ফেব্রুয়ারি সেই ম্যাচে নিজেদের ক্ষমতা জাহির করে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ রণক্ষেত্রে পা বাড়াবে রোহিত বাহিনী।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

23 ফেব্রুয়ারির সেই ম্যাচ নিয়েই দুই দেশের সমর্থকদের মধ্যে বেড়েছে স্নায়ুর চাপ। দীর্ঘ বছর পেরিয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বল ও ব্যাটার লড়াইটা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এহেন আবহে পাক ক্রিকেটারদের এই ম্যাচ নিয়েই বিরাট খবর এসেছে। সূত্র বলছে, পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের শক্ত ঘুঁটি সাজাতে 23 ফেব্রুয়ারির হাই ভোল্টেজ ম্যাচ থেকে বাদ দেওয়া হবে 2 তাবড় ভারতীয় তারকাকে।

READ MORE:  বাংলাদেশের বিপক্ষে নয়া ভূমিকায় কেএল রাহুল, BCCI-র নির্দেশে প্রস্তুতি টিম ইন্ডিয়ায়

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটি

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়নস ট্রফির বহু প্রতীক্ষিত হাই ভোল্টেজ ম্যাচে ভারতের হয়ে ওপেনিং করবেন রোহিত শর্মা ও শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে বিগত ওডিআই সিরিজ বলছে দুই খেলোয়াড়ই দুর্দান্ত ছন্দে রয়েছেন।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

ইংরেজদের বিরুদ্ধে এই একদিনের সিরিজে জোরালো ব্যাটিং করে 1টি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন। একই সাথে, অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থ রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডের দ্বিতীয় ম্যাচ অপ্রত্যাশিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ফলত, পাকিস্তানের বিরুদ্ধে শক্তি আরও কিছুটা বাড়াতে এই দুই খেলোয়াড়কে দিয়েই ওপেনিং করাবে বোর্ড।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মিডিল অর্ডার

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মিডিল অর্ডার সামলাতে পারেন বিরাট কোহলি। ভারতীয় মহতারকা ছাড়াও এই রাস্তায় পা রাখবেন শ্রেয়স আইয়ারও। তাঁর ওপরেও মিডিল অর্ডারের দায়িত্ব ছাড়বে বোর্ড। বলা বাহুল্য, রোহিত-শুভমনকে ওপেনিং অর্থাৎ টপ অর্ডারে নামিয়ে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারকে মিডিল অর্ডারের দায়িত্ব দিয়ে লাইন আপের নিম্নভাগে কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজাদের ম্যাচের দায়িত্ব দেবে, ম্যানেজমেন্ট।

READ MORE:  চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড, খেলা কখন শুরু, লাইভ কোথায় দেখবেন

বোলিং লাইনআপে বিরাট বদল

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং লাইন আপের পাশাপাশি বোলিং আক্রমণে কোনও রকম খামতি রাখতে চাইছে না ভারত। আর সেই কারণেই সম্প্রতি অনবদ্য ফর্ম নিয়ে আক্রমণ শানানো বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাকে স্পিন বিভাগের দায়িত্ব দেবে BCCI। অন্যদিকে পাক ব্যাটারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের পেস বিভাগ সামলাবেন মহম্মদ শামি ও আর্শদীপ সিং।

অবশ্যই পড়ুন: ছবি পোস্ট করে বার্তা, চ্যাম্পিয়নস ট্রফিতে বাদ যাওয়ায় পর প্রথম প্রতিক্রিয়া বুমরাহর

বাদ পড়বেন ঋষভ পন্থ ও কুলদীপ যাদব

চ্যাম্পিয়নস ট্রফির প্রাক্কালে পাকিস্তানের বিরুদ্ধে 23 ফেব্রুয়ারির ম্যাচ নিয়ে ভারতীয় শিবিরে বিরাট আপডেট এসেছে। বেশ কয়েকটি সূত্র বলছে, 22 গজের চিরশত্রু পাক ক্রিকেটারদের বিরুদ্ধে ভারতের 2 অভিজ্ঞ ক্রিকেটার ঋষভ পন্থ ও কুলদীপ যাদবকে সরিয়ে রাখবে ম্যানেজমেন্ট। অর্থাৎ দীর্ঘ অপেক্ষা পেরিয়ে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে নেওয়া হচ্ছে না তাদের।

READ MORE:  India Vs England: IPL-র আগেই বিরাট কৃতিত্ব হাসিল বরুণ চক্রবর্তীর, চওড়া হাসি KKR-র | Varun Chakaravarthy ICC Ranking

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা(অধিনায়ক), শুভমন গিল(সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল(উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, আর্শদীপ সিং।

Scroll to Top