Indian Railways: অপেক্ষার অবসান! প্রকাশ্যে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালুর তারিখ
কলকাতাবাসীর বহু প্রতীক্ষিত প্রশ্ন— কবে চালু হবে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা? শীঘ্রই মিলতে চলেছে এর উত্তর। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য তারিখ ২০২৪ সালের ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিন। ১৬.৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো পরিষেবা একবার চালু হয়ে গেলে শহরের যাত্রীদের জন্য এটি হবে এক বড় উপহার।
বর্তমানে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান থেকে এস্প্ল্যানেড রুটে যাত্রী সংখ্যা যথেষ্ট বেশি। তবে হাওড়া ময়দান থেকে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হলে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
মেট্রোর ইঞ্জিনিয়ারদের মতে, পরিষেবা পুরোপুরি চালু করতে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষত, শিয়ালদা থেকে এস্প্ল্যানেড পর্যন্ত বউবাজার অঞ্চলের কাজ সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজন সিআরএস সুরক্ষা সার্টিফিকেট এবং ফায়ার গ্রুপ সার্টিফিকেট। এই দুটি সার্টিফিকেট হাতে পাওয়ার পরেই মেট্রো পরিষেবা বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হবে।
বর্তমানে বউবাজার অঞ্চলে সিগন্যাল টেস্ট চলছে, যা শেষ হতে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সুরঙ্গের ক্রস প্যাসেজে ফায়ারপ্রুফ দরজা বসানোর কাজ দ্রুত শেষ করতে হবে। এই কাজ সম্পন্ন হলে সিআরএস পরীক্ষা শুরু হবে এবং অনুমোদন মিললেই পরিষেবা চালু করা যাবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ আগস্ট এবং ২০২২ সালে বউবাজারে মেট্রো নির্মাণকাজের কারণে ধস নেমেছিল, যার ফলে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই বর্তমানে জিও-ফিজিক্যাল ট্রোমোগ্রাফিক সার্ভে করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।
সকল বাধা কাটিয়ে নির্ধারিত সময়েই যদি পরিষেবা চালু হয়, তবে এটি কলকাতাবাসীর জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.