India Vs Pakistan: হাতে ৭ কোটির ঘড়ি, স্টেডিয়ামে বান্ধবী! হার্দিকের হয়ে গলা ফাটানো কে এই মহিলা? | Hardik Pandya 7 Crore Watch And His Girlfriend

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরুদেশের মহারণে নজর কেড়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ম্যাচের শুরুতেই উইকেটে দখল জমিয়ে তাক লাগিয়েছেন তিনি। তবে ভারত-পাকিস্তান ম্যাচে হার্দিকের কীর্তি স্টেডিয়ামে বসে চুপিসারে নজরে রেখেছিলেন তাঁর গোপন প্রেমিকা!


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

হ্যাঁ! কাউকে না জানিয়ে দর্শক আসনে বসলেও আলোচনার আড়ালে থাকা হার্দিক প্রিয়ার খবর এখন নেট মাধ্যমে ভাইরাল। রবিবাসরীয় ম্যাচে ভারতের সাফল্যের মাঝেই টিম ইন্ডিয়ার ধুরন্ধর অলরাউন্ডারকে নিয়ে এবার এমন খবরই প্রকাশ্যে এসেছে।

কার সাথে গোপন প্রেমে মজলেন হার্দিক?

ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ইংলিশ গায়িকা তথা ছোট পর্দার জনপ্রিয় মুখ জসমিন ওয়ালিয়া। রবিবার টিম ইন্ডিয়ার সাফল্যে তীব্র উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। হার্দিকের উইকেট প্রাপ্তির পরও হাত নাড়িয়ে সাধুবাদ জানিয়েছিলেন জসমিন। আর এই ঘটনার পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মনে করা হচ্ছে, তিনিই নাকি হার্দিকের নতুন প্রেমিকা! ডিভোর্সের পর জসমিনের সাথেই নাকি নতুন প্রেম পর্ব শুরু করেছেন ভারতীয় অলরাউন্ডার! এমন খবর বর্তমানে সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছে। তবে জসমিনের সাথে পান্ডিয়ার ব্যক্তিগত সম্পর্ক কতটা গভীর সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি।

READ MORE:  Champions Trophy 2025: পাকিস্তানকে দায়িত্ব দেওয়ার জের? চ্যাম্পিয়নস ট্রফির আগেই ICC থেকে ইস্তফা জয় শাহর সেনাপতির | Jay Shah Deputy Resign From ICC

জানা যাচ্ছে, পান্ডিয়া তথা টিম ইন্ডিয়ার খেলা উপভোগ করতেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন জসমিন। হার্দিকের সাফল্যেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। আর এই ঘটনার পরই ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে দুয়ে দুয়ে চার করে ফেলেছেন নেট নাগরিকরা।

কেন জসমিনকে নিয়েই এমন চর্চা?

বেশ কয়েকটি সূত্র বলছে, দুবাইয়ের ভারত-পাকিস্তান ম্যাচেই প্রথম নয়, গত কয়েক মাসে একাধিকবার নাকি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সাথে দেখা করেছেন জসমিন। আর সেই সূত্র ধরেই নেট মহলের অধিকাংশই মনে করছেন, গতকাল শুধুমাত্র পান্ডিয়ার পারফরমেন্স দেখতেই শুভাকাঙ্ক্ষী হিসেবে স্টেডিয়ামে ভিড় বাড়িয়েছিলেন জসমিন।

READ MORE:  India Vs Pakistan: ৪ কারণে ভারতের কাছে গোহারা হারবে পাকিস্তান | ICC Champions Trophy India Vs Pakistan

উল্লেখ্য, রবির হাই ভোল্টেজ ম্যাচ দেখতে সাদা, বাটারফ্লাই কাট ড্রেসে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন ওয়ালিয়া। গায়িকার দিকে ক্যামেরা ঘোরাতেই দেখা যায় ভারতীয় তারকা অক্ষর প্যাটেলের স্ত্রীয়ের পাশেই বসে রয়েছেন হার্দিকের গোপন প্রেমিকা হিসেবে আখ্যায়িত ওয়ালিয়া! এদিন টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় হার্দিক ও জসমিনের সমগোত্রীয় পোস্ট!

গতবছর অর্থাৎ 2024 সালে স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় হার্দিক পান্ডিয়ার। আর এরপরই নাকি ইংলিশ গায়িকা জসমিনের সাথে গোপনে সম্পর্ক রেখে গিয়েছেন হার্দিক। নেট নাগরিকদের সিংহভাগের দাবি, ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই হার্দিক ও জসমিনের সমগোত্রীয় পোস্ট দেখতে পান তারা। বল হয়, সম্প্রতি গ্রিসের একটি হোটেলের একই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দুজনেই। আর এই ঘটনার পর থেকেই আরও তীব্র হয়েছে জল্পনা।

7 কোটির ঘড়ি হাতে নিয়েই খেলেছেন পান্ডিয়া

রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ তখন পুরোদমে শুরু হয়ে গিয়েছে। পাক ব্যাটারদের উইকেটের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারতীয়রা। উইকেট পড়তেই তীব্র উচ্ছ্বাসে ফেটে পড়ছে ভক্ত মহল। তবে পাকিস্তানের ব্যাটে ঝড় উঠলেই বুকের বাঁদিকের চিনচিনে যন্ত্রণাটা আরও বেশি জেঁকে বসছে। পরিস্থিতি যখন ভারতীয় ভক্তদের স্নায়ুর জোড়ের ওপর নির্ভরশীল, ঠিক সেই মুহূর্তে পান্ডিয়ার হাতে লক্ষ্য করা যায় একটি বিলাসী রিস্ট ওয়াচ।

অবশ্যই পড়ুন: কিউইদের ম্যাচ নিয়ে চিন্তায় ভারত! সেমিতে কোন দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া?

হ্যাঁ, পাকিস্তানের বাউন্ডারিতে বুক দুরু দুরুর মাঝেই খেলোয়াড়ের কব্জিতে বহুমূল্য হাত ঘড়ি দেখে কৌতুহলী হয়ে পড়েছিলেন ভক্তরা। আর সেই কৌতূহলের বশেই জানা গিয়েছে, হার্দিক যে ঘড়িটি পড়েছিলেন তা বিদেশি বিলাসী সংস্থা রিচার্ড মিলের বিশেষ সংস্করণ ‘টারবিলন রাফায়েল নাদাল স্কেলিটন ওয়াচ’। সূত্র বলছে, বর্তমানে ঘড়িটির দাম 8 লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় হিসেবটা 6 কোটি 93 লক্ষের কাছাকাছি।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে যশস্বী নয়, এই তরুণ তুর্কি হবেন ওপেনার | Not Yashasvi Jaiswal Shubman Gill May Start Inning
Scroll to Top