লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Infinix GT 30 Pro Specifications: রেডমি, রিয়েলমিদের টেক্কা দিতে আসছে Infinix GT 30 Pro, পাওয়ারফুল প্রসেসর সহ থাকবে 12GB র‌্যাম | Infinix GT 30 Pro Appears Geekbench Listing

Published on:

Infinix GT 20 Pro গত বছর অর্থাৎ 2024 সালে লঞ্চ হয়েছিল। এবার এর আপগ্রেড ভার্সন অর্থাৎ Infinix GT 30 Pro বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসটিকে জনপ্রিয় বেঞ্চমার্ক ওয়েবসাইট গিকবেঞ্চে (Geekbench) দেখা গেছে। এখান থেকে ফোনের অপারেটিং সিস্টেম, চিপসেট এবং RAM সম্পর্কে জানা গেছে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

12GB র‍্যাম সহ আসবে Infinix GT 30 Pro

জিএসএম এরিনার রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স জিটি 30 প্রো সম্প্রতি গীকবেঞ্চ বেঞ্চমার্ক ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। জানা গেছে যে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর থাকবে। এখানে স্মার্টফোনটি 12GB র‌্যাম সহ উপস্থিত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। আবার, এই মোবাইল ফোন অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।

READ MORE:  হ্যাক হবে না ফোন, পাওয়া যাবে AI ফিচার, OnePlus Nord সিরিজের ফোনে এল নতুন OxygenOS আপডেট | OnePlus Nord 3 Nord 4 OxygenOS 15 Update in India

গিকবেঞ্চে ইনফিনিক্স জিটি 30 প্রো মাল্টি-কোরে টেস্টে 4,057 পয়েন্ট এবং সিঙ্গল-কোর টেস্টে 1,204 পয়েন্ট পেয়েছে। এর আগেও ফোনটিকে অনেক সাইটে দেখা গেছে। এগুলি থেকে এর মডেল নম্বর জানা গেছে।

Infinix GT 30 Pro এর অন্যান্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স জিটি 30 প্রো ডিভাইসে 120Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ডিভাইসটি 5000mAh ব্যাটারি সহ আসতে পারে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ওয়াইফাই, ডুয়েল সিম স্লট, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট এর কানেক্টিভিটি ফিচার থাকবে।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi সহ Samsung ফোন, ২০ হাজার টাকার কমে সেরা মোবাইল | 200 Megapixel Camera smartphone Under 20000

লঞ্চিং এবং দাম

ইনফিনিক্স এখনও জিটি 30 প্রো ফোনের লঞ্চের সময় সম্পর্কে কিছু বলেনি, তবে অনুমান করা হচ্ছে যে এটি মে মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে। এর দাম 25 থেকে 30 হাজারের মধ্যে থাকতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.