লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Indian Bank: ৮.০৫% হারে সুদ! ইন্ডিয়ান ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেই লক্ষ্মীলাভ | Indian Bank Fixed Deposit

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য এসেছে লক্ষীলাভ হওয়ার অফার। ভারতের অন্যতম সরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank) এবার তাদের ‘Ind Super 400 Days’ ও ‘Ind Supreme 300 Days’ নামের দুটি FD স্কিমের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। তাই যারা নিরাপদে ভালো রিটার্নের সুযোগ খুঁজছেন, তাদের জন্য হতে পারে এটি সেরা বিকল্প।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

সুদের হার

এই সুবিধা প্রদান করছে ভারতের অন্যতম রাষ্ট্রয়াত্ত ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক। গ্রাহকরা এখনও ৩০শে জুন, ২০২৫ পর্যন্ত ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারবে। সবথেকে বড় ব্যাপার, এখানে ৮.০৫% হারে সুদ দেওয়া হচ্ছে, যা স্বল্পমেয়াদে প্রচুর পরিমাণে মুনাফা আয়ের সুযোগ করে দিয়েছে।

READ MORE:  ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, এবার ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড বিনামূল্যে দিচ্ছে কেন্দ্র

আগে সময়সীমা কত ছিল?

জানিয়ে রাখি, আগে এই বিশেষ স্কিমে আবেদনের শেষ তারিখ ছিল ৩১শে মার্চ, ২০২৫ পর্যন্ত। তবে এই স্কিমে বিনিয়োগকারীদের চাহিদা থেকে ব্যাংক সময় সীমা বাড়িয়ে দিয়ে ৩০শে জুন, ২০২৫ পর্যন্ত করেছে। তাই যারা এখনো এই স্কিমে বিনিয়োগ করেননি, তাঁদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে  বিনিয়োগ সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কাদের জন্য কেমন সুদের হার?

ইন্ডিয়ান ব্যাংকের এই বিশেষ FD স্কিমে সাধারণ গ্রাহক থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা বিভিন্ন হারে সুদ পায়। যেমন সাধারণ গ্রাহকদের এই স্কিমে সুদ দেওয়া হয় ৭.৩০%, ৬০ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেনদের এই স্কিমে ৭.৮০% হারে সুদ দেওয়া হয় এবং ৮০ বছর বা তার বেশি বয়সী সুপার সিনিয়র সিটিজেনদের ৮.০৫% হারে সুদ দেওয়া হয়। এই সুদের হার অন্যান্য FD স্কিমের তুলনায় অনেকটাই চড়া। তাই অনেকেই এই স্কিমকে সেরা বলে মনে করছে অনেকেই।

READ MORE:  Ice Cream Parlour Business: গরমে হু হু করে বাড়বে চাহিদা, এই ব্যবসা শুরু করলেই প্রতিমাসে পকেটে আসবে ৫০,০০০ | All you need to know about Ice Cream Parlour Business

কত টাকা বিনিয়োগ করতে পারবেন?

এই স্কিমের নিয়ম বলছে, এখানে আপনি ন্যূনতম ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ শেষে পাবেন নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চিত রিটার্ন, উচ্চ হারে সুদ এবং প্রবীণ নাগরিকদের জন্য বাড়তি সুবিধা। 

ইন্ডিয়ান ব্যাংকের আরও একটি FD স্কিম

আপনি যদি ৪০০ দিনের থেকে কোন সময়ের জন্য কোন FD করতে চান, তাহলে ইন্ডিয়ান ব্যাংকের ‘Ind Supreme 300 Days’ স্কিমটি হতে পারে অত্যন্ত লাভজনক। এক্ষেত্র জানিয়ে রাখি, এই স্কিমটিতে বিনিয়োগের শেষ তারিখ ২০ই জুন, ২০২৫ পর্যন্ত। এখানে সাধারণ গ্রাহকদের ৭.০৫% হারে সুদ দেওয়া হয়, সিনিয়র সিটিজেনদের ৭.৫৫% হারে সুদ দেওয়া হয় এবং সুপার সিনিয়র সিটিজেনদের ৭.৮০% হারে সুদ দেওয়া হয়।

READ MORE:  Business Idea: শুরু করলেই প্রতিমাসে ১-২ লক্ষ গ্যারান্টি আয়, রইল ২০২৫ সালের সেরা ব্যবসার আইডিয়া | All You Need To Know To Start A Bike Service Centre Business

তাই বর্তমান বাজারে যেখানে বিনিয়োগের ঝুঁকি থাকে এবং লাভজনক বিনিয়োগের বিকল্প খুঁজে পাওয়ার দুষ্কর হয়ে ওঠে, সেখানে ইন্ডিয়ান ব্যাংকের এই দুটি স্কিম বিশেষ নিরাপত্তা এবং উচ্চ পরিমাণে রিটার্ন দিচ্ছে। তাই ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাইলে এখনই এই স্কিমদুটিতে বিনিয়োগ করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.