লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Indian Railways: টিকিটের পুরো দাম দিয়ে অর্ধেক সুবিধা আর না! RAC নিয়ে যাবতীয় সমস্যা মেটাল রেল | New Facility For RAC Passengers

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একই বার্থ ব্যবহার করে কোনও মতে রাত কাটানো! বেডরোল মাত্র একটা, আর তা নিয়েই বাঁধতো কাড়াকাড়ি! ট্রেনে RAC যাত্রীদের গল্পটা কমবেশি সকলেরই জানা। তবে এবার আর সেই সমস্যা পোয়াতে হবে না। স্বল্পদামে টিকিট কেটে দূরের গন্তব্যে রওনা দেওয়া RAC যাত্রীদের কষ্ট লাঘব করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। শোনা যাচ্ছে, যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

রেলের তরফে বড় সুবিধা পাবেন RAC যাত্রীরা

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, সম্প্রতি ভারতীয় রেলের তরফে ট্রেনে যাত্রাকালে RAC যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে AC কোচে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। জানা যাচ্ছে, এবার থেকে প্রত্যেক RAC যাত্রীকে আলাদাভাবে একটি প্যাকেজড বেডরোল দেবেন রেল কর্মীরা। যাতে থাকবে মূলত, একটি বিছানার চাদর, একটি কম্বল ও ঘুমো উপযোগী অন্যান্য সামগ্রী।

READ MORE:  IRFC: শতাব্দী, রাজধানী, বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের নয়! আসল মালিক কে? | Who Is The Real Owner Of Trains

বিশেষজ্ঞ মহলের দাবি, আগে যেখানে RAC টিকিটে যাত্রীদের একটি বেডরোল ভাগাভাগি করে নিতে হতো, ভারতীয় রেলের সিদ্ধান্তে এবার থেকে ফার্স্ট ক্লাসের মতোই একেবারে আলাদাভাবে একটি করে বেডরোল পেয়ে যাবেন যাত্রীরা। ওয়াকিবহাল মহল বলছে, রেলের এমন পদক্ষেপে বিরাট উপকৃত হবেন প্রতিদিনের বহু RAC যাত্রী।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল রেল?

যাত্রীদের স্বাচ্ছন্দ বৃদ্ধি করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে। তবে তাতেও প্রশ্ন তুলছেন অনেকেই। সিংহভাগেরই জিজ্ঞাস্য, আচমকা কেন এমন সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে? সে ক্ষেত্রে জানিয়ে রাখি, বছরের পর বছর ধরে যাত্রীদের মধ্যে বৈষম্যের অভিযোগ তুলে রেলের ঘরে একাধিক চিঠি জমা পড়েছে।

READ MORE:  রেল প্রকল্পের জমিজট কাটাতে বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের, নবান্নে হল গুরুত্বপূর্ণ বৈঠক

প্রতিমুহূর্তে RAC যাত্রীদের ভোগান্তি নিয়ে রেলের উচ্চ পর্যায়ের কর্তাদের সাথে চলেছে বৈঠক। শেষ পর্যন্ত দীর্ঘ অভিযোগের পর, RAC যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুবিধা চালু করল ভারতীয় রেল। অনেকেই মনে করছেন, রেলের এমন উদ্যোগে এবার থেকে RAC যাত্রীরাও টিকিটের ন্যায্য দাম দিয়ে আরামদায়ক সুবিধা পাবেন।

অবশ্যই পড়ুন: TRP কাঁপাবে মিত্তির বাড়ি, আচমকাই এন্ট্রি ধ্রুবের প্রাক্তন প্রেমিকার! চেনেন অভিনেত্রীকে?

প্রসঙ্গত, ভারতীয় রেলের এই সুবিধা পাকাপাকি ভাবে লাগু হয়ে গেলে ট্রেনে ভ্রমণকালে কোনও রকম বাড়তি সমস্যা হবে না RAC যাত্রীদের। মূলত সিট নম্বর খুঁজে সেখানে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের কোচ অ্যাটেন্ড্যান্ট যাত্রীর সিটে পৌঁছে সেখানে প্রয়োজনীয় বেডরোল অর্থাৎ বেডসশিট, কম্বল, বালিশ ও একটি সাদা তোয়ালে দিয়ে আসবেন।

READ MORE:  Child Aadhaar Card: বাচ্চাদের আধার কার্ড তৈরির সময় এই ভুলগুলি করবেন না, নাহলে অনেক সমস্যার সম্মুখীন হবে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.