লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

INSAT: কখন, কোথায় বজ্রপাত হবে জানা যাবে আগেই! বিশ্বকে চমকে দিল ISRO-র নয়া উপগ্রহ | Isro Thunderstorm Alert Sattalite

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও একবার এই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের মুকুটে নয়া পালক জুড়েছে। এবার ইসরো কিনা কোথায় কোথায় বজ্রপাত হতে পারে সে ব্যাপারে পূর্বাভাস দেবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

এবার বজ্রপাতের পূর্বাভাস দেবে ISRO

ভারতীয় ভূ-স্থির উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে দেশে বজ্রপাতের বিষয়ে রিয়েল-টাইম তথ্য সরবরাহ করতে মহাকাশ গবেষণা সফল হয়েছে। NSAT-3D স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে ইসরো বজ্রপাতের ঘটনাগুলির প্রায় ২.৫ ঘন্টা আগে পূর্বাভাস দিতে সক্ষম হবে। এই কৃতিত্ব অর্জন করেছে ISRO-এর জাতীয় দূর অনুধাবন কেন্দ্র (NRSC)। এটিকে আবহাওয়ার জগতে একটি বিপ্লবী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

READ MORE:  Weather Today: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, ভিজবে কলকাতাও! আবহাওয়ার খবর | Thunderstorm And Rain In South Bengal And Kolkata

বড় সাফল্য অর্জন ইসরো-র

ISRO-এর মতে, ট্রপোস্ফিয়ারে পরিচলন প্রক্রিয়ার প্রভাবে আবহাওয়া সংক্রান্ত পরামিতিগুলির জটিল মিথস্ক্রিয়ার কারণে বায়ুমণ্ডলীয় বজ্রপাতের ঘটনা ঘটে। এই পরিচলনশীল ঘটনার প্রধান চালিকাশক্তিগুলির মধ্যে রয়েছে পৃষ্ঠের বিকিরণ, তাপমাত্রা এবং হাওয়া। ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, “এনআরএসসি/ইসরো গবেষকরা ইনস্যাট-৩ডি স্যাটেলাইট থেকে প্রাপ্ত বহির্গামী লংওয়েভ রেডিয়েশন (ওএলআর) ডেটাতে বজ্রপাতের স্বাক্ষর পর্যবেক্ষণ করেছেন।”


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মহাকাশ সংস্থাটি জানিয়েছে যে বজ্রপাতের কার্যকলাপ সনাক্তকরণ এবং বৃদ্ধির জন্য পূর্বাভাসের নির্ভুলতা উন্নত করার জন্য ভূমি পৃষ্ঠের তাপমাত্রা (LST) এবং হাওয়ার মতো অতিরিক্ত পরামিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

READ MORE:  ছেলে পড়ে শিলিগুড়িতে, বাংলায় এসে ভারতকে গালিগালাজ বাবার! ঘাড় ধাক্কা দিয়ে তাড়াল ভারতীয়রা

২.৫ ঘন্টা আগে মিলবে পূর্বাভাস

এই নতুন সিস্টেমের মাধ্যমে, বজ্রপাতের ঘটনা প্রায় ২.৫ ঘন্টা আগে পূর্বাভাস দেওয়া যাবে। এই অর্জন ভারতের মতো গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানে বজ্রপাত একটি বড় প্রাকৃতিক দুর্যোগ। সময়মতো সতর্কীকরণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সুযোগ দেবে, যার ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস পাবে।

READ MORE:  কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা এলাকা! মৃত একাধিক
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.