Instagram: ভারতে ইন্সটাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে কাদের? প্রথম দশে ৮ জন মহিলা

ইন্সটাগ্রাম, ভারতীয়দের কাছে অত্যন্ত পরিচিত একটি অ্যাপ। এই প্ল্যাটফর্মে রিলস ফিচারটি চালু হওয়ার পর জনপ্রিয়তা যেন আরও বেড়ে গিয়েছে। বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী এবং খেলাওয়াড়রা পর্দার পিছনে নানা ছবি-ভিডিয়ো এই প্ল্যাটফর্মে পোস্ট করে থাকেন। তবে ফলোয়ার্সের নিরিখে এই অ্যাপে সবথেকে বেশি দাপট বলিউড এবং ক্রিকেটারদের। জানলে চমকে যাবেন, প্রথম দশে রয়েছেন ৮ জন মহিলা। আসুন ভারতে ইন্সটাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার্স (Instagram Followers) কাদের রয়েছে জেনে নেওয়া যাক।

READ MORE:  ভরসা নেই CBI-এ! এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন আরজি করের নির্যাতিতার পরিবার

ইন্সটাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে এই ১০ জনের

বিরাট কোহলি – ২৭ কোটি
শ্রদ্ধা কাপুর – ৯ কোটি ৪০ লক্ষ
প্রিয়াঙ্কা চোপড়া – ৯ কোটি ২০ লক্ষ ৬০ হাজার
নরেন্দ্র মোদী – ৯ কোটি ২০ লক্ষ ৪০ হাজার
আলিয়া ভাট – ৮ কোটি ৬০ লক্ষ ২০ হাজার
ক্যাটরিনা কাইফ – ৮ কোটি ৪০ লক্ষ
দীপিকা পাডুকোন – ৮ কোটি ৪০ লক্ষ
নেহা কাক্কর – ৭.৮ কোটি
উর্বশী রাউতেলা – ৭.২ কোটি
জ্যাকলিন ফার্নান্ডেজ – ৭.১ কোটি

READ MORE:  ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! মহাকুম্ভের জলে দাঁড়িয়ে করলেন জপ

ভারতে শীর্ষ ১০ জন, যাদের সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে তার মধ্যে কিছু নাম হল – বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং শ্রদ্ধা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের মতো বলিউড সুপারস্টার।

এই তারকাদের বেশিরভাগই ফ্যাশন এবং ফিটনেস সেক্টরের শীর্ষ ব্র্যান্ডগুলির সাথে অংশীদারিত্ব করেছেন। ব্র্যান্ড প্রচারের জন্য ইনস্টাগ্রামকে একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেন তারা। এছাড়াও, ফলোয়ার্সদের সাথে তাদের ব্যক্তিগত সম্পৃক্ততা, পর্দার পিছনের বিষয়বস্তু পোস্ট করা, ব্যক্তিগত মাইলফলক অর্জন করা, অথবা ভাইরাল চ্যালেঞ্জগুলিতে অংশগ্রহণ করা, তাদের পরিচিতি আরও বাড়িয়ে তোলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  মাত্র ৩৬ হাজার টাকায় Bajaj-এর বিলাসবহুল গাড়ি! 45 kmpl মাইলেজের সাথে পাবেন প্রিমিয়াম ফিচার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top