India Vs Pakistan Match Again: চ্যাম্পিয়নস ট্রফির মাঝে আরেকটি ICC ট্রফির দায়িত্ব পেল পাকিস্তান, খেলতে যাবে ভারত? | PCB Will Host ICC Women's ODI World Cup Qualifier Qualifier Round
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই ফের ICC-র তরফে বড় দায়িত্ব পেল পাকিস্তান(Pakistan)! জানা যাচ্ছে, চলতি বছরের অক্টোবরে আয়োজিত হতে যাওয়া মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডের আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার মহিলা ওডিআই বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডের দায়িত্ব পড়েছে পিসিবির কাঁধে। যার জেরে চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজনের পর ফের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের অংশ হতে পেরে অত্যন্ত খুশি পাক বোর্ড কর্তারা।
বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই মহিলাদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচগুলি আয়োজনের জন্য মূলত 3টি শহরকে ম্যাচ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, করাচি, মুলতান এবং ফয়সালাবাদে গড়াতে পারে নারীদের কোয়ালিফাই রাউন্ডের খেলা। তালিকায় জুড়তে পারে লাহোরের নামও।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 4 এপ্রিল থেকে শুরু হবে মহিলাদের ওডিআই বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাই পর্ব চলবে 19 এপ্রিল পর্যন্ত। রিপোর্ট বলছে, কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করবে মোট 6টি মহিলা দল।
যাদের মধ্যে তুমুল প্রতিযোগিতার পর মূল পর্বে পৌঁছবে 2টি দল। বলে রাখি, পাকিস্তানের পাশাপাশি আসন্ন আন্তর্জাতিক ওয়ানডে মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ করছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। সূত্র বলছে, পাকিস্তান বাদে বাকি সকলেই মূল পর্বে জায়গা করে নিয়েছে।
প্রথমেই জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার উদ্যোগে ও ভারতে আয়োজিত হতে যাওয়া আসন্ন অক্টোবরের মহিলা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে মূলত 10টি দল। তবে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করবে 6 দল।
আগেই জানানো হয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ইতিমধ্যেই কোয়ালিফাই হয়ে গিয়েছে। বাকি রয়েছে শুধু পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এই 5 দলই পাক ময়দানে হতে যাওয়া বাছাই পর্বে অংশগ্রহণ করবে।
পাকিস্তানের মহিলা দল যদি আসন্ন কোয়ালিফাই রাউন্ডে ভাল পারফর্ম করে মূলপর্বে পৌঁছে যেতে পারে সে ক্ষেত্রে ফের ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখার সুযোগ হবে দর্শকদের। এখন প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচ? বলে রাখি, দুই দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণ দেখিয়ে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় দল।
অবশ্যই পড়ুন: ইডেনে টিকিটের দাম বাড়াবে KKR? কবে থেকে বিক্রি শুরু, পাওয়া যাবে কোথায়? মিলল আপডেট
মূলত হাইব্রিড মডেল মেনেই দুবাইতে নিজেদের ম্যাচগুলি চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মারা। কাজেই ভারতের দাবি মেনে 2027 সাল পর্যন্ত ভারতে এসে কোনও রকম ক্রিকেট টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। এমতবস্থায়, পাকিস্তানের মেয়েরা যদি মূল পর্বে ওঠে সেক্ষেত্রে ভারত বনাম পাকিস্তান মহিলা দলের ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে কোনও নিরপেক্ষ দেশ ম্যাচ ভেন্যু হিসেবে বেছে নিতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.