Instagram Night Mode: ইনস্টাগ্রামের ডিফল্ট ক্যামেরায় এল নতুন ফিচার, কম আলোতেও উঠবে উজ্জ্বল ছবি | OnePlus 13
আপনি যদি ইনস্টাগ্রাম ব্যবহারকারী হন এবং কাছে OnePlus 13 স্মার্টফোন থাকে, তাহলে আপনার জন্য সুখবর। ইনস্টাগ্রামের সঙ্গে জোট বেঁধে ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটির ডিফল্ট ক্যামেরায় নাইট মোড এনেছে ওয়ানপ্লাস, যা বর্তমানে সংস্থার ওই লেটেস্ট ফ্ল্যাগশিপে অ্যাক্সেস করা যাবে। বলা বাহুল্য, ইনস্টাগ্রামের অ্যাপ ক্যামেরা বা ভিতরে যে ক্যামেরা থাকে, তা বেশিরভাগ ফোনের ক্যামেরার চেয়ে নিম্নমানের এবং নিজস্ব নাইট মোড নেই।
বেশিরভাগ ক্ষেত্রে, দিনের বেলায় ইনস্টাগ্রামের ডিফল্ট ক্যামেরা ব্যবহার করে তোলা ছবিও নিম্নমানের আসে। আর রাতে, বিশেষ করে অন্ধকার পরিবেশে তোলা ছবির জৌলুস হারিয়ে যায়। OnePlus 13 মডেলটির ব্যবহারকারীদের জন্য এই সমস্যার সমাধান হাজির হয়েছে। ওয়ানপ্লাস তাদের কমিউনিটি নোটে লিখেছে, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলিকে আপনার সৃজনশীল মুহূর্তগুলির জন্য অপ্টিমাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সে গভীর রাতের অ্যাডভেঞ্চার, আরামদায়ক ডিনার, অথবা স্বতঃস্ফূর্ত আড্ডা, যাই হোক না কেন।
সংস্থা যোগ করেছে, আমরা জানি জীবনের এই মুহূর্তগুলো ভাগ করে নিতে কতটা ভালবাসেন আপনি, এবং আজ, আমরা এমন একটি বৈশিষ্ট্য চালু করতে পেরে রোমাঞ্চিত যেটি শুধুমাত্র সেই কম আলো, উচ্চ-ভাইব মুহূর্তগুলির জন্য ডিজাইন করা হয়েছে। OnePlus 13 এর সাথে ইনস্টাগ্রামের নাইট মোডকে হ্যালো বলুন!”
এই ফিচারটি স্টোরি এবং ফিড পোস্ট উভয়ের জন্যই কাজ করে। OnePlus 13 ব্যবহারকারীদের কেবল ইনস্টাগ্রামের লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে তাহলেই এই ফিচার চালু হয়ে যাবে। প্রথমে প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম সার্চ করুন, অ্যাপের বিবরণে ট্যাপ করুন, এবং অ্যাপ আইকনের ঠিক নীচে, ডানদিকে “আপডেট” অপশন দেখতে পাবেন। উপরে ট্যাপ করলে নতুন সংস্করণ ইনস্টল হয়ে যাবে। তারপর ইনস্টার ইন-অ্যাপ ক্যামেরায় নাইট মোড অ্যাক্সেস করতে সক্ষম হবেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
This website uses cookies.