সৌভিক মুখার্জী, কলকাতা: কয়েক মাসের প্রতীক্ষার অবসান। শেষমেশ ভারতের জনপ্রিয় সংগীত রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর বিজয়ীর নাম জানা গেল। যদিও চ্যানেলের তরফ থেকে এখনো ঘোষণা করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়া এবং ফ্যানপেজগুলিতে ইতিমধ্যেই সেই তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সব থেকে বড় চমক, এবার প্রথমবার ইন্ডিয়ান আইডলের ট্রফি উঠে এসেছে একজন বাঙালি মেয়ের হাতে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বিজয়ীর নাম ফাঁস
ইন্ডিয়ান আইডল সিজন ১৫-তে এবার বিজয়ীর মুকুট জিতেছেন দমদম পাইকপাড়ার মেয়ে মানসী ঘোষ। দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলার খড়্গপুরের শুভজিৎ চক্রবর্তী। আর এই জোড়া সাফল্যে নজর কেড়েছে গোটা বাংলা। মানসী এবং শুভজিৎ দুজনেই এই সিজনে তাদের প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে।
ফাঁস হয়ে যাওয়া এক ছবিই সবকিছু জানিয়ে দিল
যদিও ফাইনাল এপিসোড টিভিতে সম্প্রচারিত হবে আগামী ৬ই এপ্রিল। তবে এরই মধ্যে ইন্ডিয়ান আইডলের ফাইনাল শ্যুট শেষ হয়ে গিয়েছে এবং প্রতিযোগীরা নিজেদের শহরে ফিরে গিয়েছেন। সম্প্রতি মানসী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছে। যেখানে শুভজিৎ, প্রিয়াংশু এবং তাকে দেখা যায়। তিনজন একসাথে বিমানে পাশে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখাচ্ছেন, এমনটাই চোখে পড়েছে। আর এই ছবি ঘিরেই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। তারপর থেকেই ফ্যান পেজগুলিতে ছড়িয়ে পড়ে চ্যাম্পিয়নদের নাম।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
টপ ছয়ে তিন বাঙালি
এই সিজনের সেরা ৬ জন ফাইনালিস্টের মধ্যে তিনজনই বাংলার। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। আর এই তিনজন হলেন মানসী চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত এবং শুভজিৎ চক্রবর্তী। এছাড়াও ফাইনালে ছিলেন চৈতন্য দেবাদে, অনিরুদ্ধ সুসওয়ারাম এবং স্নেহা শঙ্কর। তৃতীয় স্থান দখল করেছে স্নেহা শঙ্কর, এমনটাই দাবি উঠছে সোশ্যাল মিডিয়ায়।
সুপার সিঙ্গার থেকে ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন মানসী ঘোষ
মানসী ঘোষের সংগীত সফর শুরু হয় তার কলেজ জীবন থেকেই। এর আগে তিনি সুপার সিঙ্গার সিজন ৩-তে অংশ নিতেন। এমনকি তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন সেখানে। এরপর নিজের সবথেকে বড় স্বপ্নের অধ্যায় ইন্ডিয়ান আইডলের মঞ্চে পৌঁছেছিলেন। আর সেখানে গিয়েও তিনি চ্যাম্পিয়ন হন।
পানের দোকানের ছেলে থেকে মিউজিক স্টার শুভজিৎ চক্রবর্তী
খড়্গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী। তার গল্পটা যেন সিনেমার চরিত্রকেও হার মানায়। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এই ছেলেটি তার বাবার কাছে গান শিখেছেন। করোনাকালে পরিবারের পাশে দাঁড়াতে বাবার পানের দোকানেও কাজ করেছেন তিনি। ইন্ডিয়ান আইডলের মঞ্চে তার সরলতা এবং সুন্দর গানের গলা দিয়েই তিনি বিচারক এবং দর্শকদের মন কেড়েছেন। এমনকি তিনি মঞ্চে সবাইকে পান খাইয়েও চমক করে দেন। শ্রেয়া ঘোষালের থেকে তিনি পেয়েছেন “মোস্ট ভার্সাটাইল” পদক।
চূড়ান্ত ঘোষণা রবিবার
যদিও ফাইনালের শ্যুট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তবে চূড়ান্ত ফলাফল দেখানো হবে আগামী ৬ই এপ্রিল, রবিবার। তার আগে এই খবর কতটা সত্যি তা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে যেভাবে তথ্য এবং ছবিগুলি প্রকাশ পাচ্ছে। তাতে দর্শকদের আর না বোঝার কিছু থাকে না।