Infinix Note 50x 5G Plus Launched: সবচেয়ে সস্তা মিলিটারি গ্রেড ফোন আনল Infinix, দুর্ধর্ষ ফিচার সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা | Infinix Note 50x 5G Plus Price India
Infinix Note 50x 5G+ এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা রাখা হয়েছে।
সুমন পাত্র, কলকাতা: ইনফিনিক্স আজ ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন Infinix Note 50X 5G+ লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কম। এই সস্তা ফোনে আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর, ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এটি কোম্পানির সবচেয়ে সস্তা মিলিটারি গ্রেড ফোন। স্মার্টফোনটির বিক্রি ফ্লিপকার্ট থেকে হবে। আসুন Infinix Note 50X 5G+ এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি প্লাস এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা, আর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য ১২,৯৯৯ টাকা রাখা হয়েছে। প্রথম সেলে ICICI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে পেমেন্টে ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। যার পরে ৫০এক্স এর দাম যথাক্রমে ১০,৪৯৯ টাকা এবং ১১,৯৯৯ টাকা হবে।
এই ফোনটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – সি ব্রিজ গ্রীন (ভেগান লেদার ফিনিশ), এনচ্যান্টেড পার্পল এবং টাইটেনিয়াম গ্রে। Infinix Note 50x 5G+ ফোনের প্রথম সেল ৩ এপ্রিল থেকে শুরু হবে।
ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি প্লাস স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ১২০ হার্টজ এলসিডি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যাতে ৯০ এফপিএস গেমিং সাপোর্ট, ৮ জিবি ফিজিক্যাল পর্যন্ত র্যাম এবং ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে।
ফোনটি ফ্লোটিং উইন্ডো, ডায়নামিক বার, গেম মোড, কিডস মোড, পিক প্রুফ ফিচার সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলে। সংস্থাটি ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি প্লাস এর সাথে ২ বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট দেবে।
এতে একাধিক AI ফিচার পাওয়া যাবে, যার মধ্যে আছে – AIGC পোর্ট্রেট মোড, AI ওয়ালপেপার জেনারেটর, AI নোট, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, AI গ্যালারি, AI ইরেজার, AI কাট-আউট ইত্যাদি। এই ফোনে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, কল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট এবং সার্কেল টু সার্চ ফিচারও রয়েছে।
ফটোগ্রাফির জন্য Note 50X 5G+ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট এবং অ্যাক্টিভ হেলো লাইটিং আছে, পাশাপাশি পিছনে ডুয়েল LED ফ্ল্যাশও রয়েছে।
এই স্মার্টফোনটি MIL-STD-810H সার্টিফিকেশন প্রাপ্ত। আর জল ও ধুলো প্রতিরোধ করতে এতে IP64 রেটেড বিল্ড উপস্থিত। Infinix Note 50x 5G+ ডিভাইসে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে বাইপাস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।
বিগত কয়েক বছরে প্রযুক্তির খেলায় মেতে উঠেছে পুরো বিশ্ব। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারত সহ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি দেখে কার্যত মাথায় হাত পড়েছে পাকিস্তানের! প্রতি মুহূর্তে…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই বসন্তের মরসুমে ভ্যাঁপসা গরমে নাজেহাল গোটা দেশবাসী। প্রচন্ড গরমে এসির হওয়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে বাজেট ফ্রেন্ডলি বাইকের মধ্যে Honda Shine 100 এখন ক্রেতাদের মন…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরের ১লা এপ্রিল থেকে শুরু হয় নতুন অর্থবর্ষ। আর তার সঙ্গে আসে…
মিডরেঞ্জ সেগমেন্টে Motorola এর পক্ষ থেকে অনেক চমৎকার স্মার্টফোন অফার করা হচ্ছে। বিশেষ করে কার্ভড…
This website uses cookies.