বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোটা টাকা হাত ছাড়া হয়েছে! বড় সুযোগ মিস করলেন আপনিও? শেয়ার বাজারের সাম্প্রতিক উত্থান-পতন আবহের মাঝেই কোটি টাকার মুখ দেখেছেন বহু বিনিয়োগকারী। হ্যাঁ, বম্বে স্টক এক্সচেঞ্জের একটি রিপোর্ট বলছে, শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড, নামক স্টকে (Stock) বিনিয়োগ করেই লাভবান হয়েছেন স্টক হোল্ডাররা।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, মাত্র এক বছরেই এই স্টকের দাম 15,381 শতাংশ বেড়েছে। হিসেবটা দ্বিগুণ করলে অর্থাৎ, দু বছরে এই স্টকের রিটার্ন এসেছে 38,655 শতাংশ। শোনা যাচ্ছে, শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড সংস্থার অধীনেই রয়েছে স্যাটেলাইট চ্যানেল সাব টিভি।
সংস্থার অধীনে রয়েছে একাধিক চ্যানেল
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড সংস্থার অধীনে থাকা স্যাটেলাইট চ্যানেল সাব টিভি ছাড়াও রয়েছে দাবাং, মস্তি, ধামাল, গুজরাত, দিললগি ও মাইবোলি চ্যানেল। শোনা যাচ্ছে, টেলিভিশন নেটওয়ার্ক তথা চ্যানেল থেকে বার্ষিক মোটা টার্ন ওভার আসে এই সংস্থার।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
মোটা টাকার রিটার্ন দিয়েছে এই স্টক
বম্বে স্টক এক্সচেঞ্জ রিপোর্ট অনুযায়ী, 2025 সালের 26 মার্চ অর্থাৎ গতকাল শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন স্টকের দাম 2 শতাংশ বেড়ে 585 টাকায় আপার সার্কিট হয়। যেখানে 2023 সালের 24 মার্চ নাগাদ এই স্টকের দাম ছিল 1.51 টাকা। অর্থাৎ 2 টাকারও কম দামের এই স্টকের মূল্য বর্তমানে 500 টাকারও বেশি।
হিসেব বলছে, মাত্র 2 বছরের মধ্যেই স্টক হোল্ডারদের একেবারে 38,655 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। কাজেই বলা যায়, 2 বছর আগে অর্থাৎ 2023 সালে এই স্টকে বিনিয়োগ করা ব্যক্তিরা ইতিমধ্যেই মালামাল হয়ে গিয়েছেন।
2 বছর আগে কত টাকা রাখলে আজকের দিনে কত রিটার্ন পেতেন?
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, বর্তমানে শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডের এই স্টকে যদি আজ থেকে 2 বছর আগে কোনও বিনিয়োগকারী 20 হাজার টাকা রেখে থাকেন, সে ক্ষেত্রে বর্তমানে তিনি আজকের দিনে দাঁড়িয়ে রিটার্ন পাবেন 77 লক্ষ টাকা।
একইভাবে যদি কেউ এই স্টকে 30 হাজার টাকা 2 বছর আগে জমাতেন তবে বর্তমানে তার সেই আমানতের মূল্য হতো 1 কোটি টাকা। একই নিয়মে 2 বছর আগেকার 50 হাজারের স্টকের মূল্য আজকের দিনে 2 কোটি টাকায় এসে দাঁড়াতো।
প্রসঙ্গত, 1985 সালে গড়ে ওঠা শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড সংস্থার মালিকদের হাতে রয়েছে 59.33 শতাংশ স্টক। বাকিটা বিনিয়োগকারীদের। বলে রাখি, মাত্র এক মাসের মধ্যে এই শেয়ারের দাম 24 শতাংশ বেড়েছে। 2025 সালের মার্চ মাসের হিসেব বলছে জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ 3 মাসে এই স্টকের মূল্য 60 শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অবশ্যই পড়ুন: ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝেই বন্ধু মোদির আমন্ত্রণে ভারতে আসছেন পুতিন
( মনে রাখবেন, শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন। India Hood-এর প্রতিবেদন দেখে বিনিয়োগ করার চিন্তা মাথায় এলে, অবশ্যই যোগ্য ব্যক্তির সাথে আলোচনা করুন। India Hood কখনই শেয়ারবাজার বা অর্থ লগ্নী সংক্রান্ত পরামর্শ দেয় না। আমাদের কাজ পাঠকের কাছে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা।)