Indian Railways: এবার বিনামূল্যে খাবার দেবে ভারতীয় রেলওয়ে, কারা পাবেন এই বিশেষ পরিষেবা?

শুরু হয়ে গেছে শীতের মরশুম। আর এর সাথে বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভ্রমণের আকাঙ্ক্ষা। ডিসেম্বরের এই ছুটিতে অনেকেই ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে ভালোবাসেন। যে কারণে এই শীতের সময় একাধিক রুটে নতুন ট্রেন চালায় ভারতীয় রেলওয়ে। যাত্রীদের বিশেষ সুবিধা প্রদান করার উদ্দেশ্যে একাধিক আকর্ষণীয় পরিকল্পনা গ্রহণ করে রেলওয়ে অফ ইন্ডিয়া। এবার ধারাবাহিকতা বজায় রেখে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) যাত্রীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করতে চলেছে।

READ MORE:  ১০০০-র বদলে ৭০০! অ্যাকাউন্ট থেকে হাফিস লক্ষ্মীর ভান্ডারের গোটা টাকা, আপনার সাথেও হচ্ছে?

শীতের কারণে বর্তমানে কুয়াশায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে চারদিক। ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে পারছে না একাধিক ট্রেন। ফলে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ যাত্রীরা। সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য প্রয়োজনীয় খাবার নিয়ে ট্রেনে ওঠেন অনেক যাত্রী। তবে যদি ট্রেন ঘন্টার পর ঘন্টা দেরি করে গন্তব্যে পৌঁছায় কিংবা নির্দিষ্ট স্টেশনে পৌঁছায়, তখন রীতিমত সমস্যার সম্মুখীন হন বেশিরভাগ যাত্রীরা।

আর যাত্রীদের এই বিশেষ সমস্যার সম্মুখীন হতে এবার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তাই শতাব্দী, রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে ভ্রমণকারীদের বিশেষ পরিষেবা প্রদান শুরু করবে। এবার থেকে নির্দিষ্ট সময়ের পরে ট্রেন গন্তব্য স্থানে পৌঁছালে কিংবা যাত্রীদের স্টেশনে নির্দিষ্ট সময়ের বেশি অপেক্ষা করতে হলে তাদের জন্য বিনামূল্যে খাওয়ার সরবরাহ করবে IRCTC। আজ্ঞে হ্যাঁ, ভারতের প্রিমিয়াম ট্রেনে এই সুবিধা প্রদান করতে চলেছে রেলওয়ে অফ ইন্ডিয়া।

READ MORE:  অপেক্ষা ফুরল! প্রকাশ্যে এল হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালুর দিনক্ষণ

এই বিশেষ পরিষেবার মাধ্যমে সকালে যাত্রীরা বিনামূল্যে সকালে চা কিংবা কফি এবং সাথে বিস্কুট পাবেন। দুপুরের মেনুতে থাকবে ভাত, ডাল এবং তরকারি। এছাড়া রাতের মেনুতে যাত্রীরা পাবেন লুচি বা রুটি, সবজি এবং আচার। যদি ট্রেন তিন ঘন্টার বেশি দেরি করে সেক্ষেত্রে যাত্রা বাতিল করে টিকিটের বিনিময়ে টাকা রিটার্ন পেতে পারেন যাত্রীরা। তবে যারা স্টেশনে গিয়ে টিকিট ক্রয় করবেন, তাদের টিকেট বাতিল করে টাকা ফেরত পেতে হলে স্টেশনে যেতে হবে।

READ MORE:  বেসরকারি হাতে যাচ্ছে দেশের একাধিক বিমানবন্দর, তালিকায় বড়বড় নাম

Scroll to Top