Indian Cricketer Died: IPL শুরুর আগেই দুঃসংবাদ! প্রয়াত ২৮ বছর বয়সী তরুণ ভারতীয় ক্রিকেটার | Indian Cricketer Died Before IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL শুরুর আগেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে। 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে IPL দলগুলি। এমতাবস্থায়, কানে আসছে খারাপ খবর। শোনা যাচ্ছে, ক্রিকেট ম্যাচ চলাকালীন গত 16 মার্চ বজ্রপাতে মৃত্যু হয়েছে ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) অখিল পি শ্রীনিবাসনের। খেলোয়াড়ের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট জগৎ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেরালার কোডুপুন্নার পুথুভাল লক্ষ্মীবিন্দু কলোনির বাসিন্দা তথা ভারতীয় ক্রিকেটার শ্রীনিবাসন গত 16 মার্চ একটি ক্রিকেট ম্যাচ খেলছিলেন। সেই সময়ে আবহাওয়াও খুব একটা ভাল ছিল না। এমন পরিস্থিতিতে ম্যাচ চলাকালীন আচমকা বজ্রাঘাতে মৃত্যু হয় 28 বছর বয়সি তরুণ ক্রিকেটার শ্রীনিবাসনের। ঘটনাস্থল, কেরালার আলাপ্পুঝা শহর।

READ MORE:  IPL 2025: IPL-এর আগেই কেরিয়ারে ইতি টানলেন KKR তারকা! বিপাকে পড়বে নাইট শিবির? | Kolkata Knight Riders Player Announced Retirement

হাসাপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু!

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, গত 16 মার্চ ক্রিকেট ম্যাচ চলাকালীন আচমকা তরুণ ভারতীয় ক্রিকেটার শ্রীনিবাসনের গায়ে বাজ পড়লে তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসক সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সম্ভবত ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর। চিকিৎসকরা খেলোয়াড়ের, মাথা, বুক ও কানে পোড়ার চিহ্ন পেয়েছেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

IPL-এর আগে মন ভার ভক্তদের?

আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম সংস্করণ। সদ্য চ্যাম্পিয়নস ট্রফি কাঁধে তুলে এবার বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ তথা IPL-এর মহারণে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। যেই মহারণ শুরু হওয়ার অপেক্ষায় বসে রয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমী মানুষজন।

অবশ্যই পড়ুন: ভেস্তে গেল ম্যাচ, আদৌ RCB-র বিরুদ্ধে মাঠে নামা হবে? IPL শুরুর আগেই চিন্তায় KKR

এহেন আবহে একজন তরুণ ভারতীয় ক্রিকেটারের মৃত্যুর খবর ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশের কাছে সত্যিই দুঃখজনক। IPL-এর মতো মেগা ইভেন্টের আগে এমন দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনের ওজন অনেকটাই বাড়াবে একথা বলার অপেক্ষা রাখে না।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ‘নীরব নায়ক’ কে? নাম জানিয়ে দিলেন রোহিত শর্মা | Rohit Sharma Announced The Name Of Unsung Hero Of Team India
Scroll to Top