লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

India’s AI Model: ভুলে যাবেন ChatGPT, Deekseek! আসছে ভারতের নিজস্ব AI মডেল, বড় ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের | India will develop own AI Model in 6 to 8 months

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রায় দিনই শোনা যাচ্ছে টেকনোলজির দুনিয়ায় নিত্য নতুন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আসছে। এতদিন যেখানে সকলের মুখে মুখে ছিল ChatGTP ও OpenAI এর নাম সেখানে চিনের Deepseek নিয়ে আলোচনা তুঙ্গে। তবে পিছিয়ে নেই ভারতও, উৎকর্ষ ওড়িশা কনক্লেভ থেকে ভারতের নিজস্ব AI তৈরির ঘোষণা করলেন ইউনিয়ান আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব।

ভারতেও তৈরী হচ্ছে AI

ভারতে AI Compute ফেসিলিটিতৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে। ১৮,৬৯৩ টি জিপিইউ এর দ্বারা একটি লার্জ ল্যাংগুয়েজ মডেল তৈরী করা হবে যেটা বিশেষ করে ভারতের জন্য অপটিমাইজড হবে। এদিন অশ্বিনী বৈষ্ণব জানান, আমাদের বিশ্বাস কমকরে ৬টি বড় ডেভেলপার রয়েছে যারা আগামী ছয় থেকেই আট মাসের মধ্যেই AI মডেল তৈরী করতে সকল। আর যদি জোরকদমে কাজ চালানো হয় তাহলে চার থেকে ছয় মাসের মধ্যেই তৈরী হয়ে যেতে পারে AI মডেল।

READ MORE:  লাদাখ, কাশ্মীরে ভারতীয় সেনার ‘অদৃশ্য প্রাচীর’! ভারতের পদক্ষেপে চাপে শত্রুপক্ষ

তিনি আরও জানান, ‘একটা কমন কম্পিউট ফেসিলিটি সবার আগে প্রয়োজন একটা মজবুত AI ইকোসিস্টেম তৈরির জন্য’। উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই তৈরির জন্য গবেষক, স্টার্ট আপ ও অ্যাকাডেমিক প্রতিষ্ঠানগুলির অত্যাধুনিক কম্পিউটেশনাল ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন শক্তিশালী AI এর অবকাঠামো তৈরির জন্য। ভারত ‘AI Mission’ হিসাবে একটি শেয়ারড কম্পিউটিং রিসোর্স তৈরিকে অগ্রাধিকার ডিসিছে।

ব্যবহার করা হবে ১৯,০০০ GPU

যেমনটা জানা যাচ্ছে শুরুতে ১০,০০০ জিপিইউ দিয়ে কাজ শুরু করার প্ল্যান থাকলেও ১৯,০০০ জিপিইউ দিয়ে  কাজ শুরু হবে। যার মধ্যে ১২,৮৯৬ টি Nvidia H100 GPU ও ১,৪৮০টি Nvidia H200 GPU থাকছে। এরমধ্যে ১০,০০০ জিপিইউ দিয়ে এআই মডেল তৈররি কাজ শুরু হবে। পরবর্তীতে বাকিগুলিকেও কাজে লাগানো হবে। খুব শীঘ্রই এই ফেসিলিটি সকলের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

READ MORE:  ৩৯ টাকা কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম, কলকাতা সহ চার শহরে স্বস্তি

এই এএআই মডেলের মাধ্যমে চাষ, পরিবেশের আবহাওয়ার পরিবর্তন থেকে শুরু করে আরও জটিল গণনাকরা হবে। ইতিমধ্যেই AI এর দ্বারা চালিত ১৮টি এমন অ্যাপ্লিকেশনকে প্রথম রাউন্ডের ফান্ডিং দেওয়ার জন্য সিলেক্টও করা হয়ে গিয়েছে।

নজর থাকবে সুরক্ষার দিকেও

শুধুমাত্র AI ইন্সফ্রাস্ট্রাকচার তৈরীই নয়, সুরক্ষার দিকটাও নজর রাখা হবে। অন্যান্য দেশের মত একটি প্রতিষ্ঠানের কাছে AI সংক্রান্ত সমস্ত অপারেশনের ক্ষমতা দেওয়া হবে না। ভারতে হাব অ্যান্ড স্পোক মডেল গ্রহণ করা হবে, এতে করে একাধিক প্রতিষ্ঠান সুরক্ষার কাজে নিযুক্ত হবে ও আরও উন্নত ফ্রেমওয়ার্ক ও সেফটি টুলস বানাতে পারবে।

READ MORE:  রাজ্যসভায় পাশ সংশোধিত রেলওয়েজ় বিল, রেল বেসরকারিকরণের পথে কেন্দ্র! অভিযোগে সরব বিরোধী পক্ষ
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.