Injury Of Virat Kohli: ফাইনালের আগেই চোট কোহলির! রবিবার খেলবেন? ভয় ধরাচ্ছে নতুন কারণ | Injury Update Of Virat Kohli
বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিগ সানডের বুক দুরু দুরু ম্যাচের আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে! নেপথ্যে সেই চোট আতঙ্ক! শনিবার দুবাইয়ের মাঠে অনুশীলন চলাকালীন আচমকা ফের হাঁটুতে চোট পান বিরাট কোহলি (Virat Kohli)। ফিজিওর দীর্ঘ চিকিৎসার পর শেষমেশ অনুশীলন সম্পূর্ণ না করেই মাঠ ছাড়েন ভারতীয় তারকা।
শনিবার দুবাইয়ের মাঠে শেষ পর্বের অনুশীলন সারছিল রোহিত বাহিনী। সেই মতো নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করছিলেন ভারতীয় তারকা বিরাট। এমতবস্থায়, এক পেসারের দুরন্ত বল সরাসরি কোহলির হাঁটুতে গিয়ে লাগে। তড়িঘড়ি যন্ত্রণায় ছটফট করতে করতেই মাটিতে লুটিয়ে পড়েন বিরাট।
ভারতীয় ক্রিকেটারের দুরবস্থা দেখে মাঠে ছুটে আসেন ফিজিও। দীর্ঘক্ষণ শুশ্রুষা ও প্রাথমিক চিকিৎসা চলে। স্প্রে থেকে শুরু করে আইসপ্যাক কোনও কিছুই বাদ যায়নি। তবে তা সত্ত্বেও শেষ পর্যন্ত অনুশীলন না করেই মাঠ ছাড়েন বিরাট। এহেন আবহে ফাইনালের একেবারে প্রাক্কালে প্রশ্ন উঠছে, রবিবার আদৌ খেলতে পারবেন কোহলি?
কোহলিকে নিয়ে দুশ্চিন্তার মাঝেই স্বস্তির খবর শুনিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, অনুশীলন চলাকালীন কোহলি যে চোট পেয়েছেন তা খুব একটা গুরুতর নয়, আপাতত সম্পূর্ণ ফিট রয়েছেন বিরাট। বেশ কয়েকটি সূত্র বলছে, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে নিয়েই মাঠে নামবেন রোহিত। ফাইনালের আগে কোহলিকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায়নি ম্যানেজমেন্ট, আর সেই কারণেই চোটের পর তাঁকে অনুশীলন করতে দেওয়া হয়নি।
চলতি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে কোহলির ফর্ম নিয়ে সেঅর্থে প্রশ্ন তোলার জায়গা নেই কারোরই। গত 23 ফেব্রুয়ারি, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ শতরান ও সেমিফাইনালের মঞ্চে অজিদের ওপর ছুরি ঘুরিয়ে 84 রানের বড় ইনিংস খেলেছেন বিরাট। তবে বিগত ম্যাচগুলিতে রানের হিসেব দেখলে বোঝা যাবে, চলতি মিনি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে ফর্মে থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2 মার্চের ম্যাচটিতে এক প্রকার ডাহা ফেল হয়েছেন বিরাট।
অবশ্যই পড়ুন: ভেঙ্কটেশের দাম তুলতেই IPL টিকিটের মূল্যবৃদ্ধি? KKR-কে কাঠগড়ায় তুলল সমর্থকরা
মাত্র 11 রান করেন সাজঘরে ফিরেছিলেন ভারতীয় তারকা। এবার সেই কারণকে সামনে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ মনে করছেন, 2 মার্চের মতোই যদি ফাইনালের মঞ্চেও কিউইদের বিরুদ্ধে বিরাট ব্যর্থ হন সেক্ষেত্রে ট্রফি জয়ের লড়াইটা টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাবে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পিকে ব্যানার্জীর (PK Banerjee) বাড়িতে রহস্যময় খুন।…
শ্বেতা মিত্র, পাসপোর্ট: গত কয়েকদিনের জন্য সাধারণ সুখবর। এক ধাক্কায় কয়েক গুণ গুণ বাড়তে সকলের।…
Honor 400 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই লাইনআপে একাধিক ফোন…
Lenovo Idea Tab Pro জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছিল। এবার…
এই মুহূর্তে যদি আপনি প্রতি মাসে অর্থ উপার্জনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে…
প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: এবার বিমান থেকে স্রেফ চুরি গেল চাকা! অবাক কাণ্ডে শোরগোল পড়ে গেল…
This website uses cookies.