Indian Coast Guard Recruitment 2025: মাধ্যমিক পাসে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে বিপুল নিয়োগ, অনলাইনে করুন আবেদন | Indian Coast Guard Navik Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য আবারও দুর্দান্ত সুখবর। সম্প্রতি ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর তরফ থেকে নাবিক পদে নিয়োগের (Indian Coast Guard Recruitment 2025) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে 300টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা 11ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে সবাই এখানে আবেদন জানাতে পারবে। এই পদে চাকরি পেলে মোটা অঙ্কের বেতন তো থাকবেই, সঙ্গে পাবেন একাধিক সুবিধা। কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো, আবেদন করবেন কীভাবে, নিয়োগ প্রক্রিয়া সহ সমস্ত বিষয় জানতে হলে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ | Indian Coast Guard Navik Recruitment 2025 |

ভারতীয় কোস্টগার্ডের তরফ থেকে প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নাবিক (জেনারেল ডিউটি) এবং নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। শূন্যপদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো, নাবিক (জেনারেল ডিউটি) পদে 237টি শূন্যপদ রয়েছে এবং নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে 40টি শূন্যপদ রয়েছে। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা 

যেহেতু এখানে দুটি পদে নিয়োগ হচ্ছে, তাই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনি যদি নাবিক (জেনারেল ডিউটি) পদে আবেদন করতে চান তাহলে যে কোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে গণিত এবং পদার্থবিদ্যা সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। আবার যদি নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে আবেদন করতে চান তাহলে যে কোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

READ MORE:  AI Course: উচ্চ মাধ্যমিক শেষে পড়ো AI নিয়ে! গুগল, মাইক্রোসফট, TCS-র মতো সংস্থাগুলি দেবে চাকরি | After HS Do AI Course And Get Job

বয়স সীমা কত লাগবে?

এই পদগুলিতে আবেদন করার জন্য নূন্যতম বয়স চাওয়া হয়েছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 22 বছর। তবে মনে রাখবেন, 1লা সেপ্টেম্বর, 2003 থেকে 31শে আগস্ট, 2007-এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে। আবার সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আপনি যদি SC/ST হন তাহলে 5 বছরের ছাড় পাবেন এবং OBC হলে 3 বছরের ছাড় পাবেন।

READ MORE:  BOI Apprentice Recruitment 2025: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ, স্নাতক হলেই চাকরি | Bank Of India Recruitment

বেতন কাঠামো

এই পদগুলিতে চাকরি পেলে পে লেভেল-3 অনুযায়ী প্রতি মাসে 21,700/- টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়া অন্যান্য সুবিধা হিসাবে মহার্ঘ ভাতা, HRA, বিনামূল্যে খাদ্য ও পোশাক, স্বাস্থ্যসেবা, পেনশন সুবিধা ইত্যাদি প্রদান করা হবে। 

নির্বাচন প্রক্রিয়া

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে চারটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে শারীরিক দক্ষতার পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং নিতে যেতে হবে। 

আবেদন করবেন কীভাবে?

যারা ভারতীয় কোস্ট গার্ডের এই পদগুলিতে আবেদন করতে চান তাদেরকে জানিয়ে রাখি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন- 

  • সর্বপ্রথম ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন। 
  • এরপর “Apply Online” অপশনে ক্লিক করুন।
  • এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করুন।
  • এরপর স্ক্যান করা নথিপত্রগুলি আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি পরিশোধ করুন।
  • এরপর আবেদন জমা দিন এবং এক কপি প্রিন্ট আউট সংরক্ষণ করে রাখুন। 
READ MORE:  AIC Recruitment 2025: বেত ৬০ হাজার, সরকারি কৃষি বীমা সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ, জারি নিয়োগের বিজ্ঞপ্তি | AIC Recruitment 2025 See Online Application Process

আবেদন ফি কত লাগবে?

আপনি যদি সাধারণ, EWS বা OBC ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ৩০০/- টাকা আবেদন ফি দিতে হবে। তবে যদি SC/ST হন তাহলে কোন রকম আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

যেমনটা জানা যাচ্ছে এখানে আবেদন শুরু হয়েছে 11ই ফেব্রুয়ারি, 2025 তারিখ থেকে এবং আবেদন চলবে 25শে ফেব্রুয়ারি, 2025 তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন করবেন বলে মনে করছেন তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল নোটিশ- Download Now

Scroll to Top