লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Indian Cricketer Death: সেমিফাইনালের আগেই সঙ্গী হারালো ভারত! প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার | Death News Of India Cricketer

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আগেই চরম দুঃসংবাদ পেল ভারত। অজিদের বিপক্ষে মাঠে নামার প্রাক্কালে আচমকা মৃত্যু হলো ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার (Indian Cricketer) পদ্মকার শিভালকারের। মৃত্যুকালে বয়স হয়েছিল 84 বছর। জানা গিয়েছে, মূলত বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। ভারতীয় ক্রিকেটারের মৃত্যুতে গোটা ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

শিভালকারের মৃত্যুতে শোকোস্তব্ধ ভারতীয় ক্রিকেট

ভারতের দুর্দান্ত স্পিনার তথা ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে আসর জমানো শিভালকার জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটের মহানায়ক হিসেবে খ্যাত। ভারতীয় ক্রিকেটের এহেন নক্ষত্রপতনে গোটা ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। শিভালকারের মৃত্যু সংবাদ পেয়ে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার।

READ MORE:  India Vs New Zealand Final: বৃষ্টির কারণে ভেস্তে যাবে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল! খেলা না হলে ট্রফি জিতবে কোন দল? | India Vs New Zealand Final May Be Abandoned Due To Rain

খেলোয়াড়ের মৃত্যুতে শোকস্তব্ধ সুনীল বলেছেন, জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার যোগ্যতা ছিল শিভালকারের। প্রথম শ্রেণীর ক্রিকেটের সুপারস্টার তিনি। অসামান্য ক্রিকেট সত্ত্বেও তাঁকে জাতীয় দলের সুযোগ দেওয়া হয়নি। গাভাস্কার শোক প্রকাশ করতে গিয়ে লিখেছেন, খবরটা শোনার পরই আমি মুষড়ে পড়েছি।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

খুব অল্প সময়ের মধ্যেই মুম্বই ক্রিকেট দুই নক্ষত্রকে হারালো। বলে রাখি, গত 19 ফেব্রুয়ারি মুম্বই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওরফে জাতীয় দলের প্রাক্তন নির্বাচক মিলিন্দ রেগে দেহত্যাগ করেছিলেন। এহেন আবহে শিভালকরের মৃত্যুটা ভারতীয় ক্রিকেটকে আরও খানিকটা নাড়িয়ে দিল।

READ MORE:  ভারতের বিরুদ্ধে কোনও প্ল্যানই করছে না কাজ! ট্রাম্প ফেরায় ল্যাজেগোবরে পাকিস্তান

শিভালকারের কেরিয়ার

স্বর্গীয় পদ্মাকর ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে মুম্বই দলের হয়ে 128টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। তবে যাত্রাটা শুরু হয়েছিল 22 বছর বয়সে রঞ্জি ট্রফির হাত ধরে। খেলোয়াড়ের বিগত ম্যাচ পরিসংখ্যান বলছে, 1961-62 মরসুম থেকে শুরু করে টানা 1988 সাল পর্যন্ত চুটিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন পদ্মাকর। ঘরোয়া ক্রিকেটের সুপারস্টার শিভালকার 128টি প্রথম শ্রেণীর ম্যাচে 589টি উইকেট ভেঙেছেন।

অবশ্যই পড়ুন: মিলছে টিম ইন্ডিয়ার জয়ের শুভ সংকেত, রোহিতরা বজায় রাখবেন ২৭ বছরের পুরনো কীর্তি?

যার মধ্যে রঞ্জি ট্রফিতে 361টি উইকেট রয়েছে এই তারকার ঝুলিতে। বলা বাহুল্য, ঘরোয়া ক্রিকেটে অন্তত 42 বার 5 উইকেট এবং 13 বার 10 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন পদ্মাকর। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদান রাখার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI) 2017 সালে শিভালকারকে নমন পুরষ্কার ও কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারে ভূষিত করে।

READ MORE:  আতঙ্কে পহেলগাঁও হামলার মূলচক্রী, মিডিয়ায় কাঁদো কাঁদো সুর সাইফুল্লার! ভাইরাল ভিডিও
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.