Infinix GT 20 Pro গত বছর অর্থাৎ 2024 সালে লঞ্চ হয়েছিল। এবার এর আপগ্রেড ভার্সন অর্থাৎ Infinix GT 30 Pro বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসটিকে জনপ্রিয় বেঞ্চমার্ক ওয়েবসাইট গিকবেঞ্চে (Geekbench) দেখা গেছে। এখান থেকে ফোনের অপারেটিং সিস্টেম, চিপসেট এবং RAM সম্পর্কে জানা গেছে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
12GB র্যাম সহ আসবে Infinix GT 30 Pro
জিএসএম এরিনার রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স জিটি 30 প্রো সম্প্রতি গীকবেঞ্চ বেঞ্চমার্ক ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। জানা গেছে যে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর থাকবে। এখানে স্মার্টফোনটি 12GB র্যাম সহ উপস্থিত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। আবার, এই মোবাইল ফোন অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।
গিকবেঞ্চে ইনফিনিক্স জিটি 30 প্রো মাল্টি-কোরে টেস্টে 4,057 পয়েন্ট এবং সিঙ্গল-কোর টেস্টে 1,204 পয়েন্ট পেয়েছে। এর আগেও ফোনটিকে অনেক সাইটে দেখা গেছে। এগুলি থেকে এর মডেল নম্বর জানা গেছে।
Infinix GT 30 Pro এর অন্যান্য স্পেসিফিকেশন
রিপোর্ট অনুযায়ী, ইনফিনিক্স জিটি 30 প্রো ডিভাইসে 120Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ডিভাইসটি 5000mAh ব্যাটারি সহ আসতে পারে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ওয়াইফাই, ডুয়েল সিম স্লট, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট এর কানেক্টিভিটি ফিচার থাকবে।
লঞ্চিং এবং দাম
ইনফিনিক্স এখনও জিটি 30 প্রো ফোনের লঞ্চের সময় সম্পর্কে কিছু বলেনি, তবে অনুমান করা হচ্ছে যে এটি মে মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে। এর দাম 25 থেকে 30 হাজারের মধ্যে থাকতে পারে।