বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরেই নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান (Pakistan)। এমতাবস্থায়, টুর্নামেন্ট শুরুর প্রথম মঞ্চে পরাজিত হয়ে রবিবার দুবাইয়ে রোহিত শর্মাদের বিরুদ্ধে মাঠে নামবে মহম্মদ রিজওয়ানের দল। সূত্র বলছে, পাকিস্তান যেহেতু গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পরাজয় দেখেছে তাই ভারতের বিরুদ্ধে জেতার আমরণ চেষ্টা করবে তারা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কেননা, রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের ওপরই একপ্রকার নির্ভর করছে পাকিস্তানের সেমিফাইনালের ভবিষ্যত। এদিকে বাংলাদেশের ছেলেদের দুরমুশ করে আত্মবিশ্বাস বুকে নিয়ে মাঠে নামবে শর্মারা। তাঁদের মূল লক্ষ্য থাকবে, চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও বিজয় পতাকা তোলার। আর সেই লক্ষ্য নিয়েই উইনিং কম্বিনেশন পাল্টে শক্তিশালী দল নামাবে বোর্ড। তবে ভারতের শত চেষ্টা সত্ত্বেও আগামীকালের ম্যাচে সরুচাল খাটানোর আপ্রাণ চেষ্টা করবে বাবররা।
ওপেন করবেন ইমাম উল ও বাবর
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাদের সংবাদ পৃষ্ঠায় দাবি করেছে, রবিবার ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের হয়ে শুরুটা করতে পারেন বিশ্বস্ত বাবর আজম এবং চোট পেয়ে ছিটকে যাওয়া ফখর জামানের বিকল্প খেলোয়াড় ইমাম উল হক। জানা যাচ্ছে এই দুই খেলোয়াড়ের ওপরই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ের দায়িত্ব দেবে পিসিবি। যদিও নিউজিল্যান্ড বাহিনীর বিপক্ষে পাকিস্তানের হয়ে ওপেনিং করেছিলেন সৌদ শাকিল ও বাবর আজম। সূত্র বলছে, এবার শাকিলের পরিবর্তেই ইমামকে দায়িত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
মিডল অর্ডারে কারা?
রবিবারের ম্যাচে ভারতকে হারাতে নিজেদের সর্বস্ব বিকিয়ে দিতে পারে পাকিস্তান! মনে করা হচ্ছে, রোহিতদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার পাকিস্তানের জাতীয় দলে অভিষেক হতে পারে উসমান খানের। পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানের হাত ধরে গত ম্যাচে একেবারেই ভাল যোগদান পায়নি দল। সূত্র বলছে, ভারতের বিপক্ষে রবিবারের ম্যাচে রান করতে মরিয়া হয়ে উঠেছেন রিজওয়ান। আর সেই সূত্র ধরে পাকিস্তানের মিডল অর্ডার সামলাবেন মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), উসমান খান, সালমান আগা, তৈয়ব তাহির ও খুশদিল শাহরা।
ভারতের বিপক্ষে পাকিস্তানের বোলিং আক্রমণ
বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় সত্ত্বেও ভারতের বিপক্ষে রবিবারের ম্যাচে সম্ভবত তাদের বোলিং লাইন আপে কোনও রকম বদল আনবে না। বলা হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে অসফল কম্বিনেশন নিয়েই ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। সেক্ষেত্রে রোহিতদের বিরুদ্ধে 3 জন পেসার ও 1জন স্পিনার দিয়েই বোলিং লাইনআপ সাজাবে পাকিস্তান। ফলত, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও স্পিনার আবরার আহমেদের ওপর ভারতীয় ব্যাটার রানের ঝুলিতে কোপ বসানোর দায়িত্ব থাকবে।
ভারতের বিপক্ষে ম্যাচ হারলেই খোয়া যাবে স্বপ্ন!
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে নাকানি চোবানি খেয়েছে পাকিস্তানের ছেলেরা। সূত্র বলছে, প্রথম আসরে দুরমুশ হওয়ায় মিনি বিশ্বকাপের যাত্রাটা যথেষ্ট কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য। ওয়াকিবহাল মহলের দাবি, পাকিস্তান যদি রবিবার ভারতের বিরুদ্ধে হারে সে ক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার রাস্তাটা তাদের জন্য একপ্রকার বন্ধ হয়ে যাবে বলা যায়।
অবশ্যই পড়ুন: ধাওয়ানের সাথে বসে কে এই মহিলা? প্রকাশ্যে এল আসল পরিচয়
রিপোর্ট বলছে, আইসিসির নিয়ম মাফিক, চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের একটিতেও পরাজয় দেখলে, পাকিস্তানের পক্ষে সেমিফাইনালে ওঠা দুষ্কর হয়ে যাবে। সেই সূত্র ধরেই আগামীকাল যদি ভারতের বিরুদ্ধে পাক খেলোয়াড়দের জায়গা না হয় সেক্ষেত্রে সেমি ফাইনালে পৌঁছতে হলে কোনও অলৌকিক ঘটনার উপর নির্ভর করতে হবে পাক খেলোয়াড়দের।
এক নজরে ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ
ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), উসমান খান, সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদে