প্রতিদিন কোটি কোটি মানুষ ভারতীয় রেলে যাতায়াত করেন, তবে অনেক প্রবীণ নাগরিক, মহিলা ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা লোয়ার বার্থ না পাওয়ায় সমস্যায় পড়েন। এবার সেই সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
রেলমন্ত্রী জানিয়েছেন, প্রবীণ নাগরিক, ৪৫ বছর বা তার বেশি বয়সী মহিলা, গর্ভবতী মহিলা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা লোয়ার বার্থের সুবিধা পাবেন। এমনকি তারা টিকিট কাটার সময় লোয়ার বার্থ সিলেক্ট না করলেও, রেল তাদের জন্য লোয়ার বার্থ সংরক্ষিত রাখবে।
কতগুলো লোয়ার বার্থ সংরক্ষিত থাকবে?
রেলের নিয়ম অনুযায়ী, বিভিন্ন শ্রেণীতে সংরক্ষিত লোয়ার বার্থের সংখ্যা আলাদা হবে—
স্লিপার ক্লাস (SL): প্রতিটি কোচে ৬-৭টি লোয়ার বার্থ
AC 3 Tier (3AC): প্রতিটি কোচে ৪-৫টি লোয়ার বার্থ
AC 2 Tier (2AC): প্রতিটি কোচে ৩-৪টি লোয়ার বার্থ
তবে লোয়ার বার্থের সংখ্যা প্রত্যেক ট্রেনের কোচের সংখ্যার ওপর নির্ভর করবে। ফলে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য রেলযাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সংরক্ষণ
শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য প্রতিটি ট্রেনে আলাদা কোটা সংরক্ষিত থাকবে—
স্লিপার ক্লাসে: ৪টি সংরক্ষিত বার্থের মধ্যে ২টি লোয়ার বার্থ
AC চেয়ার কার (CC) ও সেকেন্ড সিটিং (2S): ৪টি সংরক্ষিত আসন
এই নিয়ম রাজধানী, শতাব্দীসহ সব এক্সপ্রেস ট্রেনে প্রযোজ্য হবে।
লোয়ার বার্থ ফাঁকা থাকলে কারা অগ্রাধিকার পাবেন?
যদি কোনো লোয়ার বার্থ ফাঁকা থাকে, তাহলে তা নিম্নলিখিত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে—
প্রবীণ নাগরিক
শারীরিকভাবে অক্ষম ব্যক্তি
গর্ভবতী মহিলা
যদি কোনো যাত্রীর আপার বা মিডল বার্থ সংরক্ষিত থাকে কিন্তু তিনি শারীরিক অসুবিধায় পড়েন, তাহলে তাকে ফাঁকা লোয়ার বার্থ দেওয়া হবে।
ভারতীয় রেলের নতুন এই নিয়মের ফলে প্রবীণ নাগরিক, মহিলা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সহজেই লোয়ার বার্থ পাবেন। এই বিশেষ সুবিধা রেল ভ্রমণকে আরও আরামদায়ক ও সুবিধাজনক করবে।