Indian Premier League: পরের বছর IPL-এ খেলবেন পাকিস্তানি পেসার? স্ত্রীর হাত ধরেই পেতে পারেন সুযোগ | This Pakistani Pacer Wants To Play In Indian Premier League Next Year
সৌভিক মুখার্জী, কলকাতাঃ পাকিস্তানের প্রাক্তন পেশার মোহাম্মদ আমিরের স্বপ্ন নাকি আইপিএল (Indian Premier League) খেলার। হ্যাঁ ঠিকই শুনেছেন। বর্তমানে পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি নেই। কিন্তু ব্রিটিশ নাগরিকত্ব পেলে আমিরের জন্য সেই সুযোগ হতে পারে। আর সেই আশাতেই দিন গুনছেন নাকি অজি পেসার।
মহম্মদ আমিরের স্ত্রী নারজিস ব্রিটেনের নাগরিক। এই সূত্র ধরেই আগামী বছর আমির ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার আশায় রয়েছেন। নাগরিকত্ব পাওয়ার পর আইপিএল খেলার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকবে না বলে মনে করছেন তিনি। এই বিষয়ে আমির বলেছেন, “আগামী বছর নাগরিকত্ব পেয়ে আমি আইপিএল খেলার সুযোগ পাবো। সুযোগ পেলে আমি অবশ্যই খেলতে চাই।”
২০০৮ সালের পর থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলা নিষিদ্ধ। তবে পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটার ধারাভাষ্যকার বা কোচ হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন। ওয়াসিম আক্রম এক সময়ে কলকাতা নাইট রাইডার্স এর বোলিং কোচ ছিলেন। শুধু তাই নয়, রামিজ় রাজা ধারাভাষ্যও দিয়েছেন। আমিরকে এখন মূল আশার আলো দেখাচ্ছেন আজহার মেহমুদ। ২০১২ সালে ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে তিনি আইপিএল খেলেছিলেন। সেই পথেই এবার হাঁটতে চলেছেন ফাস্ট বোলার।
আইপিএলে সুযোগ পেলে কোন দলের জার্সি গায়ে চাপাবেন মোহাম্মদ আমির? তিনি সরাসরি জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার খুব ইচ্ছা রয়েছে তার। বিরাট কোহলির বড় ভক্ত মোহাম্মদ আমির। তিনি বলেন, “বিরাট কোহলি আমাকে একবার তার ব্যাট উপহার দিয়েছিল। ওর ব্যাটিং আমার খুব পছন্দ। বিরাট আমার বোলিংও পছন্দ করে। তাই ওর দলের হয়ে খেললে আমার স্বপ্ন পূরণ হবে।”
আমিরের আইপিএল খেলার স্বপ্ন বাস্তবে পরিণত হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ব্রিটিশ নাগরিকত্ব পেলে তার জন্য আইপিএল খেলার দরজা খুলে যেতে পারে। পাকিস্তানের ক্রিকেট মহলে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও আমির এখন শুধু তার ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে।
সহেলি মিত্র, কলকাতা: হু হু করে বাড়ছে জিনিসের দাম। এদিকে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রাণ…
সহেলি মিত্র, কলকাতাঃ প্রত্যেক কেন্দ্রীয় সরকারি কর্মী এখন একটা জিনিসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। আর…
প্রীতি পোদ্দার, কলকাতা: বিশ্বের যোগাযোগ ব্যবস্থার চতুর্থ নম্বরে আছে ভারতীয় রেল (Indian Railways)। লক্ষ লক্ষ…
সহেলি মিত্র, কলকাতাঃ তাপপ্রবাহের মাঝেই টানা ঝড়, বৃষ্টি চলছে বাংলাজুড়ে। আর এর জেরে দহনজ্বালা থেকে…
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
This website uses cookies.