লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Infinix Note 50X 5G Specification: AI সফটওয়্যার ও শক্তিশালী প্রসেসর নিয়ে বাজার কাঁপাতে আসছে Infinix Note 50X | Infinix Note 50X 5G Processor

Published on:

Infinix Note 50x 5G ভারতের বাজারে আগামী ২৭শে মার্চ লঞ্চ হবে বলে কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। স্মার্টফোনটি Android 15 নির্ভর নতুন XOS 15 কাস্টম স্কিনে চলবে বলে জানা গিয়েছে। এবার একটি সূত্র থেকে ফোনটির চিপসেটের নাম ফাঁস হয়েছে। সংস্থার বাকি ফোনগুলির মতো নয়া মডেলটিও MediaTek কোম্পানির চিপসেটে রান করবে। ফোনে যে কাস্টম ইন্টারফেস থাকবে সেটি একাধিক AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্স অফার করবে। Infinix Note 50x 5G গত বছরের Note 40x 5G-এর উত্তরসূরী হবে।

READ MORE:  Motorola Edge 60 Pro Price in India: আগামীকাল ভারতে আসছে Motorola Edge 60 Pro, তার আগেই দাম সহ ফিচার ফাঁস

Infinix Note 50x 5G কোন প্রসেসরে চলবে

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রকে উদ্ধৃত করে জিএসএমএরিনা দাবি করেছে, ইনফিনিক্স নোট ৫০এক্স চলবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেটে। এটি একটি অক্টা-কোর প্রসেসর যার চারটি কর্টেক্স এ৭৮ কোরের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ২.৫ গিগাহার্টজ। সাথে গ্রাফিক্সের জন্য মালি জি৬১৫ এমসি২ জিপিইউ রয়েছে। ফোনটিতে অ্যাক্টিভ হ্যালো লাইটিং ফিচার সহ ‘জেম কাট” ক্যামেরা মডিউল আছে। এলইডি লাইটিং চার্জিং স্টেটাস, নোটিফিকেশন দেখাবে।

READ MORE:  Realme Narzo 80 Pro Features: কম দামে ৬০০০ এমএএইচ ব্যাটারি, Realme Narzo 80 Pro ও Narzo 80x 5G কবে বাজারে আসছে | Realme Narzo 80x 5G Launch Date in India

Infinix XOS 15 কাস্টম স্কিনের ফিচার্স

ইনফিনিক্স তাদের এক্সওএস ১৫ মোবাইল সফটওয়্যার সম্পূর্ন পুনর্গঠনের মাধ্যমে পার্সোনোলাইজেশন অপশন আরও উন্নত করে তুলতে চাইছে। এটি অ্যানিমেশনকে আরও ইমপ্রুভ করবে। ব্যবহারকারীরা আকার এবং রঙের অনুসারে সিস্টেম আইকনগুলি কাস্টমাইজ করার সুবিধা পাবেন। পার্সোনোলাইজড লুকসের জন্য ২৫টিরও বেশি ফন্ট স্টাইল তৈরি করেছে ইনফিনিক্স। নতুন কাস্টম ইন্টারফেসে একটি স্মার্ট প্যানেল হোম স্ক্রিনে প্রায়ই ব্যবহৃত নির্দিষ্ট কিছু টুলস ও অ্যাপের শর্টকাটে দ্রুত অ্যাক্সেস প্রদান করবে।

READ MORE:  Oppo Find X8 Ultra Battery: 6000mAh ব্যাটারি আধ ঘন্টায় ফুল চার্জ! চমকে দেবে Oppo-র নতুন ফোনের প্রযুক্তি | Oppo Find X8 Ultra Features

এছাড়া, এক্সওএস ১৫ একঝাঁক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স অফার করবে। AI বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, স্মার্ট নোট নেওয়ার জন্য AI Note , AI ওয়ালপেপার জেনারেটর, সার্কেল-টু-সার্চ, AI-চালিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফোলাক্স, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, ইত্যাদি। আবার AI কল অ্যাসিস্ট্যান্ট স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে এবং কল সারসংক্ষেপে সহায়তা করবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.