Infinix Note 50 Pro Price: 50MP পেরিস্কোপ ক্যামেরা ও JBl স্পিকার নিয়ে 20 মার্চ লঞ্চ হচ্ছে Infinix Note 50 Pro+ | Infinix Note 50 Pro Plus Launch Date

Infinix Note 50 সিরিজ মার্চের প্রথমে গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। সংস্থা এই লাইনআপে বিশ্ববাজারে দুটি স্মার্টফোন এনেছে – Note 50 এবং Note 50 Pro। এছাড়া, সিরিজের তৃতীয় মডেল হিসাবে Infinix Note 50x ভারতে ২৭শে মার্চ প্রকাশ হতে চলেছে। আবার এরই মধ্যে, একটি নতুন প্রতিবেদনে Note 50 সিরিজের আরেকটি মডেল, Infinix Note 50 Pro+ এর ছবি ফাঁস করা হয়েছে। ডিজাইনের পাশাপাশি এই ফোনের লঞ্চের তারিখ, দাম সহ নানা তথ্য সামনে এসেছে।

READ MORE:  Infinix Note 50 Pro Plus Launched: কম দামে তিনটি অসাধারণ ফোন লঞ্চ করল Infinix, রয়েছে 90W চার্জিং, দুর্দান্ত ক্যামেরা | Infinix Note 50 Pro Plus Price

Infinix Note 50 Pro+ লঞ্চের তারিখ, ডিজাইন ও দাম

জিএসএমএরিনা তাদের রিপোর্টে দাবি করেছে, Infinix Note 50 Pro+ লঞ্চ হবে আগামী ২০শে মার্চ। Note 50 এবং Note 50 Pro মডেল দুটির বিপরীতে এই ফোনে 5G নেটওয়ার্কের সমর্থন পাওয়া যাবে। আবার এটি ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই বৈশিষ্ট্যও দিয়ে সজ্জিত থাকবে। প্রতিবেদনটি ফোনের লাইভ ছবিও প্রকাশ করেছে যা সমস্ত কোণ থেকে ডিজাইন দেখায়।

Infinix Note 50 Pro+ ইউনিবডি মেটাল ডিজাইন অফার করবে বলে জানা গিয়েছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের সেন্টারে পাঞ্চ-হোল কাটআউট আছে। ফোনটির সামনের দিকে মাইক্রো-কার্ভড এজ রয়েছে বলে মনে করা হচ্ছে। ভলিউম বাটন বাম প্রান্তে এবং রয়েছে, যখন পাওয়ার কী ডানদিকে অবস্থিত।

READ MORE:  Infinix XPAD GT Specification: গেমিং ট্যাবলেটের জগতে পা রাখছে জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড Infinix | Infinix XPAD GT Gaming Tablet Ram

ইনফিনিক্স নোট ৫০ প্রো+ এর উপরের প্রান্তে ‘ সাউন্ড বাই জেবিএল ‘ লেখা সহ একটি স্পিকার গ্রিল, একটি সেকেন্ডারি মাইক্রোফোন ও আইআর ব্লাস্টার রয়েছে। নীচের অংশে ইউএসবি টাইপ-সি পোর্ট, আরেকটি স্পিকার ভেন্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম ট্রে সেকশন রয়েছে। স্মার্টফোনটির হাইলাইট হল পিছনের দিকের অষ্টভুজাকৃতির ক্যামেরা মডিউলটি।

এটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি পেরিস্কোপ লেন্স রয়েছে। ভিতরে ফ্ল্যাশের নীচে ‘৫০এমপি ওআইএস ১০০x পেরিস্কোপ ‘লেখা আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইনফিনিক্স নোট ৫০ প্রো+ এর দাম ৫০০ ডলারের নীচে থাকবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,০০০ টাকা। ফোনটির পার্পেল বা বেগুনী রঙের অপশনটি ফাঁস হয়েছে। লঞ্চের সময় আরও কালার উপলব্ধ হতে পারে।

READ MORE:  প্রচুর AI ফিচার্সের সঙ্গে দারুণ ফোন আনছে ইনফিনিক্স, জীবন করে তুলবে আরও সহজ

Photo Credit: GSMArena

Scroll to Top