Indian Cricketer: মাকে হত্যার চেষ্টা করেছিলেন ধোনি ঘনিষ্ঠ! খেলেছেন KKR, চেনেন টিম ইন্ডিয়ার এই প্লেয়ারকে? | Manpreet Gony Past History
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL থেকেই জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর (Indian Cricketer)। ইন্ডিয়ান সুপার লিগের একেবারে প্রথম আসরে তিনিই ছিলেন মহেন্দ্র সিং ধোনির CSK-র সর্বোচ্চ উইকেট শিকারি। দল গাড্ডায় পড়লেই তাঁর শরণাপন্ন হতেন ধোনি। জাতীয় শিবিরেও তিনি বেশ চেনা মুখ। শোনা যায়, এহেন একজন ভারতীয় ক্রিকেটার নাকি সম্পত্তির জন্য নিজের গর্ভধারিনী মাকে হত্যার চেষ্টা করেছিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে গুরুর দিকে তিনি ছিলেন সফল ক্রিকেটার। ক্যাপ্টেন কুল তথা মহেন্দ্র সিং ধোনির অন্যতম ব্রহ্মাস্ত্র ছিলেন তিনিই। প্রথম আসরে চেন্নাইয়ের হয়ে 16 ম্যাচে 17টি উইকেট তুলে সর্বোচ্চ উইকেট শিকারির তকমা গায়ে রেখেছিলেন এই ভারতীয় প্রতিভা। জানা যায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দৌলতেই ভারতীয় দলের দরজা খোলা পেয়েছিলেন তিনি। চেনেন সেই ভারতীয়কে? হ্যাঁ, কারোর কাছে তিনি চেনা মুখ কারো কাছে আবার একেবারে অদেখা, সেই ভারতীয় ক্রিকেটার হলেন মনপ্রীত গোনি।
জানা যায়, IPL ফর্মকে কাজে লাগিয়েই 2008 সালে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে এশিয়া কাপের ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন এই স্বদেশী পেসার। তবে সেবার টিম ইন্ডিয়ার হয়ে দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। আর সেখানেই থেমে গিয়েছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের দৌড়। সূত্রের খবর, এরপর আর ভারতীয় দলে ডাক পাননি গোনি।
তবে পরবর্তীতে ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতার নাইট রাইডার্স ও গুজরাত লায়ন্সের মতো দলের হয়ে IPL কাঁপিয়েছেন গোনি। চেন্নাইতেও খেলেছেন বহুদিন। আর সেই সূত্র ধরেই ধোনির সাথে সখ্যতা বাড়ে তাঁর। কিন্তু এহেন একজন প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে, অভিযোগ রয়েছে, তিনি নাকি তাঁর মাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন।
অবশ্যই পড়ুন: ভরাডুবির মধ্যেই KKR-র জন্য সুখবর! দলে ফিরতে পারেন পুরনো সতীর্থ
ভারতীয় ক্রিকেটার মনপ্রীত গোনির ব্যক্তিগত জীবন যথেষ্ট বিতর্কিত। তাঁর বিরুদ্ধে বিরাট অভিযোগ তুলেছিলেন খোদ তাঁর মা নিজেই। পুরনো কাসুন্দি ঘেঁটে জানা গেল, গোনির মা মোহিন্দর কৌর একবার অভিযোগ করেছিলেন যে, তাঁর ছেলে তথা ভারতীয় ক্রিকেটার গোনি শুধুমাত্র সম্পত্তির জন্য তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। শোনা যায়, শুধুমাত্র অভিযোগ জানিয়েই থেমে থাকেননি তিনি। পরবর্তীতে ছেলের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে পুলিশের দারস্তও হয়েছিলেন মোহিন্দর।
সূত্রের খবর, এরপর থেকেই 22 গজের দুনিয়া থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন গোনি। শেষবারের মতো 2019 সালে পাঞ্জাবের হয়ে খেলার পরই নিজের কেরিয়ারে ইতি টানেন মায়ের অভিযোগে অভিযুক্ত ভারতীয়। এখনও ভারতীয় ক্রিকেটের অন্দরে কান পাতলে শোনা যায়, শুধুমাত্র মায়ের সেই বিস্ফোরক অভিযোগেই নাকি শেষ হয়ে গিয়েছিল গোনির IPL-র রঙিন কেরিয়ার।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ এপ্রিল, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন যে হারে গরম বাড়ছে, তাতে মানুষের দম বন্ধ হওয়ার…
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর। দেশের প্রতিরক্ষা গবেষণার গুরুত্বপূর্ণ শাখা DRDO-র তরফ থেকে…
সহেলি মিত্র, কলকাতাঃ পিএফ (PF)-এর টাকা নিয়ে এবার রাজ্যকে সতর্ক করা হল। কেন অতিরিক্ত টাকা…
২০২৫ সালের এপ্রিল মাসে রেশন কার্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন নির্দেশনা জারি…
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে দাঁড়িয়ে জমি বিক্রি করা কিংবা জমি কেনা বড় ধরনের সিদ্ধান্ত।…
This website uses cookies.