Categories: চাকরি

Indian Merchant Navy Recruitment 2025: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরির সুবর্ণ সুযোগ, দেখে নিন অনলাইনে আবেদনের পদ্ধতি | Indian Navi Recruitment 2025 Eligibility and Application Process

পার্থ সারথি মান্না, কলকাতাঃ Indian Merchant Navy Recruitment 2025: সরকারি চাকরির ইচ্ছা কম বেশি সকলেরই থাকে। তাই কোনো বিজ্ঞপ্তি বেরোলেই লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আবেদন করে একটা ভালো চাকরির আশায়। এবার জানা যাচ্ছে ইন্ডিয়ান নেভি হাজারেও অধিক পদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান মার্চেন্ট নেভি। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা কাজের খোঁজে ছিলেন তারা এই শূন্যপদগুলির জন্য আবেদন করতেই পারেন। কীভাবে আবেদন করবেন? কি যোগ্যতার প্রয়োজন? সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

ইন্ডিয়ান নেভিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | IIndian Merchant Navy Recruitment 2025

সম্প্রতি ইন্ডিয়ান নেভির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে হাজারেরও বেশি শূন্যপদে লোক নেওয়া হবে। তবে এই নিয়োগের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে? কীভাবে অনলাইনে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।

শূন্যপদের বিবরণঃ

ইন্ডিয়ান নেভির দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৮০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে একাধিক পদ রয়েছে। ডেক রেটিংয়ের জন্য ৩৯৯ জন, ইঞ্জিন রেটিংয়ের জন্য ২০১ জন, সি-ম্যান হিসাবে ১৯৬ জন, ইলেক্ট্রিশিয়ান ২৯০ জন, ওয়েল্ডার / হেল্পার ৬০ জন, মেস বয় ১৮৮ জন ও রাঁধুনি হিসাবে ৪৬৬ জনকে নিয়োগ করা হবে।

বেতন

পদের ভিত্তিতে বেতনের পরিমাণ ভিন্ন হবে। তাই আবেদনের পূর্বে বেতনকাঠামো দেখে নিতে পারেন। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী নূন্যতম ৩৮,০০০ টাকা থেকে শুরু করে ৯০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। নিচে পদের ভিত্তিতে বেতনের পরিমাণ জানান হলঃ

  • ডেক রেটিং – ৫০,০০০-৮৫,০০০
  • ইঞ্জিন রেটিং – ৪০,০০০-৬০,০০০
  • সি-ম্যান – ৩৮,০০০-৫৫,০০০
  • ইলেক্ট্রিশিয়ান – ৬০,০০০-৯০,০০০
  • ওয়েল্ডার / হেল্পার – ৫০,০০০-৮৫,০০০
  • মেস বয় – ৪০,০০০-৬০,০০০
  • কুক – ৪০,০০০-৬০,০০০

শিক্ষাগত যোগ্যতা | Educational Eligibility

বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করার জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। তবে নূন্যতম মাধ্যমিক যোগ্যতা হলেই আবেদন করা যাবে। ডেক রেটিং,  ইঞ্জিন রেটিং, মেস বয় ও কুক পদের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে। ইলেক্ট্রিশিয়ান ও ওয়েল্ডার / হেল্পার পদের জন্য মাধ্যমিকের সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই এর প্রয়োজন। সি ম্যান পদের জন্য দ্বাদশ পাশ হওয়া প্রয়োজন।

বয়সসীমা

ইন্ডিয়ান নেভির তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পদ অনুযায়ী ভিন্ন বয়সসীমা রয়েছে। সব ক্ষেত্রেই নূন্যতম আবেদনের বয়স ১৭.৫ বছর। কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর ও কিছুক্ষেত্রে সর্বোচ্চ ২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইনে আবেদনের পদ্ধতি | How to Apply for Indian Navy Recruitment 2025 Online?

আপনি যদি ইন্ডিয়ান নেভিতে আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি ফলো করতে হবেঃ

  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে  ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে।
  • লগইন করার পর সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদনের ফর্ম ফিলআপ করা শুরু করতে  হবে।
  • ফর্ম ফিলআপ শেষ হলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এক্ষেত্রে আগে ডকুমেন্টগুলিকে স্ক্যান করে সঠিক সাইজে করে রাখতে পারলে ভালো হয়।
  • ডুকুমেন্টস আপলোড হয়ে গেলে সবটা শুরু থেকে চেক করে সাবমিট করে দিতে হবে।
  • আবেদন সাবমিট করার পর ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সেটা দেওয়া হলেই আবেদন সম্পন্ন হবে। ফি পেমেন্ট করার পর ফর্ম ও পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট আউট করে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড / ভোটার কার্ড
  • বয়সের পরিমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ কালার ছবি

নিয়োগের পদ্ধতিঃ Selection Process for Indian Navy Recruitment 2025

যে সমস্ত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করবে তাদের প্রথমেই একটি লিখিত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যারা পাশ করবে তাদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। কাউন্সেলিংয়ের জন্য তারিখ ও সময় কল লেটারের মাধ্যমে জানানো হবে। কাউন্সেলিংয়ে প্রার্থীদের পারফর্মেন্স ও লিখিত পরীক্ষার ভিত্তিতে লিস্ট তৈরি করা হবে। এরপর ফাইনাল রাউন্ড ক্যারেক্টার এন্টিসেন্টিনেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। এই সমস্ত পরীক্ষায় পাশ করলে নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু ও শেষের তারিখ

যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা ৬ই জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন চলবে।

পরীক্ষার তারিখ ও রেজাল্ট  ঘোষণার দিন

আবেদন গ্রহণ ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার পর মার্চ ২০২৫ সালেই পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার দিন থেকে ৫ দিনের মধ্যেই তার রেজান্ট ঘোষণা করা হবে। তারপর বাকি সিলেকশন পক্রিয়া শুরু হবে।

অফিসিয়াল ওয়েবসাইট – Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Official Recruitment Notice

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Weather Update: ৬০ কিমিতে ঝড়, শিলাবৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ! কিছুক্ষণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগ | Hail Storm, Rain, Thunderstorm In South Bengal And Kolkata

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…

7 minutes ago

ফোনে আড়ি পাতার বিরুদ্ধে মামলা, পেগাসাস নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…

31 minutes ago

Vaibhav Suryavanshi: বিক্রি হয় শেষ সম্বল! ছেলের স্বপ্ন পূরণে বিরাট বলিদান দেন বাবা সঞ্জীব, কোন ক্লাসে পড়ে বৈভব? | Untold Story Of Vaibhav

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…

36 minutes ago

ঘরে বসেই হাজার হাজার টাকা আয়! কলেজ পড়ুয়ার এই ব্যবসা দেখলে তাক লেগে যাবে

Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…

42 minutes ago

রেশন পেতে চাইলে আজই শেষ করুন এই কাজটি, জানুন কী করতে হবে

যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…

53 minutes ago

আসছে মাহিন্দ্রার নতুন SUV 700, যা সবাইকে মুগ্ধ করেছে, জানুন দাম ও ফিচার

মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…

55 minutes ago

This website uses cookies.