Indian Coins: ১, ২ টাকার কয়েন নিয়ে জারি কড়া নির্দেশিকা! না মানলেই হবে জেল | Instructions Issued Regarding 1, 2 Taka Coins! Failure To Comply Will Result In Jail
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ১ টাকা ও ২ টাকার কয়েন (Indian Coins) নিয়ে কড়া নিয়ম। তাও আবার জারি করেছে রাজ্য প্রশাসন। সম্প্রতি দেখা গেছে, অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ এই কয়েনগুলি নিতে বা এগুলি দিয়ে লেনদেন করতে চাইছে না। যার ফলে সাধারণ গ্রাহকরা অসুবিধায় পড়ছেন। আর এই সমস্যার সমাধান করতে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশিকা জারি করেছে।
ঘটনাটি ছত্রিশগড়ের বলরামপুর জেলার। সম্প্রতি সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের পক্ষ থেকে উপ-বিভাগীয় আধিকারিকদের (SDO) নির্দেশ দেওয়া হয়েছে যে, লেনদেন করার জন্য ১ টাকা এবং ২ টাকার কয়েন নেওয়া বাধ্যতামূলক। আর সেইসঙ্গে ব্যবসায়ীদের কাছে এই বার্তা পৌঁছে দিতেও বলা হয়েছে। এমনকি মাইকিং এর মাধ্যমে এই বার্তা দিয়ে জনসাধারণকে সচেতন করতে বলা হয়েছে।
সূত্র বলছে, যদি এই নির্দেশ অমান্য করা হয় তাহলে ব্যবসায়ী বা সাধারণ মানুষ আইনি সমস্যার ফাঁদে ফাঁসতে পারেন। এমনকি প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে। অর্থাৎ, কেউ যদি এবার ১ টাকা বা ২ টাকার কয়েন নিতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।
সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ভুল ধারণা পোষণ করছে যে, ১ টাকা এবং ২ টাকার কয়েন নাকি বাজারে বৈধ নয়। এমন কিছু গুজবও ছড়িয়েছে যে, এই কয়েনগুলি নাকি বাতিল হয়ে গেছে। ফলে দোকানদারেরা ভয়তে আর এই কয়েন নিতে চাইছে না। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা সমস্যায় পড়ছেন।
এই ঘটনা সামনে আসার পরেই প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ১ টাকা এবং ২ টাকার কয়েন আগের মতই বৈধ এবং লেনদেন করতে হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে আগেও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল যে, কয়েনগুলি সম্পূর্ণ বৈধ এবং এগুলি নিতে কেউ অস্বীকার করতে পারবেনা।
বলরামপুর জেলার এই নয়া নির্দেশিকা সাধারণ মানুষের সাম্প্রতিক সমস্যা দূর করল বলেই মনে করা যাচ্ছে। কারণ প্রশাসনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এখন যদি কেউ এই নিয়ম ভাঙ্গে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে সাধারণ মানুষের লেনদেন এবার থেকে আরো স্বচ্ছ হবে।
বাজারে এখন একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া যায়। কারণ ক্রেতাদের মধ্যে প্রিমিয়াম ফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে।…
টেলিকম বাজারে বড় চাল চালল মোদী সরকার। ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) অংশীদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল…
সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত হতে সবাই চায়। ভবিষ্যতে নিরাপদ আর্থিক অবস্থা গড়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
This website uses cookies.