INSAT: কখন, কোথায় বজ্রপাত হবে জানা যাবে আগেই! বিশ্বকে চমকে দিল ISRO-র নয়া উপগ্রহ | Isro Thunderstorm Alert Sattalite
শ্বেতা মিত্র, কলকাতাঃ নিজেদের কর্মকান্ডে আবারও একবার বিশ্বকে তাক লাগাল ইসরো (ISRO)। বলা ভালো, আরও একবার এই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের মুকুটে নয়া পালক জুড়েছে। এবার ইসরো কিনা কোথায় কোথায় বজ্রপাত হতে পারে সে ব্যাপারে পূর্বাভাস দেবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ভারতীয় ভূ-স্থির উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে দেশে বজ্রপাতের বিষয়ে রিয়েল-টাইম তথ্য সরবরাহ করতে মহাকাশ গবেষণা সফল হয়েছে। NSAT-3D স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে ইসরো বজ্রপাতের ঘটনাগুলির প্রায় ২.৫ ঘন্টা আগে পূর্বাভাস দিতে সক্ষম হবে। এই কৃতিত্ব অর্জন করেছে ISRO-এর জাতীয় দূর অনুধাবন কেন্দ্র (NRSC)। এটিকে আবহাওয়ার জগতে একটি বিপ্লবী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ISRO-এর মতে, ট্রপোস্ফিয়ারে পরিচলন প্রক্রিয়ার প্রভাবে আবহাওয়া সংক্রান্ত পরামিতিগুলির জটিল মিথস্ক্রিয়ার কারণে বায়ুমণ্ডলীয় বজ্রপাতের ঘটনা ঘটে। এই পরিচলনশীল ঘটনার প্রধান চালিকাশক্তিগুলির মধ্যে রয়েছে পৃষ্ঠের বিকিরণ, তাপমাত্রা এবং হাওয়া। ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, “এনআরএসসি/ইসরো গবেষকরা ইনস্যাট-৩ডি স্যাটেলাইট থেকে প্রাপ্ত বহির্গামী লংওয়েভ রেডিয়েশন (ওএলআর) ডেটাতে বজ্রপাতের স্বাক্ষর পর্যবেক্ষণ করেছেন।”
মহাকাশ সংস্থাটি জানিয়েছে যে বজ্রপাতের কার্যকলাপ সনাক্তকরণ এবং বৃদ্ধির জন্য পূর্বাভাসের নির্ভুলতা উন্নত করার জন্য ভূমি পৃষ্ঠের তাপমাত্রা (LST) এবং হাওয়ার মতো অতিরিক্ত পরামিতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই নতুন সিস্টেমের মাধ্যমে, বজ্রপাতের ঘটনা প্রায় ২.৫ ঘন্টা আগে পূর্বাভাস দেওয়া যাবে। এই অর্জন ভারতের মতো গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানে বজ্রপাত একটি বড় প্রাকৃতিক দুর্যোগ। সময়মতো সতর্কীকরণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সুযোগ দেবে, যার ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাস পাবে।
শ্বেতা মিত্র, কলকাতা: ভারতীয় রেল দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি বিশ্বের বৃহত্তম…
সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন কর্মসংস্থানের সুযোগ কমছে আর বেকারত্বের হার বাড়ছে। তবে এমনটা…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে সাসপেন্স যেন শেষ হওয়ার…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে লাখ টাকার গাড়ি নামে পরিচিত Tata Nano আবারো নতুন…
সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র ৪০০ দিনে ধনী হওয়া স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় স্টেট ব্যাংক (State Bank…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার জামশেদপুরের ঘরের মাঠে সেরা একাদশ নিয়ে নামতে পারেনি মোহনবাগান (Mohun Bagan)।…
This website uses cookies.