Infinix XPAD GT Specification: গেমিং ট্যাবলেটের জগতে পা রাখছে জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড Infinix | Infinix XPAD GT Gaming Tablet Ram

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন তৈরির জন্য পরিচিত ইনফিনিক্স শীঘ্রই একটি গেমিং ট্যাবলেট বাজারে আনতে চলেছে। নতুন এই ট্যাবটির নাম Infinix XPAD GT। নতুন মডেলটির হাত ধরে প্রতিযোগিতামূলক গেমিং ট্যাবলেটের জগতে প্রবেশ করছে সংস্থাটি। ইনফিনিক্স তাদের নতুন ট্যাবের মাধ্যমে গেমারদের চাহিদা পূরণের লক্ষ্য রাখছে বলে জানা গিয়েছে।

Infinix XPAD GT: স্পেসিফিকেশন

কোম্পানি আনুষ্ঠানিকভাবে ইনফিনিক্স এক্সপ্যাড জিটি সম্পর্কে কিছু ঘোষণা না করলেও, ট্যাবটি কার্লকেয়ার সার্ভিস প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হয়েছে, যা এর নাম এবং মডেল নম্বর X1301 প্রকাশ করেছে। লিস্টিং থেকে আরও জানা গিয়েছে, এটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। তবে লঞ্চের সময় আরও মেমরির বিকল্প আসতে পারে।

READ MORE:  numBer Navo Buds X1 Launched: ৬০০ টাকার কমে ৫০ ঘন্টা ব্যাটারি লাইফ, দুর্দান্ত TWS ইয়ারবাডস লঞ্চ হল | numBer Navo Buds X1 Price in India

এছাড়া ইনফিনিক্স এক্সপ্যাড জিটি সম্পর্কে আর কিছু জানা যায়নি। যেহেতু এটি জিটি সিরিজের অংশ হবে, তাই নতুন মডেলে গেমিংয়ের জন্য উপযুক্ত প্রসেসর ব্যবহার হবে। অনলি ওয়াই-ফাই ভেরিয়েন্ট ছাড়াও, ৫জি কানেক্টিভিটি সাপোর্টের জন্য একটি ভেরিয়েন্ট আসা উচিত। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবটিতে লং লাস্টিং ব্যাটারি থাকবে বলে আশা করা যায়। এছাড়া, মসৃণ গেমপ্লে ভিজ্যুয়ালের জন্য উচ্চ রিফ্রেশ রেটেরটের ডিসপ্লে থাকতে পারে।

READ MORE:  হাত থেকে পড়লেও ভাঙবে না, মাত্র 6699 টাকায় সলিড স্মার্টফোন আনল ইনফিনিক্স

উল্লেখ্য, গত বছর ভারতে সংস্থার প্রথম ট্যাব Infinix XPAD লঞ্চ হয়েছিল। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৪০ নিট পিক ব্রাইটনেস সহ ১১ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, পিছনে ৮ ও সামনে ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Infinix GT 30 Pro Features: এবার সস্তায় গেমিং ফোনের স্বপ্নপূরণ, দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লঞ্চ হচ্ছে Infinix GT 30 Pro

Scroll to Top