লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Infinix Note 50X বনাম Realme P3: ১৫ হাজার টাকার মধ্যে কোন ফোনটি কেনা উচিত! রইল তুলনা | Best Smartphone Under 15000 Rupees

Published on:

ব্যাক ক্যামেরা এক হলেও, Infinix Note 50X-এ ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং Realme P3 এর ১৬ মেগাপিক্সেল।

সম্প্রতি ভারতে একটি বাজেট-ফ্রেন্ডলি এআই নির্ভর স্মার্টফোন লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে ইনফিনিক্স। এটি হল Infinix Note 50X। দুর্দান্ত ক্যামেরা তো রয়েছে, এছাড়াও মিলবে শক্তিশালী প্রসেসর। দাম রয়েছে ১৫ হাজার টাকার মধ্যে। এদিকে, আরও একটি স্মার্টফোন Realme P3 টক্কর দিচ্ছে ইনফিনিক্স-কে। চলুন দেখে নেওয়া যাক দুই ফোনের মধ্যে সেরা কোনটা।

Infinix Note 50X বনাম Realme P3: ডিসপ্লে

উভয় ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চি স্ক্রিন ১২০ হার্টজ রিফ্রেশ রেট। তবে রিয়েলমি পি৩ ডিভাইসে পাবেন এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল এবং ২০০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা। এই ফোনে মিলবে আইপি৬৯ রেটিং। অন্যদিকে, ইনফিনিক্স নোট ৫০এক্স ডিভাইসে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন (৭২০ x ১৬০০ পিক্সেল) সহ একটি এলসিডি স্ক্রিন। এই ফোনে মিলবে আইপি৬৪ রেটিং।

READ MORE:  খুব সস্তায় চমৎকার 5G ফোন আনছে Oppo, পাবেন OLED ডিসপ্লে ও 6500mAh ব্যাটারি

Infinix Note 50X বনাম Realme P3: পারফরম্যান্স ও ব্যাটারি

ইনফিনিক্স নোট ৫০এক্স হল প্রথম ফোন যা ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর দ্বারা চালিত। এই ফোনে একাধিক এআই ফিচার যেমন, এআই অবজেক্ট ইরেসার, এআই ইমেজ কাটআউট পাওয়া যাবে। অপরদিকে, রিয়েলমি পি৩ ডিভাইসে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট। উভয় ফোনই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে।

READ MORE:  ওপ্পোর জোড়া ধামাকা, Oppo A5 ও Oppo A5 Vitality Edition এই তারিখে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে | Oppo A5 Vitality Edition Launch Date 18 March

ইনফিনিক্স ফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমির ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৬০০০ এমএএইচ, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Infinix Note 50X বনাম Realme P3: ক্যামেরা

উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর-সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান৷ তবে ইনফিনিক্স নোট ৫০এক্স-এ ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং রিয়েলমি পি৩ স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  ঝড় তুলতে আসছে Google Pixel 9a, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে বড় ডিসপ্লে, দাম ফাঁস

Infinix Note 50X বনাম Realme P3: দাম

ইনফিনিক্স নোট ৫০এক্স-এর দাম ১১,৪৯৯ টাকা থেকে শুরু। বিপরীতে, রিয়েলমি পি৩-এর দাম শুরু হচ্ছে ১৬,৯৯৯ টাকা থেকে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.