লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Indian Coins: ১, ২ টাকার কয়েন নিয়ে জারি কড়া নির্দেশিকা! না মানলেই হবে জেল | Instructions Issued Regarding 1, 2 Taka Coins! Failure To Comply Will Result In Jail

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ১ টাকা ও ২ টাকার কয়েন (Indian Coins) নিয়ে কড়া নিয়ম। তাও আবার জারি করেছে রাজ্য প্রশাসন। সম্প্রতি দেখা গেছে, অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এই কয়েনগুলি নিতে বা এগুলি দিয়ে লেনদেন করতে চাইছে না। যার ফলে সাধারণ গ্রাহকরা অসুবিধায় পড়ছেন। আর এই সমস্যার সমাধান করতে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশিকা জারি করেছে। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ব্যবসায়ীদের জন্য কড়া নির্দেশ

ঘটনাটি ছত্রিশগড়ের বলরামপুর জেলার। সম্প্রতি সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উপ-বিভাগীয় আধিকারিকদের (SDO) নির্দেশ দেওয়া হয়েছে যে, লেনদেন করার জন্য ১ টাকা এবং ২ টাকার কয়েন নেওয়া বাধ্যতামূলক। আর সেইসঙ্গে ব্যবসায়ীদের কাছে এই বার্তা পৌঁছে দিতেও বলা হয়েছে। এমনকি মাইকিং এর মাধ্যমে এই বার্তা দিয়ে জনসাধারণকে সচেতন করতে বলা হয়েছে।

READ MORE:  নতুন পে কমিশনে লক্ষ্মীলাভ হবে স্কুল শিক্ষকদের, বেতন বাড়বে তিনগুন

নিয়ম না মানলে কী হবে?

সূত্র বলছে, যদি এই নির্দেশ অমান্য করা হয় তাহলে ব্যবসায়ী বা সাধারণ মানুষ আইনি সমস্যার ফাঁদে ফাঁসতে পারেন। এমনকি প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে। অর্থাৎ, কেউ যদি এবার ১ টাকা বা ২ টাকার কয়েন নিতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

এই সমস্যার কারণ কী?

সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ভুল ধারণা পোষণ করছে যে, ১ টাকা এবং ২ টাকার কয়েন নাকি বাজারে বৈধ নয়। এমন কিছু গুজবও ছড়িয়েছে যে, এই কয়েনগুলি নাকি বাতিল হয়ে গেছে। ফলে দোকানদারেরা ভয়তে আর এই কয়েন নিতে চাইছে না। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা সমস্যায় পড়ছেন। 

READ MORE:  মেট্রো, ট্রেনের পর এবার জাহাজ বানাবে টিটাগড় রেল, বাংলায় নতুন কর্মসংস্থানের আশা

প্রশাসনের জরুরী বার্তা

এই ঘটনা সামনে আসার পরেই প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ১ টাকা এবং ২ টাকার কয়েন আগের মতই বৈধ এবং লেনদেন করতে হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে আগেও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল যে, কয়েনগুলি সম্পূর্ণ বৈধ এবং এগুলি নিতে কেউ অস্বীকার করতে পারবেনা।

READ MORE:  Business Idea: ১টা ল্যাপটপই যথেষ্ট, বাড়ি বসে এই ব্যবসা শুরু করলেই মাসে আয় হবে ১ লাখ | All you need to know about Photo Restoration Business

বলরামপুর জেলার এই নয়া নির্দেশিকা সাধারণ মানুষের সাম্প্রতিক সমস্যা দূর করল বলেই মনে করা যাচ্ছে। কারণ প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এখন যদি কেউ এই নিয়ম ভাঙ্গে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে সাধারণ মানুষের লেনদেন এবার থেকে আরো স্বচ্ছ হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.