IndusInd Bank Crisis: ভরাডুবির মধ্যেই ১১০০০ কোটির সম্পত্তি বিক্রি! কী করতে চলছে IndusInd ব্যাঙ্ক? | IndusInd Bank Sell 11000 Crore CDs
সৌভিক মুখার্জী, কলকাতাঃ মাত্র কয়েকদিন আগে ইন্ডাসইন্ড ব্যাংক শেয়ার বাজারে বড়সড় ধাক্কা খেয়েছিল (IndusInd Bank Crisis)। ব্যাংকের অভ্যন্তরীণ কিছু হিসাব গরমিলের জন্য ব্যাংকের শেয়ার 27% পর্যন্ত পড়ে গিয়েছিল। এবার সেই ধাক্কা কাটিয়ে উঠতে বড় পদক্ষেপ নিল এই ব্যাংক। বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করছে, ইন্ডাসইন্ড ব্যাংক 11 হাজার কোটি টাকার সার্টিফিকেটস অফ ডিপোজিট বিক্রি (CDs) করছে, যা ব্যাংকের নগদ অর্থের ঘাটতি মেটাতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সাহায্য করবে।
এই তহবিল সংগ্রহ করার পিছনে মূল কারণ হল ব্যাংকের নগদ অর্থ সরবরাহ বৃদ্ধি করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানো। গত সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছিল যে, ইন্ডাসইন্ড ব্যাংকের মূলধনের পরিমাণ এখনও শক্তিশালী। তবে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে অতিরিক্ত অর্থের প্রয়োজন ছিল। তাই তিন মাস থেকে একবছর মেয়াদের মধ্যে বিভিন্ন সময়সীমার সার্টিফিকেটস অফ ডিপোজিট ইস্যু করা হয়েছে।
ইন্ডাসইন্ড ব্যাংক এই বড় অঙ্কের তহবিল সংগ্রহের মাধ্যমে তাদের নগদ অর্থের সরবরাহ ঠিক রাখতে চাইছে। সাম্প্রতিক আর্থিক গরমিলের পর বিনিয়োগকারীরা উদ্বিগ্ন ছিল। ব্যাংক এবার তাদের আস্থা ফেরাতে উঠে পড়ে লেগেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের চাপ সামলে ইন্ডাসইন্ড ব্যাংক দ্রুত ব্যবস্থা নিয়েছে, যা একটি ইতিবাচক দিক হিসেবে ধরা হচ্ছে।
গত 10ই মার্চ ব্যাংকের এক অভ্যন্তরীণ অডিটে ডেরিভেটিভস লেনদেনে কিছু গরমিল দেখা গিয়েছিল। ব্যাংকের শেয়ার বাজারে ধ্বস নেমে মাত্র একদিনে 27% পড়ে গিয়েছিল। এর ফলে ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছিল, নতুন CEO এবং COO নিয়োগের জন্য বাইরে থেকে প্রার্থীদের খোঁজ করতে। বর্তমানে CEO এর মেয়াদ ১ বছরের জন্য বাড়ানো হয়েছে।
যদিও ব্যাংক নগদ অর্থের ঘাটতি মেটাতে এবং বাজারের আস্থা ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নিচ্ছে, তবুও পরবর্তী কয়েক মাস ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিনিয়োগকারীদের মনে এখন একটাই প্রশ্ন, ব্যাংক কি সত্যিই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে? RBI-এর কঠোর নজরদারি কতটা সফল হবে তা সময় বলে দেবে।
ভিভোর ভি সিরিজ বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২০ই মার্চ, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
প্রত্যাশা মতোই গুগল আজ ভারত এবং বিশ্ব বাজারে তাদের নতুন পিক্সেল ফোন, Google Pixel 9a…
এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি…
গরম পড়তেই হু হু করে বিক্রি হচ্ছে এসি। আপনিও যদি এই সময় নতুন এসি কিনতে…
ট্রেনে ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করা এখন বেশ কঠিন হয়ে উঠেছে, বিশেষ করে যদি পরিকল্পনা…
This website uses cookies.