Infinix Note 50 Pro Price: 50MP পেরিস্কোপ ক্যামেরা ও JBl স্পিকার নিয়ে 20 মার্চ লঞ্চ হচ্ছে Infinix Note 50 Pro+ | Infinix Note 50 Pro Plus Launch Date
Infinix Note 50 সিরিজ মার্চের প্রথমে গ্লোবাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। সংস্থা এই লাইনআপে বিশ্ববাজারে দুটি স্মার্টফোন এনেছে – Note 50 এবং Note 50 Pro। এছাড়া, সিরিজের তৃতীয় মডেল হিসাবে Infinix Note 50x ভারতে ২৭শে মার্চ প্রকাশ হতে চলেছে। আবার এরই মধ্যে, একটি নতুন প্রতিবেদনে Note 50 সিরিজের আরেকটি মডেল, Infinix Note 50 Pro+ এর ছবি ফাঁস করা হয়েছে। ডিজাইনের পাশাপাশি এই ফোনের লঞ্চের তারিখ, দাম সহ নানা তথ্য সামনে এসেছে।
জিএসএমএরিনা তাদের রিপোর্টে দাবি করেছে, Infinix Note 50 Pro+ লঞ্চ হবে আগামী ২০শে মার্চ। Note 50 এবং Note 50 Pro মডেল দুটির বিপরীতে এই ফোনে 5G নেটওয়ার্কের সমর্থন পাওয়া যাবে। আবার এটি ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই বৈশিষ্ট্যও দিয়ে সজ্জিত থাকবে। প্রতিবেদনটি ফোনের লাইভ ছবিও প্রকাশ করেছে যা সমস্ত কোণ থেকে ডিজাইন দেখায়।
Infinix Note 50 Pro+ ইউনিবডি মেটাল ডিজাইন অফার করবে বলে জানা গিয়েছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের সেন্টারে পাঞ্চ-হোল কাটআউট আছে। ফোনটির সামনের দিকে মাইক্রো-কার্ভড এজ রয়েছে বলে মনে করা হচ্ছে। ভলিউম বাটন বাম প্রান্তে এবং রয়েছে, যখন পাওয়ার কী ডানদিকে অবস্থিত।
ইনফিনিক্স নোট ৫০ প্রো+ এর উপরের প্রান্তে ‘ সাউন্ড বাই জেবিএল ‘ লেখা সহ একটি স্পিকার গ্রিল, একটি সেকেন্ডারি মাইক্রোফোন ও আইআর ব্লাস্টার রয়েছে। নীচের অংশে ইউএসবি টাইপ-সি পোর্ট, আরেকটি স্পিকার ভেন্ট, প্রাইমারি মাইক্রোফোন ও সিম ট্রে সেকশন রয়েছে। স্মার্টফোনটির হাইলাইট হল পিছনের দিকের অষ্টভুজাকৃতির ক্যামেরা মডিউলটি।
এটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি পেরিস্কোপ লেন্স রয়েছে। ভিতরে ফ্ল্যাশের নীচে ‘৫০এমপি ওআইএস ১০০x পেরিস্কোপ ‘লেখা আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইনফিনিক্স নোট ৫০ প্রো+ এর দাম ৫০০ ডলারের নীচে থাকবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,০০০ টাকা। ফোনটির পার্পেল বা বেগুনী রঙের অপশনটি ফাঁস হয়েছে। লঞ্চের সময় আরও কালার উপলব্ধ হতে পারে।
Photo Credit: GSMArena
দেশের রেল ব্যবস্থায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের পর ভারতের ট্র্যাকে…
সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি Krrish এর চতুর্থ ছবি নিয়ে বহুদিন ধরেই চলছে…
জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে লঞ্চের পর, Hero অবশেষে নতুন Xpulse 210 মোটরসাইকেলের বুকিং নেওয়া শুরু…
আপনি যদি কম বাজেটে পাওয়ারফুল প্রসেসরের ল্যাপটপ খোঁজ করেন, তাহলে এসারের নতুন ল্যাপটপ আপনার জন্য…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলে জগত সভায় ফের শ্রেষ্ঠ আসন পেয়েছে…
প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme), তরুণদের জন্য প্রকৃত কাজের অভিজ্ঞতা অর্জনের একটি দুর্দান্ত সুযোগ।…
This website uses cookies.