Infinix GT 30 Pro Features: এবার সস্তায় গেমিং ফোনের স্বপ্নপূরণ, দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লঞ্চ হচ্ছে Infinix GT 30 Pro

বাজেটের মধ্যে যারা গেমিং স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য খুব শীঘ্রই একটি সুখবর আসছে। কারণ Infinix GT 30 Pro লঞ্চ হতে আর বেশি দেরি নেই বলেই জানা যাচ্ছে। সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, একটি সূত্র ডিভাইসটির ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা,ও ব্যাটারি থেকে শুরু করে চার্জিং স্পিড, র‍্যাম, ও স্টোরেজ অপশন ফাঁস করেছে। এতে ১৪৪ হার্টজ AMOLED ডিসপ্লে ও গেমিং ট্রিগার বাটন থাকবে বলে দাবি করা হয়েছে।

READ MORE:  প্রচুর AI ফিচার্সের সঙ্গে দারুণ ফোন আনছে ইনফিনিক্স, জীবন করে তুলবে আরও সহজ

Infinix GT 30 Pro ফোনের ফিচার্স প্রকাশ্যে এল

টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন, Infinix GT 30 Pro মডেলে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২২৪x২৭২০ পিক্সেল রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ফটোগ্রাফি ডিপার্টমেন্টের কথা বললে, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর + একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স মিলতে পারে। সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে।

READ MORE:  Infinix Note 50 Series: বাজার কাঁপাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফোন আনছে ইনফিনিক্স, এই দিনে লঞ্চ | Infinix Note 50 Series Launch Date March 3

৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এই ডিভাইসে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা। টিপস্টার আরও জানিয়েছেন, ইনফিনিক্সের এই স্মার্টফোনে MediaTek Dimensity 8350 Ultimate চিপসেট থাকতে পারে। ফোনটি LPDDR5X র‍্যাম ও UFS 4.0 স্টোরেজ সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভবত Android 15 অপারেটিং সিস্টেমে চলবে যার উপরে XOS 15 স্কিন থাকবে।

READ MORE:  একধাক্কায় বিশাল সস্তা হল Realme-র দুর্দান্ত স্মার্টফোন, মিলছে 3 হাজার টাকা ডিসকাউন্ট

আরেক টিপস্টারের দাবি, GT 30 Pro তিনটি স্টোরেজ কনফিগারেশনে আসবে – ৮ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ৫১২ জিবি। আবার ইন্দোনেশিয়া থেকে আগত একটি রিপোর্টে বলা হয়েছে যে, এই হ্যান্ডসেটে L1 R1 বোতাম থাকবে যা অ্যাপ্লিকেশন শর্টকাট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলি গেমিং ট্রিগার বোতাম হবে বলে অনুমান করা হচ্ছে।

Scroll to Top