Indian Railways: রাতে ট্রেনের গতি কেন বেড়ে যায়? জানলে অবাক হবেন!
আমরা অনেকেই লক্ষ্য করেছি, দিনের তুলনায় রাতে ট্রেন অনেক দ্রুত ছুটতে থাকে। বিশেষত, যদি কোনও কারণে ট্রেন লেট হয়ে যায়, তখন চালক রাতে গতি বাড়িয়ে সেই সময়ের ঘাটতি পূরণ করেন। কিন্তু কেন এমনটা হয়?
রাতের বেলায় ট্রেনের গতি বাড়ানোর পিছনে একাধিক কারণ রয়েছে—
কম যানবাহন ও পারাপার:
রাতের সময় রেললাইনের ওপর মানুষ ও যানবাহনের চলাচল অনেকটাই কমে যায়, ফলে সিগন্যাল দ্রুত দেওয়া সম্ভব হয় এবং ট্রেন বাধাহীনভাবে এগিয়ে যেতে পারে।
বন্য প্রাণীর সংস্পর্শ কম:
দিনের তুলনায় রাতে বন্য জন্তু রেললাইনে কম আসে, ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে যায়।
রক্ষণাবেক্ষণের কাজ বন্ধ থাকে:
রেলপথের রক্ষণাবেক্ষণের কাজ সাধারণত দিনের বেলায় হয়, ফলে রাতে ট্রেনের গতি বাড়ানো হলেও কোনও সমস্যা হয় না।
ফাঁকা ট্র্যাক:
রাতের নির্দিষ্ট সময়ের পর লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ট্রেনের জন্য ট্র্যাক ফাঁকা থাকে এবং দ্রুত দূরত্ব অতিক্রম করা সম্ভব হয়।
সিগন্যালের ভালো দৃশ্যমানতা:
রাতের অন্ধকারে সিগন্যাল অনেক দূর থেকেই স্পষ্ট দেখা যায়, ফলে চালককে বারবার গতি কমানোর দরকার হয় না।
কম ঘর্ষণ, বেশি গতি:
রাতের বেলায় তাপমাত্রা কম থাকে, ফলে রেল ট্র্যাক ও ট্রেনের চাকায় ঘর্ষণ কম হয়। এর ফলে ট্রেন তুলনামূলকভাবে দ্রুত গতিতে চলতে পারে।
এইসব কারণেই রাতে ট্রেন সাধারণত দিনের চেয়ে বেশি গতিতে চলে, যা অনেক যাত্রী খেয়াল করলেও কারণ জানেন না!
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
আপনি যদি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ক্যামেরার সেরা ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
This website uses cookies.