Indian Merchant Navy Recruitment 2025: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান নেভিতে চাকরির সুবর্ণ সুযোগ, দেখে নিন অনলাইনে আবেদনের পদ্ধতি | Indian Navi Recruitment 2025 Eligibility and Application Process
পার্থ সারথি মান্না, কলকাতাঃ Indian Merchant Navy Recruitment 2025: সরকারি চাকরির ইচ্ছা কম বেশি সকলেরই থাকে। তাই কোনো বিজ্ঞপ্তি বেরোলেই লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আবেদন করে একটা ভালো চাকরির আশায়। এবার জানা যাচ্ছে ইন্ডিয়ান নেভি হাজারেও অধিক পদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান মার্চেন্ট নেভি। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা কাজের খোঁজে ছিলেন তারা এই শূন্যপদগুলির জন্য আবেদন করতেই পারেন। কীভাবে আবেদন করবেন? কি যোগ্যতার প্রয়োজন? সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
সম্প্রতি ইন্ডিয়ান নেভির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে হাজারেরও বেশি শূন্যপদে লোক নেওয়া হবে। তবে এই নিয়োগের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে? কীভাবে অনলাইনে আবেদন করবেন? সমস্ত খুঁটিনাটি রইল আজকের প্রতিবেদনে।
ইন্ডিয়ান নেভির দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৮০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে একাধিক পদ রয়েছে। ডেক রেটিংয়ের জন্য ৩৯৯ জন, ইঞ্জিন রেটিংয়ের জন্য ২০১ জন, সি-ম্যান হিসাবে ১৯৬ জন, ইলেক্ট্রিশিয়ান ২৯০ জন, ওয়েল্ডার / হেল্পার ৬০ জন, মেস বয় ১৮৮ জন ও রাঁধুনি হিসাবে ৪৬৬ জনকে নিয়োগ করা হবে।
পদের ভিত্তিতে বেতনের পরিমাণ ভিন্ন হবে। তাই আবেদনের পূর্বে বেতনকাঠামো দেখে নিতে পারেন। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী নূন্যতম ৩৮,০০০ টাকা থেকে শুরু করে ৯০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। নিচে পদের ভিত্তিতে বেতনের পরিমাণ জানান হলঃ
বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করার জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। তবে নূন্যতম মাধ্যমিক যোগ্যতা হলেই আবেদন করা যাবে। ডেক রেটিং, ইঞ্জিন রেটিং, মেস বয় ও কুক পদের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে। ইলেক্ট্রিশিয়ান ও ওয়েল্ডার / হেল্পার পদের জন্য মাধ্যমিকের সাথে নির্দিষ্ট ট্রেডে আইটিআই এর প্রয়োজন। সি ম্যান পদের জন্য দ্বাদশ পাশ হওয়া প্রয়োজন।
ইন্ডিয়ান নেভির তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পদ অনুযায়ী ভিন্ন বয়সসীমা রয়েছে। সব ক্ষেত্রেই নূন্যতম আবেদনের বয়স ১৭.৫ বছর। কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর ও কিছুক্ষেত্রে সর্বোচ্চ ২৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
আপনি যদি ইন্ডিয়ান নেভিতে আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি ফলো করতে হবেঃ
যে সমস্ত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করবে তাদের প্রথমেই একটি লিখিত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যারা পাশ করবে তাদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। কাউন্সেলিংয়ের জন্য তারিখ ও সময় কল লেটারের মাধ্যমে জানানো হবে। কাউন্সেলিংয়ে প্রার্থীদের পারফর্মেন্স ও লিখিত পরীক্ষার ভিত্তিতে লিস্ট তৈরি করা হবে। এরপর ফাইনাল রাউন্ড ক্যারেক্টার এন্টিসেন্টিনেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। এই সমস্ত পরীক্ষায় পাশ করলে নিয়োগ দেওয়া হবে।
যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা ৬ই জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন চলবে।
আবেদন গ্রহণ ফেব্রুয়ারি মাসে শেষ হওয়ার পর মার্চ ২০২৫ সালেই পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষার দিন থেকে ৫ দিনের মধ্যেই তার রেজান্ট ঘোষণা করা হবে। তারপর বাকি সিলেকশন পক্রিয়া শুরু হবে।
অফিসিয়াল ওয়েবসাইট – Official Website
অফিসিয়াল বিজ্ঞপ্তি – Official Recruitment Notice
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…
This website uses cookies.