Indian Rupee: পকেটে সামান্য টাকা রেখেই বিদেশ ভ্রমণ! এই ১১ দেশে ভারতীয় রুপির দাম আকাশছোঁয়া | Travel These Countries
সৌভিক মুখার্জী, কলকাতাঃ বিদেশে ভ্রমণ মানেই পয়সা খরচ, এমনটা হয়তো অনেকেই ভেবে থাকেন। তবে জানেন কি? পৃথিবীর এমন কিছু দেশ রয়েছে, যেখানে ভারতীয় রুপির মূল্য অনেকটাই বেশি। ফলে আপনার বাজেট হয়ে উঠতে পারে আরো সাশ্রয়ী। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কিছু দেশ রয়েছে, যেখানে ভারতীয় রুপির মূল্য স্থানীয় মুদ্রার তুলনায় অনেকটাই বেশি। অর্থাৎ, আপনার টাকার মূল্য বেশি হওয়ার কারণে আপনি কম খরচে প্রচুর ঘুরতে পারবেন। আজকের প্রতিবেদনে জেনে নিন এমন ১১ টি দেশ, যেখানে ভারতীয় রুপির মূল্য সবচেয়ে বেশি।
ভিয়েতনাম দেশটি পর্যটকদের জন্য এক স্বপ্নরাজ্য। হা-লং-বে এর নৈসর্গিক সৌন্দর্য, রাস্তার ধারে ফুড স্টল আর ঐতিহাসিক মন্দির মিলিয়ে ভিয়েতনাম এক মনোমুগ্ধকর দেশ। কম খরচে লাক্সারি ট্রিপ করতে চাইলে ভিয়েতনাম হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এখানে ১ ভারতীয় রুপির মূল্য ২৯৩.৪৫ ভিয়েতনামিজ ডং।
লাওস এমনই একটি দেশ, যেখানকার সৌন্দর্য সবাইকে মনমুগ্ধ করে। পাহাড়, জলপ্রপাত, বৌদ্ধ মন্দির আর মেকং নদীর মনোরম ভ্রমণ সব মিলিয়ে পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি স্থান। লাওসে ১ ভারতীয় রুপির মূল্য ২৪৮.৯৪ লাওশিয়ান কিপ।
বালির সৈকত, ইয়োগ্যাকার্তার মন্দির আর জাকার্তার নাইটলাইফ মিলিয়ে ইন্দোনেশিয়া পর্যটকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। কম খরচে ভোলকানো ট্রেকিং, সার্ফিং, আর বিচ রিলাক্সেশন করতে চাইলে ইন্দোনেশিয়া হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এখানে ১ ভারতীয় রুপির মূল্য ১৮৭.৭৯ ইন্দোনেশিয়ান রুপিয়াহ।
ইতিহাস প্রেমিকদের জন্য এক স্বর্গরাজ্য উজবেকিস্তান। সিল্ক রোডের প্রাচীন শহর, নীল টাইলস মোড়া মসজিদ আর বাজারের কোলাহল উজবেকিস্তানকে সৌন্দর্য মুড়ে রেখেছে। এই দেশে ১ ভারতীয় রুপির মূল্য ১৪৮.৮৭ উজবেক সোম।
ফুটবল, জলপ্রপাত আর ল্যাটিন আমেরিকার সংস্কৃতি মিলিয়ে প্যারাগুয়ে সত্যিই পর্যটকদের কাছে অনন্য। ইগুয়াজু জলপ্রপাত, বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প আর চমৎকার খাবার মিলিয়ে এটি বাজেটের মধ্যে সেরা একটি গন্তব্যস্থল। এখানে ১ ভারতীয় রুপির মূল্য ৯১.২৪ প্যারাগুয়ান গুয়ারানি।
কলম্বিয়া নাম সামনে আসলেই যেন মনে হয় সালসা নাচ, পাহাড়ি চা-বাগান আর রঙিন শহর। বোগোটা ও মেডেলিনের সুন্দর রাস্তাগুলি ঘুরতে পারবেন এখানে একদম কম খরচে। কারণ এখানে ১ ভারতীয় রুপির মূল্য ৪৭.৩৩ কলম্বিয়ান পেসো।
ইতিহাসপ্রেমীদের কাছে আরেকটি নৈসর্গিক দেশ কম্বোডিয়া। এখানে রয়েছে অ্যাংকর ওয়াট রাজপ্রসাদ। জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা প্রাচীন মন্দিরে কম খরচে ঐতিহ্য আর প্রকৃতি উপভোগ করতে চাইলে বাজেটের মধ্যে সেরা ট্রিপ হতে পারে কম্বোডিয়া। কারণ এখানে ১ ভারতীয় রুপির মূল্য ৪৬.০৩ কম্বোডিয়ান রিয়েল।
আপনি যদি সাফারি ট্রিপের স্বপ্ন দেখে থাকেন, তাহলে তানজানিয়া হতে পারে সেরা বিকল্প। সেরেঙ্গেটির বিস্তীর্ণ প্রান্তর, কিলিমাঞ্জারো পাহাড় আর সমুদ্র সৈকত মিলিয়ে এটি পর্যটকদের কাছে সেরা আকর্ষণ। এখানে ১ ভারতীয় রুপির মূল্য ৩০.৫৬ তানজানিয়ান শিলিং।
মঙ্গলিয়া মানেই এক অজানা অ্যাডভেঞ্চারের দেশ। গভীর স্টেপ অঞ্চল, যাযাবরদের জীবনধারা আর প্রচুর বন্যপ্রাণী মিলিয়ে এটি সেরা এক গন্তব্যস্থল। কম খরচে ভ্রমণ করতে চাইলে মঙ্গোলিয়া হতে পারে সেরা গন্তব্য। কারণ এখানে ১ ভারতীয় রুপির মূল্য ৩৯.০৮ মঙ্গোলিয়ান তুগরিক।
বিভিন্ন ঐতিহ্যবাহী প্রাসাদ আর সুস্বাদু খাবার মিলিয়ে দক্ষিণ কোরিয়া খুব ব্যয়বহুল মনে হলেও ভারতীয় রুপির মান এখানে প্রচুর বেশি। তাই বাজেট ফ্রেন্ডলি ট্রিপের জন্য দারুন বিকল্প এটি। এখানে ১ ভারতীয় রুপির মূল্য ১৬.৬৯ ১৬.৬৯ দক্ষিণ কোরিয়ান ওন।
অ্যাটাকামা মরুভূমি, আন্দিজ পর্বতমালা আর বিশ্বের সেরা ওয়াইন দেখতে হলে কম বাজেটে চিলি হতে পারে সেরা গন্তব্য। কারণ এখানে ১ ভারতীয় রুপির মূল্য ১০.৬৫ চিলিয়ান পেসো।
এইচএমডি গ্লোবাল (HMD Global) ভারতে বার্বি ফোন (Barbie Phone) লঞ্চের ঘোষণা করল। ম্যাটেলের সাথে জোট…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২১শে মার্চ, শুক্রবার। আজকের রাশিফল অনুযায়ী কেমন কাটতে চলেছে আজ আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে। আর রেলে যাত্রার সময়…
5G স্মার্টফোন কেনার পরিকল্পনা আছে কিন্তু বাজেট ২৫ হাজার টাকা? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।…
বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্টই মানুষের প্রধান ভরসা—হোক তা ১০ টাকার কেনাকাটা বা ১০ হাজার…
শ্বেতা মিত্র, কলকাতা: লোকাল ট্রেনের পাশাপাশি মেট্রো (Kolkata Metro) পরিষেবাকেও যে কোনো শহরের লাইফলাইন বলা…
This website uses cookies.