Indian Railways: ট্রেন চালিয়ে দিনে কত টাকা আয় হয় রেলের? প্রকাশ্যে এল হিসেব | Check The Regular Income Of Indian Railways
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: স্বল্প দূরত্ব হোক কিংবা দীর্ঘ দূরত্ব সাধারণ জনগণের কাছে ভারতীয় রেল (Indian Railways) হল প্রথম পছন্দ। তাইতো বিশ্বের সেরা ৫ টি রেলওয়ে নেটওয়ার্কের তালিকায় রয়েছে ভারতীয় রেলওয়ে। শহর থেকে শহরতলী, মফস্বল এলাকা থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় ভারতীয় রেল যেন মাকড়সার জালের মত বিস্তার করে রয়েছে। ক্রমেই দেশের এই জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা লাইফ লাইনে পরিণত হয়েছে। তবে এই রেল শুধু যাত্রী পরিবহন করে না তার সঙ্গে মালপত্র বা পণ্য পরিবহন করে রেল। যার ফলে মোটা টাকা উপার্জন করে ভারতীয় রেল। কিন্তু জানেন কি প্রতিদিন ভারতীয় রেলের ঠিক কত টাকা রোজগার করে?
ভারতীয় রেলওয়ের পরিবহন ব্যবস্থায় প্রতিদিন প্রায় ১৩ হাজার রেল দেশজুড়ে চালায়। সেই তুলনায় যাত্রী পরিবহন করে প্রায় ২০ লক্ষ। যার দরুন ভারতীয় রেলের হাত ধরে বিপুল পরিমাণ রাজস্ব আসে সরকারের কোষাগারে। সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতি বৃদ্ধিতে রেলের যে অবদান অনেকখানি তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু মাত্র যাত্রী পরিবহন, মাল পরিবহন নয়, রেলের আয়ের মধ্যে থাকে বিজ্ঞাপন স্টল, লিজ দেওয়ার মতো আরও অন্যান্য উৎস। আর এই আয়ের উৎসগুলিকে প্রতিটি জোন অনুযায়ী গণনা করা হয়। আর সেই হিসেব থেকেই নির্ধারণ করা হয় রেলের মোট আয়।
রেলের একটু রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতীয় রেলে ব্রড গেজ ও ন্যারো গেজ থেকে মোট আয় হয়েছিল ২৫,৫৩,৬৬,৩০,১৮,০০০ টাকা অর্থাৎ ২ লাখ ৫৫ হাজার ৩৬৬ কোটি ৩০ লাখ ১৮ হাজার টাকা। যা আগের অর্থবর্ষের তুলনায় অনেকটাই বেশি। সেক্ষেত্রে এই হিসেব মাফিক ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতীয় রেলের প্রতিদিনের গড় আয় ৬,৯৭,৭২,২১,৩৬০ টাকা অর্থাৎ ৬৯৭ কোটি ৭২ লাখ ২১ হাজার ৩৬০ টাকা হয়। অর্থাৎ বলা যায় প্রায় ৭০০ কোটি টাকা রেল আয় করে প্রতিদিন। যেখানে আগের অর্থবর্ষে ভারতীয় রেল প্রতিদিন গড়ে ৪০০ কোটি টাকা আয় করেছিল।
এদিকে ভারতীয় রেলের এই আয়ের মধ্যে রয়েছে মেট্রো পরিষেবা। দেশের যেসব শহরে মেট্রো পরিষেবা চালু রয়েছে, সেইসব শহরে মেট্রোর মিলিত আয় একসঙ্গে গণনা করেই ভারতীয় রেলের দৈনিক গড় আয় প্রায় ৭০০ কোটি টাকা হয়েছে। এছাড়াও ভারতীয় রেল দেশের কর্মসংস্থানের কাজে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতীয় রেলের গুরুত্ব অপরিসীম। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ ভারতীয় জীবন-জীবিকার জন্য নির্ভরশীল রেলের উপর। ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টিকিট চেকার, স্টেশন মাস্টার যেমন জড়িত রেলের সঙ্গে ঠিক তেমনই প্ল্যাটফর্ম এবং ট্রেনে পণ্য বিক্রিকারী ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের মাধ্যম হয়ে উঠেছে ভারতীয় রেল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.