Indian Railways: শিয়ালদা বা হাওড়া নয়, ভারতে সর্বাধিক আয় করা স্টেশনের নাম জানাল রেল | India's Most Income Train Station Name
সৌভিক মুখার্জী, কলকাতা: বলতে গেলে ভারতীয় রেল (Indian Railways) প্রতিদিন প্রায় প্রায় কোটি কোটি যাত্রী পরিবহন করে। রেল দেশের সবথেকে বড় পরিবহন ব্যবস্থার মধ্যে একটি। কিন্তু আপনি কি জানেন, ভারতের মধ্যে কোন রেলস্টেশন সবথেকে বেশি রাজস্ব আয় করে? ভারতীয় রেলের সাম্প্রতিক এক রিপোর্টে এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চলুন দেখে নেওয়া যাক, কোন স্টেশন এই তালিকার শীর্ষে রয়েছে।
রেলের এক রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন ভারতের সর্বাধিক রাজস্ব আয় করা স্টেশন হিসেবে শীর্ষে উঠে এসেছে। জানা যাচ্ছে, শুধুমাত্র ১ বছরে এই স্টেশনটি প্রায় ৩.৯ কোটি যাত্রী পরিবহন করেছে এবং ৩৩৩৭ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নয়াদিল্লি শুধুমাত্র রাজস্বের দিক থেকে নয়, বরং ব্যস্ততম স্টেশন হিসাবেও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এক রেলওয়ে স্টেশন।
জানলে চমকে উঠবেন, রাজস্ব আয়ের দিক থেকে পশ্চিমবঙ্গের হাওড়া রেলওয়ে স্টেশন এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই স্টেশন বছরে ১৬৯২ কোটি টাকা উপার্জন করে। হাওড়া স্টেশন শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, বরং একটি পূর্ব ভারতের অন্যতম প্রধান এক রেলওয়ে জংশন।
এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ভারতের চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি প্রতি বছর ১২৯৯ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করে। এই স্টেশনটি দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এবং দেশের অন্যতম প্রধান রেল সংযোগ কেন্দ্র।
বর্তমানে ভারতে এমন ২৮টি রেলওয়ে স্টেশন রয়েছে, যেগুলি প্রতিবছরে ৫০০ কোটি টাকার বেশি আয় করে। ভারতের এই বিশাল রেলওয়ে নেটওয়ার্ক প্রায় ৬৮ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা প্রায় ৭ হাজারের বেশি স্টেশনকে সংযুক্ত করে। এছাড়া এই তালিকায় অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনও শীর্ষ তালিকায় রয়েছে।
ভারতীয় রেল শুধুমাত্র পরিবহনের জন্য নয়, বরং দেশের অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটি দেশের বৃহত্তম রেল নেটওয়ার্ক, যেখানে ১২ লক্ষের বেশি কর্মচারী কাজ করেন। যাত্রী এবং পরিবহনের মাধ্যমে এই রেল নেটওয়ার্ক ভারতীয় অর্থনীতিকে আরো চাঙ্গা করে তুলছে। ভবিষ্যতে আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ভারতীয় রেল আরো উন্নত পরিষেবা প্রদান করবে, তা আশা করা যায়।
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১লা এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটবে?…
Vivo আজ তাদের Y300 সিরিজের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Vivo Y300…
এই বছর এখনও অবধি বাজেট-ফ্রেন্ডলি দামে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। যাদের পকেট হালকা তারা এই…
ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই…
This website uses cookies.